![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে তসলিমা নাসরিনের "লজ্জাবতী নারী" নামক একটি বই পড়লাম। তাতে সে একটি দাবি করেছে যে, ""জারজ শব্দের বিলুপ্তি চাই।"" তারপর সে পৃথীবির কিছু বিখ্যাত মনিষীর নাম উল্লেখ করল, যারা পিতার পরিচয় নিয়ে জন্মগ্রহন করেনি। সর্বশেষ সে উল্লেখ করে, সমাজে প্রচলিত জারজ আর বৈধ উভয় উপায়ের সন্তানই মানুষের জন্ম। তাহলে কেন এতো বিভাজন? পুরুষ যৌন ক্ষমতা প্রয়োগ করে পিতা হয়ে সন্তানের কর্তৃত্ব গ্রহণ করতে পারে। নারীর কি এমন অধিকার নেই?
ঠিক এই বইয়ের অন্য জায়গায় লিখেছে, নারী সকাল বেলা ঘুম থেকে উঠে রাত পযর্ন্ত সংসারের কাজ কর্ম করে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় যায়, তখনই বাজার থেকে ফুর্তি আর আড্ডা মেরে আসা স্বামীর কাছে সে ধর্ষিত হয়। নারীর যেন বিশ্রামের কোন সময় নেই। ( আচ্ছা, স্ত্রী তার স্বামী দ্বারা ধর্ষিত হয়, এই প্রথম শুনলাম ) যাই হোক সে ভিন্ন কথা।
* পৃথীবির অনেক বিখ্যাত ব্যাক্তি জারজ ছিলেন, যাদের গবেষনা, লেখা, আদর্শ, কথা আমরা মেনে নিয়েছি তাই জারজ সন্তান কোন সমস্যাই নয়। মূলত জারজ শব্দ বাদ দেয়া উচিত।
* তাই যদি হয় তবে তসলিমার কোন সন্তান নেই কেন? সে তো বিশ্ব মাগীদের মধ্যে একজন। সে কেন তার উত্তরাধী রেখে যাচ্ছে না? (তাকে মাগী বলাটা যদি আমার অন্যায় হয়, তবে তার জন্য আমি অনুতপ্ত নই।)
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: নারী সকাল বেলা ঘুম থেকে উঠে রাত পযর্ন্ত সংসারের কাজ কর্ম করে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় যায়, তখনই বাজার থেকে ফুর্তি আর আড্ডা মেরে আসা স্বামীর কাছে সে ধর্ষিত হয়।
এসব প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথা মাথায় আসে। থাক বলবো না।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০২
বিদেশ পাগলা বলেছেন: পরিকল্পিত ভাবে......“ নোবেল ” সহ বিভিন্ন পুরস্কার দিয়ে সাম্রাজ্যবাদী পশ্চিমারা মহিলাদের স্বাধীনতা , আধুনিকতা ,ক্ষমতা,শিক্ষা ও স্বাস্থ্যপুষ্টি সেবার নামে কি করার ইচ্ছা সৃষ্টিকর্তা ভাল জানেন ....... ? নিশ্চয় মহিলাদের বাজার পণ্য বানিয়ে পানির দরে বিক্রী করবে ? আমরা কত বেকুপ বকরী ? তাদের ঝলমলে চাকচিক্য মনভোলানো চোখ ধাঁধানো কৃত্রিম সুখ শান্তির ফাদে পা দেয় কত লোভ আমাদের ...... ?.............তথা কথিত স্বাধীনতা, সভ্যতা,মুক্ত চিন্তা ও আধুনিকতার নামে বিকৃত কুরুচিপূর্ন লিভিং টুগেদার ও সমকামিতা করতে এবং উৎসবে মেতে উঠতে কত মজা ? প্রাকৃতিক,বৈজ্ঞানিক,সভ্য ,সর্বাঙ্গীন মানব কল্যান কারী বিশ্বের শ্রেষ্ট ধর্ম---------ইসলাম কে বেছে বেছে ,খুজে খুজে ,কটাক্ষ ,হেয় প্রতিপন্ন ও দোষত্রুটি বের করার উদ্দেশ্য কি ? বিশ্বের সর্বশ্রেষ্ট আন্তজার্তিক মহা সন্ত্রাসী ও গুন্ডা কারা ? বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ও নাম্বার ওয়ান হুমকি কারা ? মহা সন্ত্রাসী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং তাদের সমর্থক দালাল বাহিনী সমগ্র বিশ্বে কি করছে ? -------------- এ ডিজিটাল আধুনিক যুগে এসব প্রশ্নের উত্তর পেতে কি ডক্টরেট (পিএইচডি,এমফিল,এফআরসিপি) ডিগ্রী নেওয়া জরুরী.......... ?
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩
জর্দা বাবা বলেছেন: বিদেশ পাগলা@ ঠিক বলেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯
গেম চেঞ্জার বলেছেন: আসলে এই মহিলা এক্সট্রিম চিন্তাভাবনা করে..