![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি একটি করে আজ তিনটি বছর শেষ হতে চলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার পথ চলা এখনো থামে নি। প্রতিদিন সকাল ৫টাই ঘুম থেকে উঠে আমার পথ চলা শুরু শেষ হয় মাঝ রাত অবধি। সত্যিই একটা যান্ত্রিক জীবন পেয়েছি। অনেক সপ্ন চোখে জানি না কত টুকু পারব। কিন্তু থেমে নেই আমি। আজ এত দূর আসার পর মনে হচ্ছে এই পথ বুঝি আমার নই, ভুল পথে এসেছি। যাই হক ভালই লাগে এখন। ডিপার্টমেন্ট এর জন্য একটা ওয়েবসাইট বানিয়েছিলাম। ভেবে ছিলাম নতুন কিছু হবে কিন্তু কোথাই যেন ভুল ছিল। জানি না এই ভুল তা কোথাই । খুজছি।। এখানে সেখানে। আশাই আছি একদিন আমি জানব কোথাই ছিল আমার ভুল। ওয়েবসাইট http://financeinterface.yolasite.com
©somewhere in net ltd.