![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
টিবিংয়ের স্টাডিরুমের মতো রুম সোফি জীবনেও দেখে নি ৷
একটা বিলাসবহুল অফিস রুমের চেয়েও ছয় কি সাতগুণ বড়৷
সায়েন্স ল্যাবরেটরি, আর্কাইভ-লাইব্রেরি এমনকি ইনডোর ফ্লি মার্কেটও এতো বড় নয়৷
তিনটা ঝাঁড়বাতি ঝোলানো আছে৷ফ্লোরের টাইল্স ঢাকা পরে গেছে ওয়ার্ক টেবিল, আর্ট-ওয়াক, হস্ত-শিল্প আর অবিশ্বাস রকমের ব্যাপার হলো, বিপুল সংখ্যক ইলেকট্রনিক যন্ত্রপাতি-কম্পিউটার, প্রজেক্টার, মাইক্রোস্কোপ, কপি-মেশিন আর বিশাল একটা স্কেনার৷
"আমি রুমটাকে বদলে নিয়েছি'', টেবিং বললেন, তাকে দেখে মনে হলো মজা করছে৷ নাচার জন্য আমার হাতে খোভ কম সময়ই থাকে৷"
সোফির মনে হলো রাতটা যেনো এক ধরনের গোধূলির মতো, যেখানে তার প্রত্যাশার কিছুই ঘটে না৷
এসবই আপনার কাজের জন্য?''
"সত্য জানাটা আমার জীবনের প্রেম হয়ে গেছে আর স্যাংগৃল হলো আমার প্রিয় কৰিতা৷"
হলি গ্রেইল হলো একটা নারী , সোফি ভাবলো তার মাথায় এসব কিছুই ডুকছিলো না ৷ " আপনি বলছেন আপনার কাছে তার ছবি আছে; যাকে আপনি দাবি করছেন হলিগ্রেইল হিসেবে?
হ্যা কিন্তু তিনি যে হলি গ্রেইল, সেটা আমার দাবি নয়৷ খৃষ্ট নিজে সেটা দাবি করেছেন৷
"কোন ছবিটা? সোফি জিঙ্গেস করলো, দেয়ালগুলো ভালো করে দেখে নিলো৷
"উম-ম-ম..." টিবিংকে দেখে মনে হলো তিনি সেটা ভুলে গেছেন৷হলি গ্রেইল, স্যাংগ্রিল৷ চ্যালিস৷" তিনি আচমকা ঘুরে দূরের একটা দেয়ালের দিকে ইঙ্গিত করলেন৷
সেখানে আটফুট দীর্ঘ দ্য লাস্ট সাপার এর একটা প্রিন্ট টাঙ্গানো রয়েছে৷
ঠিক এই ছবিটাই একটু আগে সোফি দেখেছে৷"এইতো সে!"
সোফি নিশ্চিত সে কিছু একটা ধরতে পারছে না৷ "এই ছবি টাইতো আমাকে আপনি একটু আগে দেখিয়েছেন ৷"
তিনি মুচকি হাসলেন৷"আম জানি কিন্তু বড়টা আরো বেশি মজার এবং কৌতুহলদ্দীপক৷আপনার কি মনে হয় না ?"
সোফি সাহায্যের জন্য ল্যাংডনের দিকে ফিরলো৷ " আমি ধরতে পারছি না৷ "
ল্যাংডন হাসলো৷" হলি গ্রেইলটা দ্য লাস্ট সাপারের মধ্যেই আবির্ভুত হয়েছে ৷লিওনার্দো তাঁকে খোভ ভালোভাবেই অন্তর্ভুক্ত করেছেন৷"
"দাড়াও," সোফি বললো৷তুমি বলছো হলি গ্রেইল হলো একজন নারী৷দ্য লাস্ট সাপার হলো তেরজন পুরুষের একটা ছবি৷
তাই কি? টিবিং তার ভুরু কপালে তুললেন। একটু ভালো করে দেখুন তো ৷
একটু ইতস্তত করে সোফি ছবিটার কাছে গেলো, তেরোটি অবয়ব ভালো করে দেখে নিলো- যিশু খৃস্ট মাঝখানে, ছয়জন শিষ্য তাঁর বাম দিকে, আর বাকি ছয় জন ডান দিকে৷"তারা সবাই পুরুষমানুষ সে নিশ্চিত হয়ে বললো৷
"ওহ্" টিবিং বললেন ৷ প্রভুর ডান দিকের সম্মানের জাগাটাতে, যিনি বসে আছেন তার ব্যাপারে?"
সোফি যিশুর ডান দিকে বসা চরিত্রটা ভালো করে পরীক্ষা করে দেখলো৷খুতিয়ে খুতিয়ে দেখতে লাগলো সে ৷চরিত্রটার মুখ আর শরীল ভালো করে দেখতেই বিস্ময় জেগে উঠলো তার মধ্যে৷
চরিত্রটার চুল লাল, খোভই সরম্ন ভাঁজ করা দুটি হাত৷আর বুকের কাছে স্তনের আভা৷এটা, নিঃসন্দেহে ...একজন নারী৷
"এটাতো একজন নারী!" সোফি বিস্ময়ে বলে উঠলো৷
টিবিং হাসতে লাগলেন, "খোভই অবাক হয়েছেন, তাই না৷বিশ্বাস করুন, এটা ভুল করে হয় নি৷লিওনার্দো নারী-পুরুষ আঁকার বেলায় খুবই দক্ষ ছিলেন, গুলিয়ে ফেলার প্রশ্নই আসে না ৷"
সোফি যিশুর পাশে বসা রমণীর দিক থেকে চোখ ফেরাতেই পারছিলো না৷দ্য লাস্ট সাপারতো তেরোজন পুরুষের ছবি হওয়ার কথা৷এই মেয়েটা তবে কে? যদিও সোফি এই ক্লাসিক ছবিটা বহুবার দেখেছে, কিন্তু এই জিনিসটা একদমই খেয়াল করে নি ৷
"সবাই মিস করে," টেবিং বললেন৷" আমাদের পূর্বচিন্তা এই ছবিটার বেলায় এতটাই শক্তিশালী যে, ছবিটা দেখার সময় আমাদের চোখের উপর সেটা সেঁটে থাকে৷"
"এটা স্কটমা হিসেবে পরিচিত," ল্যাংডন পাশ থেকে বললো৷ "খুভ শক্তিশালী প্রতীকের বেলায় মস্তিষ্ক এমনটি করে থাকে৷"
"এ্ মেয়েটাকে দরতে না পারার আরেকটা কারন আছে, টিবিং বললেন৷ সেটা হলো, মুল ছবিটা থেকে বেশিরভাগ ফটোগ্রাফই ১৯৫৪ সালের আগে তোলা৷তখন পর্যন্ত ছবিটা অষ্টাদশ শতকের এক শিল্পীর তুলির আঁচরে, কতগুলো পরতে ঢাকা ছিলো৷এখন এই ফ্রেসকোটা পরিষ্কার করে দা ভিনি্ঞর সত্যিকারের ছবিটা তুলে আনা হয়েছে৷
ছবিটার দিকে ঘুরলেন তিনি৷ "এত্ ভইলা!"
সোফি ছবিটার আরো কাছে গেলো ৷যিশুর ডান পাশে বসা নারীটা অল্প-বয়স্কা এবং দেখতে ধার্মীক৷নম্র মুখ আর সুন্দর লাল চুল, হাতগুলো সুন্দর করে ভাঁজ করে রাখা৷এটাই কি সেই নারী যে একাই চার্চ কে নাড়িয়ে দিতে পারে?
"কে সে ?" সোফি জিঙ্গেস করলো ৷
"এটা হলো, মাইডিয়ার," টিবিং জবাব দিলেন, "ম্যারি মাগদালিন"৷
সোফি চমকে উঠরো ৷" বারবণিতা?"
টিবিং ছোট্র করে একটা দীর্ঘনিঃশ্বাস ফেললেন, যেনো কথাটাতে তিনি ব্যক্তিগতভাবে আহতবোধ করলেন৷"মাগদালিন সেরকম কিছু ছিলেন না৷এই দুঃখজনক ভুল ধারনাটি শুরুর দিকে চার্চই ছড়িয়েছে৷চার্চের দরকার ছিলো ম্যারি মাগদালিন কে ভ্রষ্টা হিসেবে প্রতিপন্ন করার, যাতে ঢাকা পড়ে যায় তার বিপদজনক সিক্রেটটা- হলি গ্রেইল হিসেবে তার ভুমিকা ৷"
"যেমনটি আমি বলেছি, টিবিং পরিষ্কার করে বললেন, "শুরুর দিকে চার্চের দরকার ছিলো বিশ্ববাসিকে এটা জানানো যে, পয়গম্ভর যীশু আসলে স্বর্গীয় সত্বা৷তাই, যেসব গসপেলে যিশুকে মর্ত্যের মানুষ হিসেবে বর্ননা করা হয়েছিলো, সেগুলো বাইবেল থেকে বাদ দিয়ে দেয়া হয়েছিলো৷কিন্তু প্রথম দিককার পরিমার্জনাকরীদের জন্য যেটা দুর্ভাগ্য তাহলো, একটা পার্থিব বিষয়ের গসপেল বাইবেলে রয়ে গিয়েছিলো৷
ম্যারি মাগদালিন৷" বিরতি দিলেন তিনি ৷" আরো ভালো করে বলতে গেলে বলতে হয়, যিশুর সাথে তাঁর বিয়ে৷"
"ক্ষমা করবেন, কি বললেন? সোফি ল্যাংডনের দিকে চেয়ে আবার টিবিংয়ের দিকে ফিরলো৷
"এটা ইতিহাসিক রেকর্ডের ব্যাপার,"টিবিং বললেন,"আর দা ভিন্ঞি এ ব্যাপারে পুরোপুরি ঙ্গাত ছিলেন৷দ্য লাস্ট সাপারে নির্দিষ্ট করে বলতে গেলে, চিৎকার করে জানান দিচ্ছে যে, যিশু আর মাগদালিন ছিলেন স্বামি-স্ত্রী৷
সোফি আবারো ফ্রেসকোটার দিকে তাকালো৷
"খেয়াল করে দেখেন যিশু যে পোশাকটা পড়েছেন, তার মিরর ইমেজের পোশাক পড়েছের মাগদালিন৷"টিবিং ছবিটার মাঝখানে বসা দুজনের দিকে ঈঙ্গিত করলেন৷
সোফি হতবিহবল হয়ে গেলো৷এটা নিশ্চিত যে তাদের দু'জনের পোশাকের রংই উল্টো করে সাজানো আছে৷ যিশু পড়ে আছেন লাল রঙের রোব এবং ণীল রঙের ক্লোক, ম্যারি পড়েছেন নীল রঙের রোব ও লাল ক্লোক৷ইন এবং ইয়াং৷
"আরো অদ্ভুত কিছুতে প্রবেশ করা যাক, টিবিং বললেন, "খেয়াল করুন, যিশু এবং তার বধুকে দেখে মনে হচ্ছে যেনো উপরের দিক থেকে ঘেসে আছেন তাঁরা, আর একে অন্যের দিকে এমনভাবে হেলে আছেন, যেনো তাদের মধ্যেকার নেগেটিভ স্পেসটা একটা নক্সা তৈরি করে ফেলেছে ৷
টিবিং সোফিকে সেটা দেখাবার আগেই, সোফি নিজেই ওটা দেখতে পেলো - তর্কাতিতভাবেই, ছবিটার মাঝখানে এই ভি আকৃতিটা আছে৷ ল্যাংডন আগেই বলেছিল এটা, নারীর যেীনীর প্রতীক ৷
"অবশেষে, টিবিং বললেন, " আপনি যদি যিশু আর মাগদালিনকে মানুষ হিসেবে না দেখে, কম্পোজিশনাল এলিমেন্ট হিসেবে দেখেন, তাহলে দেখতে পারবেন আরেকটা আকৃতি৷"একটু থামলেন তিনি ৷"ইংরেজি বর্নমালার একটা অক্ষর৷"
সোফি সঙ্গে সঙ্গেই সেটা দেখতে পেলো ৷অৰরটার পুরোটা হঠাৎ করেই সে দেখতে পেলো৷ছবিটার মাঝখানে,প্রশ্নাতীতভাবেই একটা বড়সড় এম অক্ষর দেখা যাচ্ছে৷
"কাকতালীয় বললে খুব বেশিই বলা হবে, অক্ষরটা খুবই নিখুঁত, আপনি কি বলেন?" টিবিং বললেন৷
সোফি খোভই রোমান্ঞিত হলো৷" এটা এখানে কেন?"
টিবিং কাঁধ ঝাঁকালেন৷"ষড়যন্ত্রকারীর দল বলবে, এটা দিয়ে বুঝান হয়েছে মাএিমনিয়া বা বিবাহ, অথবা ম্যারি মাগদালিন৷সত্যি বলতে কি কেউই নিশ্চিত করে বলতে পারে না৷নিশ্চিত করে বলা যায়, তাহলো লোকানো এমটা ভুল করে দেয়া হয় নি৷গ্রেইল সম্পর্কিত অসংখ্য কাজে লুক্ষায়িত এম রয়েছে -হয় জলছাপে, ছবির নিচে, কিংবা কম্পোজিশনাল প্রহেলিকার মাধ্যমে৷সবচাইতে আলোচিত এমটা লন্ডনের আওয়ার লেডি অফ প্যারিসের বেদীতে চিত্রিত করা আছে৷
যা প্রায়োরিদের সাবেক গ্রান্ডমাস্টার জ্যঁ কক্তো ডিজাইন করেছিলেন৷
সোফি তথ্যটা জানতো৷" আমি মানছি, লুকায়িত এম হলো কৌতুহলদ্দীপক, তারপর বলা যায়, কেউ এমন দাবি করছে না যে, সেটা যিশু এবং মাগদালিনের বিয়ের প্রমান৷
"না, না," টিবিং বললেন, পাশের একটা টেবিলে রাখা বইয়ের দিকে এগুলেন৷"আমি আগেই বলেছি, যিশু এবং মাগদালিনের বিয়ের ব্যাপারটা ইতিহাসের রেকর্ডের অংশ৷"তিনি বইটা অল্টাতে লাগলেন৷"তারচেয়েও বড় কথা, বাইবেলে বর্নিত অবিবাহিত যিশুর চেয়ে ,বিবাহিত যিশুই আমাদের কাছে বেশি মানানসই মনে হয়৷"
"কারন যিশু একজন ইহুদি ছিলেন," টিবিং যখন বইয়ের পাথা উল্টাচ্ছিলেন সেই ফাঁকে কথাটা ল্যাংডন বললো৷"সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটে, একজন ইহুদি পুরুষের পক্ষে অবিবাহিত থাকাটা প্রায় অসম্ভব ছিল৷ইহুদি রীতিমতে, কুমার থাকাটা নিন্দনীয়৷একজন ইহুদি বাবার জন্য নিজের ছেলের উপযুক্ত একজন স্ত্রী খোজে দেয়াটা বাধ্যতামুলক ছিলো৷
যদি যিশু অবিবাহিত থাকতেন, তবে কমপক্ষে একটি গসপেলেও সেটার উলেখ্য থাকত৷
টিবিং বড়সড় একটি বই খুঁজেপেয়ে সেটা তুলে আনলেন তাদের সামনের টেবিলে৷চামড়ায় বাদানো বইটার মলাটে লিখা আছে 'দা জিনোস্টিক গসপাল'৷টিবিং সেটা খোললেন৷ল্যাংডন আর সোফি তার পাশে এসে দাঁড়ালো৷সোফি দেখে বুঝতে পারলো, পৃষ্টাগুলো কোন প্রচীন পুঁথির বড় ক'রে তোলা, ছবিতে পূর্ন-লেখাগুলো হাতের লেখা৷প্রাচীন ভাষাটা সে চিনতে পারলো না, কিন্তু পরের পৃষ্ঠায় সেগুলোর টাইপ করা অংশ ছাপা আছে৷সেগুলো অনুবাদ করা৷
"এগুলো নাগ হাম্মাদি এবং ডেড সি স্ক্রলের ফটোকপি,যা আমি আগেই উল্লেখ করেছিলাম৷"টিবিং বললেন৷"খৃষ্টধর্মের প্রাথমিক সময়ের রেকর্ড৷সমস্যার কথা হলো,এগুলো বাইবেলের গসপেলের সাথে মেলে না৷"
টিবিং একটা প্যারার দিকে ইঙ্গিত করলেন৷"ফিলিপ-এর গসপেলটাই শুরুর জন্য সবসময় ভালো৷"
সোফি সেটা পড়লো :
আর ত্রাণকর্তার সঙ্গীনী হলেন ম্যারি মাগদালিন৷খৃস্ট তাঁকে বাকি সব শিষ্যদের চেয়েও বেশি ভালোবাসেন এবং তাঁর ঠোটে চুমু খান৷
বাকি শিষ্যরা এতে ক্ষিপ্ত হয়ে নিজেদের আপত্তির কথা জানালো৷
তারা তাঁকে বললো, "আপনি কেন তাঁকে আমাদের চেয়েও বেশি ভালোবাসেন ?
কথাগুলো সোফিকে দারুন অবাক করলো। তারপরও, সেগুলো থেকে কোন উপসংহার টানা যায় না। “এখানে বিয়ের কোন কথা বলা হয়নি।“
“অউ কনত্রেয়ার। “ টিবিং হাসলেন। প্রথম লাইনটার দিকে ইঙ্গিত করলেন।“যে কোন আরামাইক পন্ডিতই আপনাকে বলে দেবে যে, সেসব দিনে সঙ্গিনী শব্দটি আক্ষরিক অর্থে স্ত্রী হিসেবেই ব্যবহৃত হতো।
সোফি আবারও প্রথম লাইনটা পড়লো। আর ত্রানকর্তার সঙ্গীনী হলো ম্যারি মাগদালিন।
টিবিং আরো অনেক প্যারা সোফিকে দেখালেন, যাতে এই কথাটার সত্যতা পাওয়া যায়। এসব প্যারাগুলো পড়তে পড়তে সোফির মনে পড়ে গেলো সেই ক্ষেপে যাওয়া যাজকের ঘটনাটির কথা, যে তার দাদুর দরজায় জোরে জোরে আঘাত করেছিল, সোফি তখন স্কুলে যায়।
“এটা কি জ্যাক সনিয়ের বাড়ি? “ছোট্র সোফি যখন দরজাটা খোলেছিল, যাজক লোকটা তখন নিচু হয়ে তার দিকে তাকিয়ে জানতে চেয়েছিল। “আমি তাঁর সাথে এই সম্পাদকীয়তা নিয়ে কথা বলতে চাই, এটা উনি লিখেছেন।“ যাজক লোকটার হতে একটা সংবাদপত্র ছিল।
সোফি তার দাদুকে ডেকে দিলে, দু জনে স্টাডিরুমে দরজা বন্ধ করে আলাপে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। আমার দাদু পত্রিকায় কিছু লিখেছে?সোফি সঙ্গে সঙ্গে রান্নাঘরে দেীড়ে গিয়ে, সকালের পত্রিকাটা হাতে তুলে নিয়ে দেখেছিল। দ্বিতীয় পৃষ্টায় সে তার দাদুর লেখা একটা প্রবন্ধ দেখতে পেলো। সে ওটা পড়লো। কিছুই বুজতে পারলো না, কি লেখা আছে। কিন্তু এটুকু বুঝলো যে, ফরাসি সরকারকে পাদ্রীরা চাপ দিচ্ছে একটা আমেরিকান ছবি দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট-কে নিষিদ্ধ করার জন্য। যাতে দেখানো হয়েছে, যিশু ম্যারি মাগদালিন নামের এক রমনীর সাথে সঙ্গম করছেন। তার দাদুর প্রবন্ধে বলা আছে যে, চার্চ খুভ বেশি উগ্র আচরন করছে আর তারা নিষিদ্ধ করার ব্যাপারেও ভুল করছে।
এতে কোন ভুল নেই যে, যাজক লোকটি ছিলো পাগল। সোফি ভেবেছিল।
“এটা পর্নোগ্রাফি! জঘন্য!“ যাজক লোকটি চিৎকার করে বলেছিলো।স্টাডি রুম থেকে হন হন করে বের হয়ে দরজার দিকে যেতে যেতে বলেছিলো,“ আপনি এটা কিভাবে বললেন! এই মার্টিন স্করসিজ আমেরিকানটা একজন ব্লাসফেমার। চার্চ থাকে কখনও ফ্রান্সে ঢুকতে দেবে না!“ যাজক দপাস করে দরজা খোলে বের হয়ে গিয়েছিলো।
তার দাদু বাইরে এসে দেখে সোফির হাতে পত্রিকাটা ধরা। “খুব জলদি করে ফেলেছো।“
সোফি জিঙ্গেস করেছিলো, “তুমি কি মনে করো, যিশুর বান্ধবী ছিলো?“
“না, ডিয়ার, আমি বলেছি, আমরা কোন বিনোদনটা গ্রহন করবো, আর কোনটা করবো না, সেটা চার্চের ঠিক করে দেওয়াটা উচিত হবে না।
“যিশুর কি বান্ধবী ছিলো?“
তার দাদু কয়েক মুহুর্ত নীরব ছিলেন। “থাকলে কি তিনি খারাপ হয়ে যাবেন?“
সোফি একটু ভেবে, কাঁধ ঝাঁকিয়ে বলেছিলো, “আমি অবশ্য এতে কিছু মনে করবো না।“
স্যার লেই তখনও কথা বলে যাচ্ছিলেন। “যিশু আর মাগদালিনের বিয়ে সংক্রান্ত অসংখ্য রেফারেন্স দেখিয়ে আমি আপনাকে বিরক্ত করতে চাই না। এগুলো আধুনিক ইতিহাসের অংশ। আমি বরং আরেকটা প্যারা আপনাকে দেখাতে পারি।“ অন্য আরেকটি প্যারার দিকে ইঙ্গিত করলেন তিনি। “এটা ম্যারি মাগদালিনের গসপেল থেকে নেওয়া।“
সোফি জানতো না, মাগদালিনের নামেও একটা গসপেল রয়েছে। সে গসপেলটা পড়লো :
আর পিটার বললো, “ত্রানকর্তা কি আমাদের অগোচরে কোন রমনীর
সাথে কথা বলেছেন? আমরা কি তাঁর দিকে ঘুরবো, তাঁর সব কথা শুনবো?
তিনি কি সেটা পছন্দ করবেন ?
আর লেভি জবাব দিলো, “পিটার, তুমি সবসময়ই রগচটা।এখন
আমি দেখতে পাচ্ছি, তুমি একজন নারীর বিরুদ্ধে প্রচারনায় নেমেছ!
যদি ত্রানকর্তা তাঁকে গ্রাহ্য করে, তবে তুমি কে, তাঁকে প্রত্যাখান
করছো? নিশ্চিতভাবেই ত্রানকর্তা তাঁকে ভালো করেই চেনেন।
এজন্যই, তিনি তাঁকে আমাদের চেয়েও বেশি ভালোবাসেন। ।
“যে নারী সম্পর্কে তারা কথা বলছে, “টিবিং বুজিয়ে বললেন, “তিনি হলেন ম্যারি মাগদালিন। পিটার তাঁকে ঈর্ষা করতো।
“কারন, যিশু ম্যারিকে পছন্দ করতেন?“
“শুধু তাই না। তারচেয়েও বেশ কিছু। গসপেলের এই জায়গাটাতে, যিশু আশংকা করেছিলেন, খুব শীঘ্রই তাঁকে ধরে ক্রুশবিদ্ধ করা হবে।তাই যিশু মাগদালিনকে তাঁর চলে যাবার পর, তার চার্চ কিভাবে চলবে, সে ব্যাপারে কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। এর ফলে, পিটার নিজেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে অবমূল্যায়িত হয়েছেন বলে মনে করেছিলেন, তাও আবার একজন নারীর কাছে। আমি বলতে বাধ্য হচ্ছি পিটার কিছুটা নারী বিদ্বেষী ছিলেন।“
সোফি বললো, “এটা সেন্ট পিটার। যিশুর চার্চ নির্মান করেছিলেন যিনি।“
“সবই ঠিক আছে, কেবল একটা বাদে। এইসব দলিল মতে, যিশু পিটারকে নয় বরং ম্যারি মাগদালিনকেই প্রথম খৃষ্টিয় চার্চ নির্মানের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন।“
সোফি তার দিকে তাকালো। তুমি বলছো, খৃস্টিয় চার্চ একজন নারী কর্তৃক নির্মিত হয়েছে?“
“এটাই ছিল পরিকল্পনা। যিশু ছিলেন নারীবাদী। তিনি চেয়েছিলেন তাঁর চার্চের ভবিষ্যত ম্যারি মাগদালিনের হাতে ন্যস্ত হোক।“
“আর এতে পিটার অসন্তোস হয়েছিলেন, “ল্যাংডন বললো, দ্য লাস্ট সাপারের দিকে ইঙ্গিত করলো সে। “এইতো পিটার এখানে তুমি দেখতেই পাচ্ছো, দা ভিন্ঞি এ ব্যাপারে খুবই সচেতন ছিলেন যে, পিটার মাগদালিনের ব্যাপারে কী মনোভাব পোষন করতেন।“
আবারো সোফি বাকরুদ্ধ হয়ে গেল। ছবিতে, পিটার ম্যারি মাগদালিনের দিকে ঝুঁকে আছে, আর তাঁর ছুরির মতো ধারালো আঙ্গুল ম্যারির ঘাড়ের দিকে তেড়ে আছে।
একই ভঙ্গী ছিলো ম্যাডোনা অব দি রকসেও !
“আর এখানেও আছে, “ল্যাংডন বললো, পিটারের কাছে, শিষ্যদের ভীড়ের দিকে ইঙ্গিত করলো সে। “এই হাতটা কি একটা চাকু ধরে আছে না?“
“হ্যাঁ। অচেনা কেউ, তুমি যদি হাতগুলো্ গুণে দেখো, তবে দেখতে পাবে সেটা...কারোরই না। এটা অদৃশ্য কারোর। ছদ্মবেশী একজনের।“
সোফিকে দেখে মনে হলো বেশ উওেজিত। “আমি দুঃখিত, আমি এখনও বুঝতে পারছি না, এসব দিয়ে কিভাবে বোঝা যায় যে, ম্যারি মাগদালিন হলেন হলি গ্রেইল।“
আহা! “টিবিং আবারো আতিশয্যে বলে উঠলেন। “এখানেইতো মজাটা লোকিয়ে আছে! “আরেকটা বিশাল তালিকা বের করলেন তিনি।সেটা টেবিলের উপর ছড়িয়ে দিলেন। একটা বিশাল বংশ তালিকা। “খুব কম লোকই বুঝতে পারে যে, ম্যারি মাগদালিন সেই সময়ে খুবই শক্তিশালী ছিলেন।“
সোফি এখন পরিবারের তালিকাটা দেখতে পেলো ।
বেনজামিনের গোত্র
“ম্যারি মাগদালিন হলেন এখানে, “টিবিং বললেন। বংশ তালিকার উপরের দিকে নির্দেশ করলেন তিনি।
সোফি খোব বিস্মিত হলেন “তিনি বেনজামিনের বংশের ছিলেন?“
“অবশ্যই, “টিবিং বললেন। “ম্যারি মাগদালিন ছিলেন রাজ বংশোদ্ভুত।“
“কিন্তু, আমি জানতাম, মাগদালিন ছিলেন খোবই গরীব।“
টিবিং মাথা ঝঁকালেন। “মাগদালিনকে বেশ্যা হিসেবে প্রচার করা হয়েছিলো, যাতে তাঁর শক্তিশালী পরিবারের ব্যাপারটা মুছে ফেলা যায়।“
ল্যাংডনও কথাটার সাথে সায় দিলো। সে টিবিংয়ের দিকে ফিরে বললো,“কিন্তু মাগদালিন যদি রাজ বংশেরই হয়ে থাকে, তবে চার্চ কেন তাঁকে এতো পরোয়া করলো?“ ব্রাইটন হাসলেন। “মাইডিয়ার, চার্চ ম্যারি মাগদালিনের রাজকীয় বংশ নিয়ে মাথা ঘামায়নি, তারা মাথা ঘামিয়েছিলো যিশুর সাথে তাঁর সম্পর্কটা নিয়ে, যিশুও রাজ বংশের ছিলেন। আপনি হয়তো জানেন, বুক অব ম্যাথিউ বলছে, যিশু ছিলেন ডেবিডের বংশধর। মানে ইহুদিদের রাজা সোলেমানের বংশোদ্ভুত। বেনজামিনের বংশের কাউকে বিয়ে করার মধ্য দিয়ে যিশু দুটো রাজবংশের রক্তের অধিকারী হয়ে উঠেছিলেন।
এতে করে সম্ভাব্য রাজনৈতিক ঐক্য সাধিত হবার সম্ভাবনা দেখা দেয় আর সোলেমানের সময়ের মতো, আবারো একই বংশের লোক হিসেবে সিংহাসনের বৈধ দাবিদার হয়ে ওঠেন তিনি।“
সোফি বুঝতে পারলো, অবশেষে তিনি আসল জায়গায় এসেছেন।
টিবিংকে আরো বেশি উওেজিত দেখাচ্ছে। “হলি গ্রেইলের কিংবদন্তিটা আসলে রাজ বংশের রক্তধারার কিংবদন্তি। যখন গ্রেইল কিংবদন্তি বলে “যিশুর রক্তের পেয়ালা “ বা চ্যালিস...তারমানে, সেটা ম্যারি মাগদালিন -যে নারীর যৈানী যিশুর বংশকে ধারণ করেছে।“
কথাটা সোফির কাছে প্রতিধ্বনিত হতে লাগলো। ম্যারি মাগদালিন যিশুর বংশধারাকে বহন করেছেন? “কিন্তু যিশু কিভাবে বংশদর রেখে যাবেন, যদি না...?“
সে একটু থেমে ল্যাংডনের দিকে তাকালো।
ল্যাংডন আলতো করে হাসলো। “যদি না তাদের বাচ্চা-কাচ্চা না থাকে।“
সোফি উওেজনায় দাঁড়িয়ে গেলো।
টিবিং ঘোষনা দিলেন, “মানব ইতিহাসের সবচাইতে বড় সিক্রেট। যিশু কেবল বিয়ে থা-ই করেন নি.বরং তিনি একজন বাবাও ছিলেন।মাইডিয়ার, ম্যারি মাগদালিন ছিলেন একজন প্রবিত্র আধার।“
সোফির মনে হলো, তার হাতের পশমগুলো খাড়া হয়ে গেছে। “কিন্তু, এরকম একটা সিক্রেট কি করে এতোদিন পর্যন্ত চেপে থাকলো?“
“হায় ঈশ্বর! “টিবিং বললেন। “এটা মোটেও চাপা রাখা ছিলো না! যিশুর বংশতালিকাই হলো সর্বকালের সেরা কিংবদন্তির উৎস হলি গ্রেইল। মাগদালিনের গল্পটা শত শত বছর ধরে উচ্চারিত হয়েছে, বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে। আপনি চোখ খোললেই দেখতে পাবেন, তার গল্পটা চারদিকেই আছে।“
“আর স্যাংগৃল দলিল-দস্তাবেজগুলো? “সোফি বললো। “তারাও কি এই প্রমান দিচ্ছে যে, যিশুর বংশধর আছে?“
“তারাও বলছে।“
“তো,হলি গ্রেইলের পুরো কিংবদন্তীটা আসলে রাজবংশ সংক্রান্ত।
“আক্ষরিক অর্থে তাই। “টিবিং বললেন। সেনগ্রায়েল শব্দটা এসেছে সনে গ্রেল থেকে -অথবা হলি গ্রেইল থেকে, কিন্তু সুপ্রাচীনকালে সনেগ্রেল শব্দটা দুটো ভাগে বিভক্ত ছিলো। “টিবিং একটা কাগজে লিখে সোফির কাছে দিলেন।
সোফি লেখাটা পড়লো।
সেং-রিয়েল
সঙ্গে সঙ্গে ,সোফি এটার অর্থটা ধরতে পারলো। সেংরিয়েল -এর আক্ষরিক অর্থ হলো রয়াল ব্লাড, মানে রাজকীয় রক্ত।
(দ্য দা ভিঞি কোড - ড্যান ব্রাউন , অনুবাদ মোহাম্মদ নাজিম উদ্দিন ‘ টাইপিং কালনী নদী)
©somewhere in net ltd.