![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি আধাঁর রাত,
একটি মোমবাতি,
একটি ইজি চেয়ার,ঝুলন্ত বারান্দা
আর কিছু বিক্ষিপ্ত স্বৃতি।
ভোরের আলো,
অসহ্য একটি দিনের শুরু, অপ্রিয় কিছু ক্ষন কাটানো,
রুঢ় বাস্তবতা মেনে নেওয়া,
আর নিজেকে বিকিয়ে দেওয়া জীবন।
বাসের জানালা দিয়ে,উচুঁ দালানের ফাঁক দিয়ে হেলে যাওয়া সূর্য দেখা,
ফিরে যাবার অপেক্ষায়,পাখির সেই জীর্ন নীড়ের মতো,
মেঝেতে পড়ে থাকা কবিতার বই,অর্থহীন হওয়া যত শব্দ,
পুরনো কনো এ্যালবাম ,তার উপর জমে থাকা ধুলো।
ক্লান্ত দেহ,অব্যাক্ত কিছু কথা,
রাতএর নীরবতাকে আগমনী গান শোনানো,
আধাঁরের মাঝে নিজের ছায়াকে খোঁজা,
নিদ্রার জন্য অপেক্ষার প্রহর গোনা।
১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩২
স্বপ্নশিকারী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০২
পথিক!!!!!!! বলেছেন: গুড