![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওজন ঠিক রাখার জন্য নিম্নলিখিত হেলথ টিপস মেনে চলতে পারেন—
—নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার বৃদ্ধি করুন, আমিষ ও চর্বি জাতীয় খাবার কমিয়ে আনুন, ভাজা-পোড়া ও ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করুন। খাবারের শুরুতে ১-২ গাস পানি পান করুন। খাবার শেষে অন্তত ১/২ ঘণ্টা পর পানি পান করবেন। লালমাংস (চার পা-বিশিষ্ট পশুর মাংস), দোকানের কেনা মিষ্টি, ঘি, ডালডা, ডাল ও ডাল জাতীয় খাবার কম খাবেন। ফলমূল ও শাক-সবজি বেশি করে খাদ্য তালিকায় রাখুন। একবার বেশি করে খাওয়ার চেয়ে অল্প অল্প করে বারবার খেতে পারেন। রাতে আহার তাড়াতাড়ি করা উচিত ও আহারের ১-২ ঘণ্টা পর শোয়ার অভ্যাস গড়ে তুলুন।
—নিয়মিত ও পরিমিত নিদ্রা সুস্বাস্থ্য ও ফিগারের জন্য খুবই প্রয়োজন। দিনে শোয়ার অভ্যাস ত্যাগ করে রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রত্যহ ৬-৭ ঘণ্টা পর শোয়ার অভ্যাস গড়ে তুলুন।
—যাদের মেদ বা ভুঁড়ি জমেছে তারা নিয়মিত ও সঠিক ব্যায়াম করতে পারেন। তার জন্য আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন ভুল ব্যায়াম ও অনিয়ন্ত্রিত জিম এক্সারসাইজ আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।
—দৈনিক নিয়মিত সমতল জায়গায় হাঁটুন। মনে রাখবেন হাঁটা সর্বোত্কৃষ্ট ব্যায়াম। নিয়মিত অন্তত ১-২ ঘণ্টা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
(সংগৃহীত)
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: দরকারী পোষ্ট।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
নুরএমডিচৌধূরী বলেছেন: খুবি দরকারী ও উপকারী পোস্ট
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
ভীমরুলের হুল বলেছেন: +
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
কল্লোল পথিক বলেছেন: উপকারী পোস্ট।