নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদ হোসেন জনি

মেজাজ মর্জি খারাপ আছে!

মাহমুদ হোসেন জনি › বিস্তারিত পোস্টঃ

আসুন নিজের গাছে বোম্বাই/নাগা মরিচ ফলাই মাত্র ১ মাসে!

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৫

মরিচ এর প্রতি অনেকেরই দুর্বলতা আছে। আর তা যদি হয় বোম্বাই/নাগা মরিচ তাহলে তো কথাই নেই! অনেকেরই বোম্বাই/নাগা মরিচ খুবই প্রিয়। একটু চেষ্টা করলেই আমারা নিজের হাতেই মাত্র ১ মাসে ফলাতে পারি এই বোম্বাই মরিচ।



ঢাকার সিদ্দিকবাজারে (গুলিস্তানের পাশে) ১ টাকা পিস হিসেবে আপনি বীজ কিনতে পারেন। তবে নতুনদের জন্য চারা কেনাই ভালো। মাঝে মাঝে রাস্তায় কচুরিপানার কিছু চারা পাওয়া যায়, এগুলো সবচেয়ে ভালো (যেমনঃ ঢাকা কলেজ এর সামনে, মিরপুর ১১ নাম্বার বাজারে কচুরিপানার চারা পাবেন)। দাম ১০ টাকা প্রতিটি। এছাড়া ভালো নার্সারি থেকেও কেনা যায় বোম্বাই/নাঙ্গা মরিচ চারা। যেখান থেকেই নেন চারার দাম একই।







আমার বাগানের বোম্বাই মরিচের একাংশ



প্রতিটি চারা লাগানোর আগে মাটি প্রস্তুত করে নিন। প্রতিটি ১০ ইঞ্চি টবের জন্য ১/৩ গোবর (২ ভাগ মাটি, ১ ভাগ গোবর), ২ চিমটি টি এস পি, ১ চিমটি ইউরিয়া, ১ চিমটি পটাস সার, অল্প পরিমাণ সরিষার খৈল দিয়ে ৪/৫ দিন মাটি রোদে শুকাতে দিন। তারপর এই মাটিতে চারা লাগান। চারা যদি সবল না হয় তাহলে দিনে ২/৩ বার ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে করলে চারা সবল হয়ে যাবে।







বোম্বাই/নাগা মরিচ ( মাত্র দেড় মাস বয়সী )



টবের পরিমাণ সর্বনিম্ন ৮ ইঞ্চি হতে হবে। তবে ১০ ইঞ্চি তবে লাগালে ভালো হয়। আমি নিজে অবশ্য ৮ ইঞ্চির চেয়েও ছোট টব/পাত্রে লাগাই। আল্লাহর রহমতে মরিচ খুব ১ টা ছোট হয় না।



সপ্তাহে ১ দিন মাটি খুঁচিয়ে আলগা করে দিবেন, আর আগাছা সরিয়ে দিবেন। চারা লাগানোর ২০-২৫ দিনের মধ্যেই ফুল আসবে গাছে। আর সেই ফুল থেকে আস্তে আস্তে ধরতে শুরু করবে আপনার প্রিয় বোম্বাই/নাগা মরিচ। মরিচ যত বেশিদিন গাছে থাকবে তত ঝাল হবে।







দেখুন ১ টা গাছে একবারে কতগুলো মরিচ ধরে!



খুব নিচের শাখাগুলো কেটে/ভেঙ্গে ফেলবেন, না হলে গাছের জোর কমে যাবে, মরিচ হবে ছোট। গাছ রাখবেন কড়া রোদে, ছায়ায় থাকলে মরিচ ধরবে না।







বোম্বাই/নাঙ্গা মরিচ গাছ



১ টা মরিচ গাছ অনেকদিন ফল দিবে। আর ১ টা গাছে যে পরিমাণ মরিচ ধরে তা খেয়েই শেষ করা কঠিন।



২-৪ টা গাছ হলে পোকামাকড় হাতেই মেরে দমন করা যায়। গাছ বেশি হলে অথবা কীটনাশক দিতে চাইলে মরটাস ব্যবহার করা যায়। তবে আমি নিজে শাকসবজি, শাক এগুলোতে কীটনাশক ব্যবহার এর পক্ষপাতী না।



এবার নিজেই ১ বার চেষ্টা করে দেখুন কত সহজে ফলানো যায় আপনার প্রিয় বোম্বাই/নাগা মরিচ।



(বিঃদ্রঃ ১ মাসে ফলনের ব্যপারটা বলা হয়েছে চারা লাগানোর ক্ষেত্রে, বীজ থেকে ফলন পেতে সময় আড়াই থেকে তিন মাস লাগতে পারে।)

মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২০

জাকারিয়া জামান তানভীর বলেছেন: আমার মায়ের বদৌলতে আমাদের বাসায়ও কয়েকটি গাছ আছে আর নাগা খেয়েই যাচ্ছি। আপনার পোস্টের জন্য ধন্যবাদ। :) :)

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২২

মাহমুদ হোসেন জনি বলেছেন: খুবই ভালো লাগলো জেনে।
আপনাকেও ধন্যবাদ।

২| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৫

নগত টাকা বলেছেন: মরিচ আমার প্রিয়
ধন্যবাদ

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

মাহমুদ হোসেন জনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভাই চিমটি হিসাবে সার কৈ পামু B:-) আমারো বড় ইচ্ছা বুম্বাই মরিচের চারা লাগাইতে কিন্তুক রৈদ নাই।

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

মাহমুদ হোসেন জনি বলেছেন: চিমটি দিয়ে পরিমাণ বোঝানো হয়েছে। কেজি হিসেবে কিনে চিমটি হিসেবে পরিমাপ করেন। রৈদ না থাকলে ২০০ পাওয়ার এর ১ টা বাল্ব কিনে লাগায়ে দেন। :)

৪| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ভাইরে যেই ঝালের ঝাল :প তবে পাকিরা ৭১ বোম্বাই মরিচ কি জিনিশ বুঝেছিল

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

মাহমুদ হোসেন জনি বলেছেন: হুমম। ঠিকই বলেছেন।

৫| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৪

bogra বলেছেন: ভাই আমি তো বগুড়াতে থাকি ।এই মরিচের চারা বা বীজ কিভাবে কালেক্ট করব?

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩০

মাহমুদ হোসেন জনি বলেছেন: বীজ ঢাকা ছাড়া পাবেন না বোধহয়। পেলেও বড় প্যাকেট পাবেন, খুচরা পাবেন না। সার,বীজ পাওয়া যায় এমন জায়গায় খোঁজ করুন।

আর চারা বগুড়ার যে কোন নারসারীতে পাবেন। ধন্যবাদ!

৬| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

মাহমুদডবি বলেছেন: ভাই আমার বাসার ছাদে দেশি মরিচ গাছ লাগাইছিলাম কিন্তু পিপড়া সব ফুল খেয়ে ফেলে কি করতে পারি।

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৬

মাহমুদ হোসেন জনি বলেছেন: গাছ লাগানোর আগে ১০/১২ দিন কড়া রোদে মাটি শুকিয়ে নিবেন, তাহলে পোকামাকড় আর থাকবে না। টবে চা পাতা দেয়া যাবে না, এতে পিঁপড়ার উপদ্রব বাড়তে পারে।
আপনি পিঁপড়া মারার পাউডার বিষ কিনে টবের উপরের মাটিতে ছিটিয়ে দেন যদি বেশি পিঁপড়া হয়।

৭| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩২

দূলভ বলেছেন: thanks

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৩

মাহমুদ হোসেন জনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বোম্বাই মড়িচ অনেক ঝাল কিন্তু সুন্দর সেন্ট আর টেস্ট ভালো লাগে।

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১:০০

মাহমুদ হোসেন জনি বলেছেন: ঠিক বলেছেন। আমি নিজেই ঝাল এর ভয়ে খেতে পারি না!

৯| ৩১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪২

ঝটিকা বলেছেন: আপনার বাগান বিষয়ক পোষ্টগুলো আমি একটাও মিস করি না। খুবই ভালো লাগে। আশা করি আপনার এই প্রচেষ্টা চালিয়ে যাবেন, কারন এতে অনেকেই উৎসাহিত হয়। তারমধ্যে আমি একজন :)

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৩

মাহমুদ হোসেন জনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সবগুলো পোস্ট পড়ার জন্য!

যাদের মনে সুপ্ত বাসনা গাছ লাগানোর, অথবা যারা গাছ লাগান তাদের আরও উৎসাহিত করার ছোট প্রচেষ্টা করি মাত্র। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এই প্রচেষ্টা চালিয়ে যাব।
আপনার সুন্দর ১ টা স্থায়ী ঠিকানা হোক, এই কামনা রইলো।
ভালো থাকুন।

১০| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৯:৪৫

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: ধরে রাখলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:২১

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ!

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১

শান্তা273 বলেছেন: আপনার বাগান দেখে মুগ্ধ হচ্ছি বার বার !!!
আর অনেক অনেক উপকৃত হলাম আবার ও !!!

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট দেওয়ার জন্য।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ৯:১৭

মাহমুদ হোসেন জনি বলেছেন: আপনি উপকৃত হয়েছেন এটা শুনে ভালো লাগলো বেশ।
আপনাকেও অনেক ধন্যবাদ!
আপনারা উৎসাহ দেন বলেই নতুন পোস্ট দেয়ার অনুপ্রেরণা পাই।

১২| ২৩ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:১৫

কসমিক- ট্রাভেলার বলেছেন: ভালো লাগলো

২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০২

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ!

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৮

মনুমনু বলেছেন: অনেক ভাল লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫০

মাহমুদ হোসেন জনি বলেছেন: ধন্যবাদ!

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

রাখালছেলে বলেছেন: নাগা বলতে কি বুঝালেন ..?
আমি সিদ্দিক বাজারে যেয়ে উক্ত নামে কোন মরিচের জাত খুজে পেলাম না । বোম্বাই নামটা সবার পরিচিত কিন্তু নাগা নামটা কি বোঝায় ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

মাহমুদ হোসেন জনি বলেছেন: নাগা আর বোম্বাই ২ টা একই মরিচ। এজন্যই প্রতিটা স্থানে "বোম্বাই/নাগা" হিসেবে লিখা হয়েছে। কোন কোন জায়গায় এটা নাগা আবার কোথাও বোম্বাই নামে পরিচিত। ধন্যবাদ।

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

রাখালছেলে বলেছেন: একটা সমস্যায় পড়লাম তাই আবার আপনাকে জ্বালাতে আসলাম । আমার একটা গাছ বড় হয়েছে । হঠাৎ কেমন মরা মরা হয়ে যাচ্ছে । কোন সমাধান থাকলে জানাবেন । ধন্যবাদ ।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

মাহমুদ হোসেন জনি বলেছেন: সমাধান তো অবশ্যই আছে। কি গাছ, কি সমস্যা না দেখে তো কিছু বলা সম্ভব না। আপনি [email protected] এ গাছটার ২/৩ টা ছবি তুলে এটাচ করে পাঠান।

১৬| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

রাখালছেলে বলেছেন: গাছ হল বোম্বাই মরিচের গাছ । হঠাৎ করে কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে । মনে হয় মরে যাচ্ছে ।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

মাহমুদ হোসেন জনি বলেছেন: ভাই, গাছের চেহারা না দেখে সঠিকভাবে সমস্যা বোঝা কঠিন। সাধারণত পানি কম/বেশি দেয়া, রাসায়নিক সার এর পরিমাণ বেশি দেয়া/ভুল পদ্ধতিতে দেয়া, গাছে রোদের অভাব, কড়া রোদে পানি দেয়া ইত্যাদি কারণে গাছ ঝিমিয়ে পড়ার এই লক্ষন দেখা দেয়। এবার মিলিয়ে দেখুন আপনার কোন কারণে হচ্ছে। ধন্যবাদ।

১৭| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১০

বিলিভ ইট অর নট (শ্যামল বিশ্বাস) বলেছেন: ভাই, আমি আমার সাদে "বোম্বাই/নাগা" মরিচের চাষ করতে চাইছি. কিন্তু আপনার ব্লগ ও কমেন্টস পড়ে পড়ে বুঝলাম চাপনি চারা লাগাতে সাজেষ্ট করেছেন কিন্তু আমি আপনার উপদেশ মত সিদ্দিকবাজারে (গুলিস্তানের পাশে) গিয়েও কোন চারা পেলাম না । দয়া করে নিদ্দিষ্ট করে যদি বলেন কোথায় গেলে বীজ/চারা এবং সার পাব। আর একটা কথা ঢাকেতে গোবর সার কোথায় পাবো একটু বলেন যদিতাহলে উপকৃত হতাম।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

মাহমুদ হোসেন জনি বলেছেন: দুঃখিত, আপনি কষ্ট করে ঘুরে এলেন কিন্তু পেলেন না!
আমি কিন্তু আলাদাভাবেই লিখে দিয়েছি কোথায় চারা অথবা বীজ পাবেন। সিদ্দিকবাজার হচ্ছে বীজ এর মার্কেট, সেখানে চারা পাবেন না এটাই স্বাভাবিক।
চারা ভালো মানের যেকোন নার্সারিতে পাবেন আর ১০-১৫ দিন পর থেকে। সার ও বীজ পাবেন সিদ্দিকবাজারে আর চারা ও গোবর পাবেন ভালো যেকোনো নার্সারিতে। আপনি ছাদে/ব্যালকনিতে গাছ লাগান তো? তাহলে চলে আসুন এখানেঃ http://www.facebook.com/urgsbd
ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

মাহমুদ হোসেন জনি বলেছেন: দুঃখিত, আপনি কষ্ট করে ঘুরে এলেন কিন্তু পেলেন না!
আমি কিন্তু আলাদাভাবেই লিখে দিয়েছি কোথায় চারা অথবা বীজ পাবেন। সিদ্দিকবাজার হচ্ছে বীজ এর মার্কেট, সেখানে চারা পাবেন না এটাই স্বাভাবিক।
চারা ভালো মানের যেকোন নার্সারিতে পাবেন আর ১০-১৫ দিন পর থেকে। সার ও বীজ পাবেন সিদ্দিকবাজারে আর চারা ও গোবর পাবেন ভালো যেকোনো নার্সারিতে। আপনি ছাদে/ব্যালকনিতে গাছ লাগান তো? তাহলে চলে আসুন এখানেঃ
www.facebook.com/urgsbd
ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

মাহমুদ হোসেন জনি বলেছেন: সিদ্দিকবাজারে শুধু সার ওঁ বীজ পাবেন। গোবর ওঁ চারা পাবেন যেকোন ভালো নার্সারিতে। পোস্টে কিন্তু আমি স্পষ্ট করেই লিখেছি, তারপরও কেন চারা কিনতে সিদ্দিকবাজার গেলেন বুঝলাম না।

চারা লাগানর ক্ষেত্রে ১ মাসে মরিচ ধরবে বলা হয়েছে, বীজ লাগালে সময় আরও বেশী লাগবে। ছাদে/ব্যালকনিতে বাগান করা পছন্দ হলে আপনি এখানে আসতে পারেনঃ https://www.facebook.com/urgs.bd

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.