![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
""সারা শহর ঘুরে মনে হল যেন ভারতের মধ্যে বসবাস করছি। সরকারের দূর্গাপূজার উন্মাদনায় বেশ অভিভুত হয়ে গেলাম। ঈদের সময়ও দেখা যায় নি সেই উন্মাদনা। ওই সকল মূর্তিগুলোকে পাহারা দিবে মুসলিম পুলিশেরাই । হায়রে মুসলমান ...।"
উপরের লেখাটা আমার এক পরিচিত ছেলের ফেসবুক স্ট্যাটাস। শখ কইরা পোস্ট দেই নাই,অনেক দুঃখ নিয়া লিখতে বসছি। আমার খুব কাছের মানুষ ছিল পোলাটা,২বছরের রুমমেট। ও হিজবুতে ঢুকার পর পুলিশের রেইডের ভয়ে বাসার মালামাল ফালায় মেস ছাইড়া পলাইতে হইছে। তারপরও নিস্তার পাইলাম না।এতদিন পর আবার এর জন্যই রাত ৩টার সময় জুনিয়রের কাছে অপমানিত হইলাম আজকে।কি পরিমাণে মগজধোলাই খাইলে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মানুষ এইরকম কিছু লিখতে পারে তা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। আর কিছু বলার নাই,খালি একটা দোয়াই করব আল্লাহর কাছে, আল্লাহ যেন এদের মনে শান্তি দেন...
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৫৩
joos বলেছেন: বুঝলাম না ভাইজান, ফিরায় দিয়া কি হইব???
২| ০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৮
জাহাজী পোলা বলেছেন: ঐ দিন একটা ছেলেকে দেখলাম হেভভি স্মার্ট সানগ্লাস হাতে হিজবুতি বই নিয়া হাইটা যাইতাসে
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪৯
joos বলেছেন: ভাই, স্মার্ট-আন্সমার্ট না,মাথার ঘিলু না খাটাইলে সবগুলাই অপদার্থ। আমেরিকা-ইন্ডিয়ার লগে তোমার সমস্যা, দেশের হিন্দুরা তোমার কি ক্ষতিটা করল যে এরকম ফাউল জিনিস ফেসবুকে বলে বেড়াবে?
৩| ০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪৩
আলআমিন মিরাজ বলেছেন: এদেরকে যে কে বুঝাবে কে পথে আছে আর কে বিপথে যাইতেসে।। আল্লাহ মালুম।
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৫৫
joos বলেছেন: বুঝায় আর কি ই বা হইবো দোস্ত?
৪| ০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪৯
ধীমান অনাদি বলেছেন: ওই শালার কাছে, দেশ অশ্বডিম্ব আশা করবে। ওরে পড়ালেখা ছেড়ে দিয়ে বোমা বানাতে বলেন। কাজে দিবো।
আমার চবির একটা বন্ধু পহেলা বৈশাখে স্ট্যাটাস দিছিলো-
বৈশাখের এই প্রথম দিনে প্রার্থনা করি। আল্লাহ যেনো ইসলামের শত্রুদের প্রতিহত করার ক্ষমতা দেন।
আমি বলেছি, যেইদিন তুই বিয়া করবি, বাসররাতে তোর বউরে কইস, আমাদের এই মিলনে জন্ম নেয়া সন্তান যেনো ইসলামের শত্রুদের হত্যা করতে পারে।
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:১৫
joos বলেছেন: আপনি তো তাও মুখের উপর শুনাইয়া আইসেন,আমার তো হের লগে কথা কওয়ার চিন্তা করতেই মেজাজ খ্রাপ হইতাসে...
৫| ০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৫৭
দেশী পোলা বলেছেন: এগুলা ফ্যাশান
আমাগো বাপ চাচার আমলে কমিউনিস্টরা লাল বই দিতো
এখন হিজবুতিরা সবুজ বই দেয়
সব বইতে লেখা আছে "আম্রিকা খ্রাপ"
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:১২
joos বলেছেন: ভালা কথা কইসেন ভাইডি...এইডা ফ্যাশনই, আর কিসসু না। কামের কাম কয়টা করে হালারা দিনে? সিরিয়ায় বোম ফালায় পাবলিকরে তামা তামা কইরা দিতাসে, লেবাননের এখন কি চলতাসে,এইডি লইয়া তো হালারা কিছু করেনা। সিরিয়া-লেবাননে অগো মুসলিম ভাইরা বাইছা থাকুক আর মইরা যাক,এইডা অগো মাথা ব্যাথা না। ওরা খালি আছে কেমনে আম্রিকা আর ভারতকাক্কুর পিসে লাগা যায় অই চিন্তায়
৬| ০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:০৫
নরকের দেবদূত বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:১৩
joos বলেছেন: ভাইরে,আমিও টাস্কি খাইয়া েসি...
৭| ০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৬
addabuzz বলেছেন: ""সারা শহর ঘুরে মনে হল যেন ভারতের মধ্যে বসবাস করছি। সরকারের দূর্গাপূজার উন্মাদনায় বেশ অভিভুত হয়ে গেলাম। ঈদের সময়ও দেখা যায় নি সেই উন্মাদনা। ওই সকল মূর্তিগুলোকে পাহারা দিবে মুসলিম পুলিশেরাই । হায়রে মুসলমান ...।
ঠিকই কইছে। আমি তো মেডিক্যাল এ পড়ি। মগজধোলাই ও খাই নাই।
দেশের হিন্দুগুলা কোন দোষ করে নাই। দোষ করছে আমাদের প্রশাসন পূজা পার্বণ লইয়া বেশী মাতামাতি কইরা।নিরাপত্তা কাকে বলে তা আমরা বুঝি।
দেশের ৬-৮% মানুষ হিন্দু, মাতামাতির একটা র্যাশনাল পার্সেনটেজ থাকা উচিৎ।
আর লেখক আপনার মতো বলদ (দুঃখিত) আমি আর জীবনে দুইটা দেখি নাই। ব্যাটায় একটা খাঁটি মুসলমানের বাচ্চার মতো স্ট্যাটাস দিছে, আর আপনার কাছে এইডা খারাপ মনে হইল?
আমার তো মনে হয় আপনার মাথা কম্যুনিস্ট রা ধোলাই করছে।
দুইটা লিন্ক দিলাম, কোন হিজবুততাহরিরের লোক ঐগুলা লেখেনাই, পইড়া দেখতে পারেন।
১ ২
ভুলভেরানতি মাফ চাই
বিজ্ঞ লেখক ভাই......
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৩৯
joos বলেছেন: আপনার লগে কথা কওয়া আর কলাগাছের লগে কথা কওয়া ২টাই বেকার এইটা আপনার লেখা পইড়াই বুঝতাসি...তারপরও যখন কষ্ট কইরা এত্তকিসু লিখসেন, তার জবাবে আপনেরে কয়টা কথা কই...
১। আপনি শুরুতেই বললেন- "ঠিকই কইছে। আমি তো মেডিক্যাল এ পড়ি। মগজধোলাই ও খাই নাই।"
-কোন মগজধোলাই খাওয়া মানুষই স্বীকার করেনা যে তার মগজ অলরেডি ধোলাইখাল থেইকা ঘুইরা আসছে,কারন তারা আসলেই বুঝতেই পারেনা তাদের হেডকোয়ার্টারে কয়েকটা স্ক্রু মিসিং। আপনার যদি মগজ থাইকা থাকে তাইলে বুইঝা লন কি কইতে চাইসি। আর মেডিকেলে পড়েন বইলা কি বুঝাইতে চাইলেন? নাক-উঁচা ভাব ছাড়েন। আপনার মত মানুষ ডাক্তার হইলে পেশেন্ট গুলার কি অবস্থা হইব ভাবতেই ভয় লাগতেসে। আর লেখার দেইখাই বুঝতাসি, আপনার কাছে গেলে দেশের জনসংখ্যার ৬-৭% (হিন্দুরা) যে অকালে পরান হারাইব।আপনার মত জ্ঞানপাপী গুলারেই হিজবুত তাহ্রীর মগজধোলাই দিয়া বেশি মজা পায়। কওয়া যায় না,ভাই জামাতীও হইতে পারেন। আপনার ওস্তাদরা দৌড়ের উপর আছে দেইখা ভাইয়ের মাথাটাও একটু গরম ইদানিং।
২।মেডিকেলে পড়েন কইয়া ভাবটা তো লইলেন,কিন্তু আল্লাহ মনেহয় আপনার মাথায় প্র্যাকটিকাল সেন্স একটু কমই দিসে। যদি স্বাধারন ঐকিক নিয়মের অঙ্ক করতে পারেন,তাইলে আমারে একটা ছোট্ট হিসাব করে দেখান।
>> জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে যদি ২লাখ মানুষ যায়, আর তাদের নিরাপত্তা দিতে ৫হাজার পুলিশ থাকে, তাহলে দূর্গাপুজার সময় একটা মণ্ডপে ২লাখ মানুষের নিরাপত্তা দিতে কয়জন পুলিশ লাগবে?
আর প্রশাসনের মাতামাতিই বা কই দেখলেন ওইটাও বুঝলাম না। আমরাও তো দেশে থাকি, নাকি? আন্দাজে ঢিল ছুড়ার চেষ্টা কইরেন না।
৩। আজাইরা ফাঁপর নিয়া যেই ২টা লিঙ্ক দিসেন তার একটাও তো কাম করেনা।২টাই আপনার মত মাকাল ফল
৪। ভদ্রসমাজে কিভাবে অপরিচিত একজন মানুষের সাথে কথা বলতে হয়, কাউকে বলদ বলে ব্র্যাকেটে সরি বললেই সব অপরাধ মাফ হয় কিনা-এই জিনিসগুলা মেডিকেলে শিখায় না,বাসায় আব্বু-আম্মুরাই শিখায়। বাসায় কি এইগুলা শিখায় নাই আপনেরে? নাকি যখনই আপনার আব্বা আপনাকে ভদ্রতা শিখাইতে আসছে,তখনই ওনাকে "বলদ" বইলা তাড়ায় দিসেন?
৫। চামে যে আমারে কমিনিস্ট বইলা ঘটনা ঘুরানোর চেষ্টা করতাসেন, কি দেইখা মনে হইল আমি কমিনিস্ট? কমিনিস্ট কন আর তাহরির, লীগ কন আর বিম্পি-এইসব কোনকিছুতেই আমি নাই। ভণ্ডামি করতে লিবাস লাগে, আমার ভণ্ডামিও নাই, কোন লিবাস ও নাই...
৮| ০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:৪৮
তৌহিদ আল-বিরুনী বলেছেন:
আসলেই ভুঁদাই পাবল্লিক দিয়া দেশটা ভরে গেছে
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৪২
joos বলেছেন: ভুদাই গুলারে লইয়াই তো সমস্যা...
৯| ০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:০৭
দেশী পোলা বলেছেন: রমনার কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমে একাত্তরের শহিদদের তালিকা
১। শ্রীমৎ স্বামী পরমানন্দ গিরি
২। রঘু লাল দাস
৩। ধীরেণ লাল ঘোষ
৪। শ্রীমতি লক্ষ্মী চৌহান
৫। হীরা লাল পাশী
৬। বাবু লাল
৭। সূর্য
৮। রাম গোপাল
৯। সন্তোষ পাল
১০। সুনীল ঘোষ
১১। মোহন দাস
১২। রাম বিলাস দাস
১৩। জয়ন্ত চক্রবর্তী
১৪। বিরাজ কুমার
১৫। ভোলা পাশী
১৬। বাবু লাল দাস
১৭। গণেশ চন্দ্র দাস
১৮। সরষু দাস
১৯। বসুন্ত মালী
২০। শৈবল্লি
২১। কিশোরী ঠাকুর
২২। বারিক লাল ঘোষ
২৩। বাবুল দাস দ্রুপতি
২৪। বাদল চন্দ্র রায়
২৫। ত্রিদিব কুমার রায়
২৬। রামগতি
২৭। শিব সাধন চক্রবর্তী (সাংবাদিক)
২৮। পুরণ দাস
২৯। মানিক দাস
৩০। বিভূতি চক্রবর্তী
৩১। নান্দু লাল
৩২। সরোজ
৩৩। রাজকুমার
৩৪। গণে মুচি
৩৫। বলিরাম
৩৬। সুরত বল্লি
৩৮। রমেশ ধোপা
৩৯। বাবু নন্দন
৪০। হিরুয়া
এই লিস্টটা ঐ শালারে দেন, তারপর জিজ্ঞেস করেন ওর পাকি বাপের মত কয়টা হিন্দু মারতে চায়
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৪
joos বলেছেন: খালি ওই শালারে না, উপরে যে কমেন্ট দিসে addabuzz, ওরেও দেখাইয়া জিগাইতে হইব ও কয়টা হিন্দু মারতে চায়...
১০| ০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৩৯
রাশেদ হাসান নোবেল বলেছেন: দেশী পোলা আনাকে সালাম...। বোমা ফাটাইতে পারতাসেনা দিখা এই আফসোস অদের ভাই। নিরাপত্তা এটু কম হলে আর আইতা লিখতনা। কিন্তু ঈদ এর কথাতা বুঝলনা। ঈদ কেন পুজার মতো হবে। ঈদ তো এদের মতয় হইসে। অখানে কি পুজার মতো কিছু করতে ছায় তারা । (ঈদের সময়ও দেখা যায় নি সেই উন্মাদনা।) পুরায় বেকুব হয়াগেলাম ।
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৫১
joos বলেছেন: ভাই, একটা জিনিস ভুল বুঝছেন। জেএমবি বোমাবাজ ছিল, তাহরীর ওই লাইনের না। ওদের লাইন আরো ডেঞ্জারাস। অরা বোমাবাজিতে নাই,ওগো কাম দেশের ব্রাইট শিক্ষিত পোলাপানগুলারে মগজধোলাই দেয়া। জেএমবির বোমে যদি ১০০টা মানুষ মরে, তাইলে তাহরীরের কারনে দেশের ১লাখ মানুষ মরবো।
আর ঈদ-পুজার কথাটা কৈসে হুদাই। ঈদের সময় যে বড় শহরের রাস্তাঘাট, সরকারী বিল্ডিংগুলা সরকার সাজায়,এইটা বেকুবগুলার চোখে পড়েনা...
১১| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৪১
শব্দহীন জোছনা বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫
joos বলেছেন: :'( :'(
১২| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫১
নিয়নের আলো বলেছেন: জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা...
সত্যিই সেলুকাস!!!!
০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৪
joos বলেছেন: যেখানে মান-ইজ্জত লইয়া টানাটানি, ওইহানে জাত ধুইয়া কি পানি খামু নি? জাত-পাতের মায়রে আঙ্কেল...
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৬
পুংটা বলেছেন: আল্লা যেন একে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন-