নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়িতা রহমান

জয়িতা রহমান › বিস্তারিত পোস্টঃ

কার্ডিওলজী বা হার্ট বা হৃদপিন্ড – এর চিকিৎসায় ফিজিওথেরাপি

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

কার্ডিওলজী বা হার্ট বা হৃদপিন্ড – এর চিকিৎসা বা অপারেশনের আগে ও পরে রোগীর ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা প্রয়োজন মত আছে কিনা বা কফ্ জমা আছে কিনা বা অপারেশনের পরে যে সকল শারীরিক অসমর্থতা বা অক্ষমতা দেখা দেয় যার কারণে শারীরিক বিকলঙ্গত্ব হয়ে থাকে।

এমন কি ফিজিওথেরাপির অভাবে একজন রোগী অপারেশন পরবর্তী সময়ে শ্বাস-প্রশ্বাসের, অঙ্গ-প্রত্যঙ্গ পুর্ণ ব্যবহার করায় বাধাগ্রস্থ হতে পারে। অপারেশন পরবর্তী পর্যায়ে রোগী যখন ‘ইনটেনসিভ কেয়ার ইউনিটে’ (আই.সি.ইউ. অথবা সি.সি.ইউ-তে) থাকে তখন যদি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা না হয় তাহলে সেই রোগীর অবশ্যই পরবর্তী সময়ে বক্ষব্যধি (শ্বাসকষ্ট) বা শারিরীক বিকলঙ্গত্ব বা ডিফরমিটি স্থায়ীভাবে দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা থাকে এবং সেইজন্য ফিজিওথেরাপি অনস্বীকার্য চিকিৎসা।

অপারেশনের পরবর্তি সময়ে রোগীর হাটা-চলা, অপারেশনের অংশ বা সেই সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কোনওধরণের বিকলাঙ্গত্ব ব্যতীতই যাতে সঠিকভাবে সুস্থ্যভাবে ব্যবহার করিতে পারে তাহার নিশ্চয়তার জন্য অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.