নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথীবি

পৃথীবি

আমি রেহান। খুব সাধারণ, কিন্তু ভাল মানুষ।

পৃথীবি › বিস্তারিত পোস্টঃ

গলায় কাটা লাগছে, খুব কস্টে আছি......কেউ কি যাহায্য করতে পারবেন?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৫

কালকে মাছ খেতে গিয়ে জন্মের শিক্ষা হইছে। সেইযে কাটা লাগছে আর যাই না। গরম গরম ভাত গিলে ফেললাম, কলা গিলে ফেললাম, কিছু হলনা। তারপর গেলাম হোমিও ডাক্তারের কাছে। কি জানি খাইতে দিলো, খাইলাম, কিন্তু কিছু হইল না। শেষে ইচ্ছা করে ২ বার বমি করলাম, রক্ত বের হয়ে গেল, কিন্তু যাকে বের করতে চাইছি সে বের হচ্ছে না। কেউ কি আমাকে কোন ভাবে সাহায্য করতে পারবেন? খুব কস্টে আছি। একজন বন্ধুকে বললাম, সে বলল খাওয়ার সময় চোখ কি পকেটে ছিল? এইটা কোন কথা হল? সাহায্য না করে উপদেশ দিচ্ছে। ভাই আপনাদের কারো কোন উপায় জানা থাকলে বলেন, দয়া করে উপদেশ দিয়েন না।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৪

আকাশ_পাগলা বলেছেন: বিড়ালের পা ধরলে নাকি কাঁটা যায়। ;)
-----------------------------------------------
আসলে, এত কিছুর পরে কাঁটা থাকতে পারে না, যা যা আপনি করেছেন। আমি বলি ঘটনা কী হয়েছে।

আপনার গলায় একটা ক্ষত তৈরি হয়েছে। কাঁটা দায়ী। সেই ক্ষততে রক্ত শুকিয়ে গেছে। জমাট হওয়াতে শক্ত হয়ে গেছে। আপনি ঢোঁক গিললে ওই শুকিয়ে যাওয়া অংশকে কাঁটা বলে ভুল করছেন।

এটা মনের ভুল। বমি করে রক্ত বের করে ফেলেছেন মানে কী??? এই ধরণের বোকামী কী খুব জরুরী?? তাহলে, বিড়ালের পায়ে ধরাই আপনার জন্য ভাল।


মানুষের গলাটা এমনভাবেই তৈরী যে কাঁটা এতক্ষণ থাকতে পারবে না। (শুধু 'বোধহয়' কৈ মাছ ব্যাতীত)।

এরপরেও কোন সন্দেহ থাকলে নাক কান গলার ডাক্তারের কাছে যান।
উনি হয়ত এমন ঔষধ দেবেন, যেন সেখানে ইনফেকশন না থাকে।


শুভকামনা রইল। ধীরস্থীর হন। পরে কী হল জানাবেন।

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৫

পৃথীবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...কিন্তু আমি sure কাটা এখনও আছে। গলায় এখনও লাগছে...
তারপরেও দেখি নাক কান গলার ডাক্তারের কাছে যাইতে হবে মনে হই।

২| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৪

আরিফুর রহমান বলেছেন: বিলাই খুইজা বাইর করেন...

তার পায়ে ধৈরা মাপ চান...

৩| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২০

ইসানুর বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থাইক্যা উনার পাগলা বাবার ফুন নাম্বার নিয়া ফুন দ্যান। পাগলা বাবার ফু'তে কাজ হইতারে ;)

৪| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২১

সুবীর বোস বলেছেন: বাজার থেকে এক শিশি ভিনিগার কিনুন...এরপর এক চামচ ভিনিগার ঐ কাঁটা বরাবর গলা দিয়ে গড়িয়ে দিন...ভিনিগারের স্বাদ খারাপ না, একটু টক-টক লাগবে..।

নিশ্চিত থাকুন উপকার পাবেনই...

দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থণায়........

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৯

পৃথীবি বলেছেন: ভিনিগার দিয়ে কি আসলে কাজ হই? কখন শুনি নাই। যাই হোক, চেষ্টা করে দেখি...কি হই...

৫| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২২

পারভেজ বলেছেন: আমার গলায় ১৫/২০ দিন আগে ছোট একটা কাঁটা বিধেছিল। কোনভাবেই বের করা যায়নি। ব্যথা না করলেও একটু অস্বস্তি ছিল। ৮/১০ দিন পর মনে হলো সেই অস্বস্তিটুকু আর টের পাচ্ছিনা। যদি ব্যথা থাকে বা ঢোক গিলতে সমস্যা হয়, তাহলে ই এন টি ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এমনিতেএটা আপনাআপনি চলে যাবার কথা।
আকাশ_পাগলার ব্যাখ্যাটা ভালো।

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪১

পৃথীবি বলেছেন: অনেক ধন্যবাদ...

৬| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৫

সহেলী বলেছেন: কৈ মাছের বা এমন কোন মাছের কাটা যদি হয় শক্ত বা বাঁকা --সমস্যা হয় । আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখালে ভাল হয় ।

৭| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৫

'লেনিন' বলেছেন: আপনি বিড়ালের পা ধরাটাই বাদ রাখছেন :)

যাহোক... ডাক্তারের কাছেই যখন গেলেন হোমিও কেনো? কাটা যদি স্বাভাবিক চোখে খুঁজে পাবার মতো হয় সাধারণ সার্জারি উপায়ে হয়তো বের করা যেতে পারে। আকাশ_পাগলা যেভাবে বললেন তাতে উনাকে ডাক্তার মনে হচ্ছে :) এতো বমি করে ফেলার মতো অস্থির কেনো?

তবে আকাশ_পাগলা বলেছেন রক্ত শুকিয়ে কাটার মতো অনুভব হচ্ছে... তা না হয়ে বরং এমন হতে পারে.. যে কাটা নেই বরং কাটার ক্ষতস্থান ফুলে গেছে আর ফুলে যাওয়াটাই আপনার কাছে কাটা মনে হচ্ছে... বেশি সন্দেহ থাকলে সার্জারি'র ডাক্তারের সাথে দেখা করুন।

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪১

পৃথীবি বলেছেন: অনেক ধন্যবাদ...

৮| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৬

তিথী ও টাটা বলেছেন: যদি ছোট কাটা হয় তবে তা নিজে নিজেই চলে যাবে যদিও একটু কস্ট হবে ১/২ দিন তবে যদি বড় কাটা হয় বা, বেশী কস্ট লাগে তবে ডাক্টারের কাছে যাওয়াই ভাল।
আমার একবার শিং মাছের কাটা লাগছিল তা বেশ অনেক বছর আগে, আমার বড় ভাই কি মনে করে যানি আমাকে নিয় গেল হোমিও ডাক্টারের কাছে যদিও সে বেশ আধুনিক মানুষ হোমিও টোমিও বিশ্বাস করতাম না আমরা কেউই কিন্তু মনে হচ্ছে ডাক্টারের ঔষুধটা ম্যাজিক এর মত কাজ করেছিল। ঔষুধ খাওয়ার এক মিনিটেরও কম সময়ে মধ্যে কাটা যেন কোথায় হারিয়ে গেল কিছুই বুঝলাম না।

ডাক্টারটির নামা ডা: কিরন চন্দ্র রায় উনি বসেন কুমিল্লা শহরে। জানি না এখন ভদ্রলোক বেচে আছেন কিনা।



২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৫

পৃথীবি বলেছেন: অনেক ধন্যবাদ...Google-এ Search করে দেখতে হবে ডা: কিরন চন্দ্র রায় এখন কোথাই আছে।

৯| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৪

~স্বপ্নজয়~ বলেছেন: যে কোন হোমিও ডাক্তারের কাছে চলে যান ...

১০| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৮

ভিয়েনাস বলেছেন: মাছের কাটা অনেক খারাপ জিনিস । আমার পরিচিত একজনের মাছের কাঁটা দাঁতে বিধেছিল । কেয়ার করেনি । অনেক দিন পর ইনফেকশন দেখা দেয়। পরে সেখান থেকে ক্যান্সার হয়ে মারা যায়।

ভাই ডাক্তারের কাছে যান ।

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:১১

পৃথীবি বলেছেন: এইটা কি শুনাইলেন??? ইনফেকশন থেকে ক্যান্সার? ক্যান্সার থেকে......শেষে মাছের কাটা খাই মারা যাব? মানুষ শুনলে কি বলবে? কেমনে মরছে? কাটা খেয়ে মরছে। ছি ছি ছি...মান সম্মান কিছু থাকবে না।

১১| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:৪২

সামছা আকিদা জাহান বলেছেন: আমার মনে হয় কাটা আর নাই । ক্ষত আছে। প্রথামে একজন ডাক্তারের কাছে যান সে আগে দেখে বলুক কাঁটা আছে কি না। থাকলে সে বেড় করে দেবে। আর এন্টীবায়টিক খেতে দেবে। বাড়ির পাশে যে ক্লিনিক আছে সেখানেই যান। এর জন্য বিশেষ অজ্ঞের দরকার নাই।

১২| ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২২

সোজা কথা বলেছেন: কাটা দিয়ে কাটা তোলার জন্য আরো কাটাযুক্ত মাছ খান।

১৩| ২২ শে মে, ২০০৯ রাত ৮:২০

কলাবাগান বলেছেন: @সোজা কথা,

Best comments so far

১৪| ২২ শে মে, ২০০৯ রাত ৮:২৩

নির্জন রহমান বলেছেন: সোজজা কথা বলেছেন।

১৫| ২২ শে মে, ২০০৯ রাত ৮:২৪

নির্জন রহমান বলেছেন: সোজা কথা (আগের টা ভুল ছিল)

১৬| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৯

ফা্রুক হাসান বলেছেন: যে কোন হোমিও ডাক্তারের কাছে চলে যান ...

১৭| ১৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৪২

ডট কম ০০৯ বলেছেন: ভাইজান আমারে একটা সফটোয়ার দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.