![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
‘এই মি. ল্যাংফোর্ড ,শক্তপেশীর এক লোক বললো, “এটা কি সত্য যে, মোনালিসা দা ভিন্চির নিজের ছবিরই অনুকরণ? আমি শুনেছি এটা সত্য।
“এটা খোভই সম্ভব,“ ল্যাংডন বললেন,দ ভিন্ঞি একজন খেয়ালি মানুষ ছিলেন।
কম্পিউটারের বিশ্লেষনে দেখা গেছে , মোনালিসা ও দা ভিন্ঞির আত্ন-প্রতিকৃতির সাথে অদ্ভুত রকমের স্দৃশ্য রয়েছে।দা ভিন্ঞি যাই করে থাকুক,ল্যাংডন বললেন, তার মোনালিসা না পুরুষ না নারী।এটা আসলে দুটুরি মিলিত রুপ।
“আপনি কি নিশ্চিত এটা হরাভার্ডের সেই হাজামজা জিনিস না যারা বলে , এটা এক কুৎসিত ছুকরি “।
ল্যাংডন হেসে ফেললো ।“আপনি হয়তো ঠিক বলেছেন । কিন্তু দা ভিন্ঞি আসলে যথেষ্ট CLuE রেখে গেছেন যে , ছবিটা উভয় লিঙ্গের। এখানে কেউ কি মিশর দেবী আমানের নাম শুনেছিন ?
“হ্যা-হ্যা ।“ বিশালকৃতির লোকটা বললো। “পুরুষ উর্ভরতার দেবতা ! “
ল্যাংডন দারুন অবাক হলো ।
“এটা আমন কনডমের প্রতিটি প্যাকেটেই বলা আছে। পেশীবহুল লোকটা চওড়া একটা হাসি দিলো । এটাতে একটা ভেড়া-মাথার পুরুষ রয়েছে আর বলা হয়েছে, সে হলো মিশরিয় উর্ভরতার দেবতা।“
ল্যাংডন অবশ্য এই কনডম কোম্পানির নামের সাথে পরিচিত ছিল না।তারপরও সে খোভ খুশি হলো যে , প্রস্ততকারকরা তাদের সঠিক হায়ারোগ্লিফস ঠিকই দরতে পেরেছে।“খোভ ভালো । আমন সত্যি ভেড়া মাথাওয়ালা পুরুষকেই প্রতিনিধিত্ব করে।আর তার বাকানো শিং দুটো আমাদের আধুনিক যৌন স্লেং HORNY'র সাথে সংশ্লিষ্ট।“
“কি !“
“কি,“ ল্যাংডনও পাল্টা বললো । “আপনারা কি জানেন, আমানের সঙ্গি কে ছিলো ? মিশরীয় উর্ভরতার দেবী ?“ প্রশ্নটা কয়েক মুহুর্তের নীরবতার আবহ তৈরি করলো।
“আইসিস,“ ল্যাংডন তাদের বললো । একটা কলম হাতে তুলে নিলো ।“তো আমরা পুরুষ দেবতা আমনকে পেলাম।“ সে নামটা লিখে ফেললো।“আর নারী দেবী আইসিস, যার প্রাচিনপ্রতিকটাকে ডাকা হতো L'ISA ব‘লে।“ ল্যাংডন লেখা শেষ করে প্রজেক্টরের সামনে থেকে সরে দাড়ালো ।
AMONLISA
“কিছু বোঝা যাচ্ছে ? সে জিঙ্গেস করলো । “
“MoNa LiSa ... প্রবিত্র জন্জাল,“ কেউ একজন ফোস করে উঠলো ।
ল্যাংডন মাথা নেরে সায় দিলো । “ ভদ্রমহোদয়গন, মোনালিসার চেহারাটা শুধুমাত্র উভয় লিঙ্গের না, তারনামটাও নারী-পুরুষের স্বর্গীয় ঐক্যের একটি এনাগ্রাম।
আর এটাই আমার বন্ধুগন দা ভিন্ঞির ছোটখাট রহস্য আর মোনালিসা যে হাসছে তার কারন ।
-তথ্যসুত্র- দা ভিন্ঞি কোড (ডেন ব্রাউন) অনুবাদক মোহাম্মদ নাজিম উদ্দিন আর ব্লগ কার্টসি কালনী নদী ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
কালনী নদী বলেছেন: আমার কাছেও সেটা ভাবতে ভাল লাগে, বোন।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
কালনী নদী বলেছেন: ধন্যবাদ বোন।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়েছিলাম আগে। ব্যাপার হলো ভালোলাগার সবকিছু নিয়ে মাথা ঘামানো উচিত নয়। বিশেষ করে বিশ্লেষণ।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়েছিলাম আগে। ব্যাপার হলো ভালোলাগার সবকিছু নিয়ে মাথা ঘামানো উচিত নয়। বিশেষ করে বিশ্লেষণ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১
সুলতানা রহমান বলেছেন: এইটা ও হইতে পারে? মোনালিসা নারী, সেটাই ভাবতে বেশি ভাল লাগে।