![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিম্ফোডিমা একরকম অসুখ৷ এ রোগটি হলে পা ও হাত তিনগুণ বা তার চেয়েও বেশি ফুলে যায়৷ বেশি খাওয়া-দাওয়া কিংবা খেলাধুলা কম করাই এর কারণ নয়৷ এর পেছনে কঠিন কোনো অসুখও কিন্তু থেকে থাকতে পারে৷
মেয়েরাই বেশি আক্রান্ত হয়
লিম্ফোডিমায় আক্রান্তরা প্রায়ই নেতিবাচক ধারণার সম্মুখীন হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই এই রোগটিতে আক্রান্ত হয়৷ এতে দেখা যায় দেহের ওপরের অংশটি হয়ত স্বাভাবিক কিংবা হালাকা পাতলা৷ কিন্তু নীচের অংশ অস্বাভাবিক স্থূল৷ এক্ষেত্রে শরীরের লিম্ফ-সিস্টেম ভারসাম্য হারিয়ে ফেলে৷ টিস্যুর তরল পদার্থ ঠিকমতো প্রবাহিত হতে পারে না৷ শরীরের কোষে জমা হতে থাকে৷ লসিকা গ্রন্থি তাদের কাজকর্ম সঠিকভাবে করতে পারে না৷
অন্য অসুখ বা দুর্ঘটনাও দায়ী
বেশিরভাগ লিম্ফোডিমা রোগীর অসুখটা অন্য কোনো অসুখ বিসুখ বা দুর্ঘটনার কারণে হয়ে থাকে৷ যেমন স্তন ক্যানসারের অপারেশন হওয়ার পর লসিকা নালী ক্ষতিগ্রস্ত হলে, কিংবা রেডিয়েশন দেওয়া হলে বা কারো স্ট্রোক হলেও লিম্ফোডিমা দেখা দিতে পারে৷
চিকিৎসা
রোগটির চিকিৎসায় বিশেষ ধরনের ফিজিও থেরাপির মাধ্যমে ক্ষতিগ্রস্থ স্থানে ম্যাসেজ দেওয়া হয়, যাতে তা উদ্দীপিত হয়৷ এই কাজটা নিয়মিত করতে হয়৷ কারণ রোগটা ক্রনিক৷ এছাড়া বিশেষ ধরনের আঁটসাঁট মোজাও রোগীদের নিত্যদিনের সঙ্গী হয়৷ তা তিনি যে বয়সেরই হন না কেন৷
(সংগৃহীত)
©somewhere in net ltd.