![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম ওসমান যখন বলছে
সে নিষ্পাপ এবং গত চৌদ্দবছরে তাহাজ্জুদের নামাজ কাজা করে নি (তাহাজ্জুদের নামাজের যে 'কাজা' হয় এটাই জানতাম na!
শামীম ওসমানের অপরিসীম জ্ঞানের কাছে নিজেকে বড়ো মূর্খ মনে হয়)
ঠিক তখনই আরো বিশিষ্ট কিছু নিষ্পাপ মানুষ তাদের বক্তব্য পেশ করেছে যেগুলো মিডিয়াতে আসে নি! সেই নিষ্পাপ মাছুম বাচ্চা আর তাদের বক্তব্যগুলো দেখে নেয়া যাক -
পরিমল জয়ধর- "আমি কখনো আমার কোনো ছাত্রীকে ধর্ষণ করা তো দূরের কথা কু নজরও দেই নি! আমার ছাত্রীদের সবসময় স্নেহ দিয়েছি,ভালোবাসা দিয়েছি,কখনো কখনো একটু মমতা দিয়ে বুকে টেনে নিয়েছি কিন্তু তাতে কোনো কু মতলব ছিলো না ।তাদের কখনো স্পর্শ করি নি! সব মিডিয়ার অপপ্রচার!আমি অবলা,নিরীহ মানুষ !"
আসিফ মহিউদ্দীন - "সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়।আমি সৃষ্টিকর্তার নিয়ম মেনে পাঁচওয়াক্ত নামাজ পড়ি,রমজান মাসে তিরিশটা রোযা রাখি,ঈদের দিন পান্জাবী পাজামা পরে কাঁনে আতরের তুলা গুজে নামাজ পড়তে যাই ।আমার একমাত্র লক্ষ্য আমি যেন জান্নাতে যেতে পারি ।সবাই আমার জন্য দোয়া করবেন!"
নরেন্দ্র মোদী - " হিন্দু মুসলামান ভাই ভাই! বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র! আমি ক্ষমতায় গেলে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ভালোবেসে গিফট করে দিবো! বাংলাদেশ যদি গিফট টা না নেয় তাহলে খুব মাইন্ড করবো! তাছাড়া বাবরী মসজিদের জায়গায় আবার বাবরী মসজিদ করে দিবো ।আমি মুসলমানদের বড্ড ভালোবাসি ।আমার ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনোরকমের দাঙ্গা হতে দিবো না ।আমি একজন অসাম্প্রদায়িক মানুষ ! "
হু.মু. এরশাদ -" আমি আমার সারাজীবনে কোনো বেগানা নারীকে স্পর্শ করিনি, বেপর্দা নারীদের দিকে চোখ তুলেও তাকাই নি! সবসময় দৃষ্টির হেফাযত করেছি ।মেয়ে মানুষ দেখলেই নামিয়ে নিয়েছি চোখ! লজ্জা আমার বিশেষ ধর্ম ।আমি লজ্জবতী পুরুষ ।আমি এক কথার মানুষ ।আমি যে কথা একবার বলি হিমালয় টলে গেলেও সে কথার নড়চড় করি না!"
পুনম পান্ডে - " বোরখা আমার প্রিয় পোশাক ! আমি বোরখা পরতে খুব ভালোবাসি ।নেক্সট ম্যাচে যদি ভারত জেতে তাহলে বোরখার পাশাপাশি হাত পা ও কালো মোজা দিয়ে ঢেকে ফেলবো আমার চোখ ছাড়া কেউ কিছু দেখবে না!"
আর ঐদিকে শামীম ওসমানের বক্তব্য শুনে সানি লিয়ন আবারো নড়েচড়ে উঠেছে! বরাবরের মতোই আবারো ঘোষণা দিয়েছে -" আমি ভার্জিন"
২| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:০৩
একজন ঘূণপোকা বলেছেন:
৩| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:১৩
আতিক স্বাধীন বলেছেন:
৪| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২০
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: সাবধান এখন পুরা দেশ নারায়ণগঞ্জ!!
৫| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪১
জনি তারেক বলেছেন: হে হে হে ...আমি দেশের বাহিরে
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৫৮
দালাল০০৭০০৭ বলেছেন: যা বলেছেন ভায়া।