![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোমরে ব্যথার কারণ অনেক। নড়াচড়া বা চলাফেরা করার সময় কোমরের অবস্থান সঠিক না থাকলে কোমরে ব্যথা হয়ে থাকে। তবে কোমরে ব্যথা বয়স বাড়লে সাধারণত লাম্বার স্পনডিলাইসিসের জন্য হয়ে থাকে। মেরুদ-ের নিচের হাড়ের মধ্যবর্তী তরুণাস্থি বা ডিস্কের বার্ধক্যজনিত পরিবর্তনের ফলেই এ রোগের সূত্রপাত। তরুণাস্থির এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেরুদ-ের নিচের দিকে সংবেদনশীল পরিবর্তন সাধিত হয়।
উপসর্গ : প্রথমদিকে এ ব্যথা কম থাকে এবং ক্রমে তা বাড়তে থাকে। কোমরে সামান্য নড়াচড়া হলেই এ ব্যথা বেড়ে যায়। অনেক সময় ব্যথা পায়ের দিকে নামতে পারে এবং অবস অবস ভাব বা ঝিনঝিন অনুভূতিও হতে পারে। প্রাত্যাহিক কাজ যেমন: তোলা পানিতে গোসল করা, হাঁটাহাঁটি করা ইত্যাদিতে কোমরের ব্যথা বেড়ে যায়।
চিকিৎসা : শক্ত বা সমান বিছানায় বিশ্রামে থাকবেন। ব্যথা থাকা অবস্থায় ব্যথা উপশম ও মাংসপেশি শিথিলকরণ ওষুধ সেবন করা যেতে পারে।
ফিজিওথেরাপি: এ রোগের চিকিৎসকরা বিভিন্ন ধরনের তাপ প্রয়োগ করে থাকেন। যেমন-ডিপ হিট, সুপারফিসিয়াল হিট। রোগীর কোন অবস্থায় কোন ধরনের থেরাপি প্রয়োগ করতে হবে তা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টরা নির্ধারণ করে দেন।
©somewhere in net ltd.