![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন এক রোগী এসে আমাকে বলল, তার পা’ টা একটু দেখতে । সার্জারির চিকিৎসক না কি তাকে অপারেশন করতে হবে বলেছে , সে খুব ভয় পাচ্ছে । এ রোগ কোন ঔষধে ভাল হবে কি না ,তাই জানতে চাইছে ।
কেইস হিস্ট্রি নিয়ে জানলাম , তিনি দীর্ঘক্ষন একনাগাড়ে দাঁড়িয়ে কাজ করেন। পরে তাকে পরীক্ষা করে বুঝলাম, তার ভেরিকোজ ভেইন (Varicose Vein) হয়েছে , যা একটু সচেতন থাকলেই তার আজ অপারেশনের মত জটিল চিকিৎসায় যেতে হতো না । আসুন আমরা জানি কি এই ভেরিকোজ ভেইন (Varicose Vein) ?
ভেরিকোজ ভেইন (Varicose Vein):
ভেরিকোজ ভেইন (Varicose Vein) হচ্ছে অসুস্থ ব্যথাযুক্ত ফুলে যাওয়া ভেইন/ শিরা (Vein)। এই ভেইন (Vein)/শিরা পায়ে, বিশেষ করে হাঁটুর পিছনদিকে বেশি দেখা যায় ।
কারন (Cause):
স্বাভাবিকভাবে ভেইনের (Vein) কাজ হল হৃদপিণ্ডে রক্ত পৌঁছে দেয়া । কিন্তু ভেরিকোজ ভেইন (Vericose Vein) তার কাজ ঠিকমত করতে পারে না । যার কারনে রক্ত ঠিকমত চলাচল করতে পারে না বলে পায়ে এসে জমা হয় , পায়ে অতিরিক্ত চাপ পরে , এতে করে ভেইন (Vein) দুর্বল হয়ে ফুলে যায় ।
এছাড়াও –
• জন্মগত ভাবে ত্রুটিপূর্ণ হৃদপিণ্ড থাকলে
• অনেক্ষন একনাগারে দাঁড়িয়ে / বসে কাজ করলে
• পায়ের ওপর পা তুলে অনেক্ষন বসে থাকার অভ্যাস থাকলে
• অতিরিক্ত ওজন
• গর্ভবতী মায়ের
এ রোগ হবার সম্ভাবনা বেশি থাকে ।
লক্ষণ সমূহ (Sign & Symptoms):
ভেরিকোজ ভেইন (Vericose Vein) দেখতে গাঢ় নীল / বেগুনী রং য়ের , বেশ ফোলা ও মোটা , এটা চামড়ার উপর থেকে দেখা যায় ।
এছাড়া –
• পা ভারী হয়ে যাওয়া , ব্যথা করা ।
• ভেইন (Vein) অনেক সময় চুলকানো ।
• চামড়ার রঙ বদলে যাওয়া ।
• চামড়া শুকনো , পাতলা হয়ে যাওয়া ।
• ক্ষতের সৃষ্টি হওয়া।
পরীক্ষা (Diagonosis):
ভেরিকোজ ভেইন (Vericose Vein) চামড়ার ওপর সুস্পষ্ট ভাবে দেখা যায় । তারপর প্রয়োজন বোধে চিকিৎসক নিচের পরিক্ষা গুলো করাতে পারেন –
• Duplex ultrasound exam of the extremity
• Angiogram of the legs
চিকিৎসা (Treatement):
ভেরিকোজ ভেইনের (Vericose Vein) প্রাথমিক চিকিৎসা –
• বিশ্রাম নেবার সময় / ঘুমানোর সময় দুটি বালিশ পায়ের নিচে দিয়ে পা উপরে তুলে রাখতে হবে ।
• একনাগাড়ে দাঁড়িয়ে থাকা / বসে থাকা পরিহার করতে হবে ।
• প্রতি আধ ঘণ্টা অন্তর একটু হাঁটাহাঁটি করতে হবে ।
• পায়ের ব্যায়াম করতে হবে ।
এই চিকিৎসাতে রোগী ভাল না হলে সার্জারি করতে হবে । যথা –
• স্কেলেরো থেরাপি (Sclero therapy)
• লেজার চিকিৎসা ( Leaser Treatement)
• রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা (Radio Frequency Treatement)
• রিমুভ ভেইন (Remove Vein)
আসুন আমরা সবাই সচেতন হই । দীর্ঘক্ষন দাঁড়িয়ে/ বসে না থেকে একটু হাঁটা চলাফেরা করি , সুস্থ থাকি ।
(Collected)
সৌজন্যে- আইডিয়াল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
৯৭/১/এ, শুক্রাবাদ (মেট্রো শপিং মলের বিপরীতে), ঢাকা।
যোগাযোগ- ০১৭৯৬-৫৮৯০১০
©somewhere in net ltd.