নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়িতা রহমান

জয়িতা রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্যাকপেইন যখন সমস্যা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩


দৈনন্দিন কাজে সতর্কতা-

*নিচ থেকে কিছু তোলার সময়-
O কোমর ভাজ করে কিংবা ঝুঁকে তুলবেন না। হাঁটু ভাঁজ করে তুলুন।

*কোন কিছু বহন করার সময়-
O ঘাড়ের ওপর কিছু তুলবেন না
O ভারী জিনিস শরীরের কাছাকাছি রাখুন
O পিঠের ওপর ভারী কিছু বহন করার সময় সামনের দিকে ঝুঁকে বহন করুন।

*দাঁড়িয়ে থাকার সময়-
O ১০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না
O হাঁটু না ভেঙ্গে সামনের দিকে ঝুঁকবেন না
O দীর্ঘক্ষণ হাঁটতে বা দাঁড়াতে হলে উচু হিল পরবেন না।
O অনেকক্ষণ দাঁড়াতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন।
O দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে ছোট ফুট রেস্ট ব্যবহার করুন।

*যানবাহনে চড়ার সময়-
O গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে সরে বসবেন না। সোজা হয়ে বসুন।
O ভ্রমণে ব্যথার সময় লাম্বার করসেট ব্যবহার করুন।

*বসে থাকার সময়-
O আপনার চেয়ারটি টেবিল থেকে বেশি দূরে নেবেন না।
O সামনে ঝুঁকে কাজ করবেন না।
O কোমরের পেছনে সাপোর্ট দিন।
O এমনভাবে বসুন যাতে উরু মাটির সমান্তরালে থাকে।
O নরম গদি বা সিপ্রং যুক্ত সোফা বা চেয়ারে বসবেন না।
(সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

গেম চেঞ্জার বলেছেন: এতো বিধিনিষেধ। ক্যামনে কি?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

মুহাম্মদ মুস্তফা মুশাররফ বলেছেন: ঢাকার বাসেই তো ঘন্টাখানেক এর উপর দাঁড়িয়ে থাকতে হয়। স্বাস্থ্যটা বুঝি গেল... :/

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯

জসিম বলেছেন:
আমরা নিজেরা নিয়মিত যখন শরীরের যত্ন নেইনা তখন এ ধরনের হাজার নিয়ম মানতে হবে নানা ধরনের ব্যথা দূর করার জন্য, ধরেন নিয়মিত শরীরচর্চার বিষয়. নিজে শরীর সচেতন হলে উপরের নির্দেশিকাগুলা সবই এড়ানো সম্ভব. সুস্থ থাকাও সম্ভব.

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাজের পোস্ট, প্রিয়তে রাখলাম।

অফটপিকঃ কোন মন্তব্যে প্রতিত্তর নেই কেন? মন্তব্যের উত্তর দেয়া ব্লগিয় ইন্টারেকশনের অপরিহার্য অংশ।

ভালো থাকুন সবসময়।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

জয়িতা রহমান বলেছেন: আপনিও ভাল থাকুন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.