![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস শেষে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ৩০ বছরে এক যুবক। হঠাৎ একটা গাড়ি তার সামনে থেমে। এরপর তিনজন নারী তার কাছে একটা ঠিকানা জানতে চান। আচমকা গাড়ির ভিতর থেকে এক নারী তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়িতে উঠে আসতে বলে। তখন তিনি বাধ্য হয়ে গাড়িতে ওঠেন।
তখন গাড়ির ভিতরে ছিল আরও দুজন নারী। এ সময় তাকে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে ওই তিন রমনী। তবে এখানেই শেষ নয়, প্রায় মিনিট বিশেক গণধর্ষণের পর সেই যুবকের কাছ থেকে শুক্রাণু চুরি করে পালিয়ে যায় তারা।
গণধর্ষণের পর যুবকের শুক্রাণু চুরির এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত শনিবার দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের কোওয়াজাখেলে শহরে। খবর: ডেইলি মেইল।
যুবকের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গাড়িতে ওঠার পরই তাকে শারীরিকভাবে উত্তেজিত করার চেষ্টা করে ওই তিন নারী। কিন্তু তাতে কাজ না হওয়ায় তাকে জোর করে কোন রহস্যজনক তরল পদার্থ খাওয়ানো হয়। সেটি শরীরে যাওয়ার পর তার মধ্যে যৌন উত্তেজনার উদ্রেক হয়। এরপর তাকে ওই তিন মহিলা ধর্ষণ করে।
যুবকটির আরও অভিযোগ, ধর্ষণের পর ওই তিন নারী তার শুক্রাণু একটি প্লাস্টিক ব্যাগে সংগ্রহ করে কুলার কন্টেইনারে রাখে। এরপর তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব
কথা হচ্ছে, শুক্রানু চুরি করবি কর, কিন্তু তার জন্য ধর্ষণ করার কি দরকার ছিল? এখন অই ছেলেকে বিয়ে করবে কে? জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন???
২| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:০৯
রাতুলবিডি৪ বলেছেন: শুক্রানু চুরি করবি কর, কিন্তু তার জন্য ধর্ষণ করার কি দরকার ছিল? এখন অই ছেলেকে বিয়ে করবে কে? জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন???
৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৬
আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: পুরুষ ধর্ষণ আইন করতে হবে,,,
৪| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৩০
মুক্তকণ্ঠ বলেছেন: কথা হচ্ছে, শুক্রানু চুরি করবি কর, কিন্তু তার জন্য ধর্ষণ করার কি দরকার ছিল? এখন অই ছেলেকে বিয়ে করবে কে?
৫| ১৪ ই মে, ২০১৫ ভোর ৫:৪৭
মুহাম্মাদ মিজানুর রশীদ শুভ্র বলেছেন: আমাদের দেশে মেয়েদের "নষ্ট" করা হয় এমন কাজ করা হলে। তাইলে কি ঐ পুরুষটাও এখন নষ্ট হয়ে গেলো? (মানে আমাদের দেশের মনসামাজিক মানদণ্ডে)
১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০৫
জনতার রায় বলেছেন: সাউথ আফ্রিকার সমাজ ব্যবস্থায় ধর্ষিত মেয়েরাও নষ্ট হয়না - পুরুষ হলে কি হয়, জানা নেই।
৬| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৬
মাঘের নীল আকাশ বলেছেন: মজাটা কেডা লইল সেটাই তো বুঝবার পারলাম না... ধর্ষিকা নাকি ধর্ষিত...
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:২৫
জনতার রায় বলেছেন: কেন, আপ্নে মজা লন নাই?
৭| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৫১
হামিদ আহসান বলেছেন: হায় হায় ...!
৮| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১:৫৩
মো: আশিকুজ্জামান বলেছেন: এখন ঐ যুবকটির কি হবে?
৯| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
নিয়ামত উল্লাহ বলেছেন: বিয়া শাদীর কথা পরে কন... আগে খোজ লন প্রেগন্যান্ট হইয়া গেল কি না পোলাডা।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:০১
আমারনামবিডি বলেছেন: আগে বলেন যে পুরুষ নির্যাতনের জন্য কেস করতে !!!