নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

অবমাননা!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৪



যত কিছু জানি আমি আর তুমি!
সে আমাদের জন্মভুমি,
সবুজের তেপান্তরে ধান ক্ষেতের আড়ালে
প্রভাতের শুরুতে, ঘাসপাতার শিশিরে-
খালি পায়ে সে এক উন্মাতাল কিশোরী।

যার চোখে স্বপ্ন খেলে গোধূলির রঙে
আর ঐশ্বরিক সকাল হয় বিলীন
তার শ্যামা চরণে!
কোন এক কৈশোরে সাজিয়েছিল স্বপ্ন
দুপুরের রোদঝড়া সূর্যে, খালি পায়ে দাঁড়িয়ে,
নিষ্পাপ যত ছিল, সবি ভ্রান্তি!
কলঙ্ক সাজিয়েছে জীবনের এই ক্লান্তি।


অলস সাজে এই মানবতার তরে,
জ্বালিয়েছ তুমি সন্ধাবাতি-
চোখের আড়াল হয়ে যাওয়া সেই অধরা সময়টা!
ঈশ্বরের প্রেম হয়ে ভালোবাসার নাম নিয়ে
চির অধরা এই নিয়তি,
হৃয়ের এই অপ্রাপ্তি।



ছবি- সংগৃহিত।

মন্তব্য ৬৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৮

খালিদ হোসাইন বলেছেন: ভাললাগল

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কালনী নদী বলেছেন: পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাইটি!

২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর :)


ভালো লাগল।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

কালনী নদী বলেছেন: আপনি দিশেহারা হলেও, সুন্দর শব্দটি কিন্তু ঠিকই আমাদের দড়িয়ে দিচ্ছেন। যেমন ঐশ্বরিক শব্দটা আপনার কাছ থেকে নেওয়া সেজন্য কৃতঙ্গতা জানবেন ভাইয়া :)

৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কালনী নদী বলেছেন: পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাইটি!

৪| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫০

সোজোন বাদিয়া বলেছেন: গানের ভাষাটা তো কবিতার মতো মনে হয়েছে। খুউব সুন্দর, অসংখ্য ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

কালনী নদী বলেছেন: আসলে কবি মনের খোব দুঃখ থেকে মাত্র পাঁচ থেকে ১০ মিনিটে লিখছি, কবিতা না ছড়া কিছুই বুঝি নি। যাস্ট লিখছি আরকি অই সময়ে যা মনে আসছে তাই! -হয়ত আপনাদের কবিতা পড়ার আসর পড়ছে আমার উপর :D
কিন্তু আপনাদের ভালবাসা পেয়ে সত্যিই এখন নিজেকে খোব ঝরঝরে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে : )

৫| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

অন্তঃপুরবাসিনী বলেছেন: কালনী নামটা কেন জানি ভালো লাগে খুব।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৪

কালনী নদী বলেছেন: কালনী নদীর সবটুকু ভালবাসাজুড়ে আপনি থাকেন, আমার প্রিয় আপুনি :)

৬| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

কালীদাস বলেছেন: আমার কাছে সবচেয়ে ভাল লাগে স্মেলস লাইক টীনস স্পিরিট। মামা বাঁইচ্চা থাকলে ভাল কিছু পোস্ট গ্রান্জ পয়দা হইত :(

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০

কালনী নদী বলেছেন: ভালো মনের মানুষের সাথে এমনটা কেন হয় ভাই মানতে পারি না!
আমরা বিরাট মনের একটা মানুষ হাড়াইছি।

৭| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

তার আর পর নেই… বলেছেন: আপনার বানানের অবস্থা খুবই খারাপ, কবিতার কথা নাই বললাম, কমেন্টের রিপ্লে করছেন তাতেও বানান ভুল।

কবিতা মোটামুটি। কিন্তু গান ভাল্লাগছে! মাই গার্ল, মাই গার্ল …

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০

কালনী নদী বলেছেন: বাঁশ একখান দিছেন আমায় একেবারে জায়গামতন বন্ধু,
১. আমি ড্রাঙ্ক হয়ে প্রায়ই লিখি, সোবার হয়ে এডিট করি!
২. আসলেই আমার বাঙলা বানানের অবস্থা খারাপ!
(সেজন্য আন্তরিকভাবে লজ্জিত, যখন সবার হব যতটা সম্ভব শুদ্ধ করে নেব। আপনি যদি অশূদ্ধ বানানগুলার শূদ্ধ করে কমেন্ট করতেন আমার সুবিধা হত পাশাপাশি বাধিত থাকতাম)
এইটা কবিতা নাকি? আমি নিজেই জানি না!

৮| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে কিন্তু বানান??

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কালনী নদী বলেছেন: বানানগুলা শূদ্ধ করেছি ভাইয়া! যদি আর থেকে তাকে তাহলে ভুলটি শূধরিয়ে দিতে বিলম্ভ করবেন না!
পাঠান্তে ও মন্তব্যে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানবেন, দাদা।

৯| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২

তার আর পর নেই… বলেছেন: শিশিরে, এইখানে উচ্চারণের সময় কি চন্দ্রবিন্দু আসে? কিশোরী, গোধূলি, ঐশ্বরিক, বিলীন, দাঁড়িয়ে, নিয়তি।

কমেন্টে - কৃতজ্ঞতা, হারাইছি, শুদ্ধ …
মজার! ড্রাঙ্ক হয়ে লেখেন!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩

কালনী নদী বলেছেন: ধন্যবাদ! এডিট করেছি মাত্র ।
কৃতজ্ঞতার -জ্ঞ- টা বিজয় দিয়ে লিখতে পারছি না, তাই ঙ+গ কেই ব্যবহার করছি। নিয়মটা জানা থাকলে জানাবেন প্লিজ।
বাংলা বানানের জন্য গুগল করে http://banglabanan.nltr.org/spellChecker.htm এই সাইটটা পেয়েছি!
খারাপ না বানান ঠিক করার জন্য। ভবিষ্যতে কাজে দেবে। বুকমার্ক করে রাখছি।
ইংরেজি https://app.grammarly.com/ মতন বাংলাতেও যদি এরকম একটি পূর্নাঙ্গ সফটওয়ার থাকত অনলাইন সাপোর্ট সহ! তাহলে সার্ভিসের সাথে সাথে ভালো বিজনেসও হত।
আসলে উপরের মন্তব্যে সত্য কথাটি অকপটে বলাটি ঠিক হল কি না? বা অবান্চিতও মনে হতে পারে। write drunk edit sover - কথাটি গ্রামারলি ওয়েব সাইটের একটি জনপ্রিয় কথা।
আবারও ধন্যবাদ আপনাকে ভুলগুলি শিঘ্রই শুধিয়ে দেবার জন্য।
আসলে ড্রাঙ্ক সোবার কথাগুলা নিছক মজার ছলে বলা কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না।
ভালো থাকেন।

১০| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

গুলামে আজীজ বলেছেন: সকাল বিকেল হচ্ছে ধর্ষন দুপুর বোধহয় ফাঁকা,
অতশত কিছু বলনা ভাই মেয়ের চলনই বাঁকা।
তবুও কেমনে বলবো সোনার আমার দেশ,
প্রশ্ন গুলো কাঁটা হয়ে ফোঁটে আছি কি আমরা বেশ?

আপনার কবিতা চরম লেগেছে, গানটাও সেই।
শুভ কামনা রইলো

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

কালনী নদী বলেছেন: বাহ ছড়াটা বেশ তো!
অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

১১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯

মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

১২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি ড্রাঙ্ক হয়ে প্রায়ই লিখি, সোবার হয়ে এডিট করি!
সে কি তুমি ড্রান্ক?ছিঃ ছিঃ
পাজী বদ কাহিকা;
আমি স্রেফ সাদা পানি
রোচেনা ছাড়া ভোদকা।;)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

কালনী নদী বলেছেন: What if The air we breathe is really a drug
that makes us see a dazed version of the world
but when people take real ''drugs'' and trip
they see the real world and that's why they're illegal ;)
এইবার ভদকার নেশাটা ভালোই জমবে কি বলেন?

১৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সত্যিই খারাপ লাগেনি লেখাটি। বরং বেশ ভালো লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০০

কালনী নদী বলেছেন: ধন্যবাদ আপনাকে!

১৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

অ১ বলেছেন: বিজয় দ্বারা লিখতে হলে: জ+ঞ= জ্ঞ
আর ঙ+গ= ঙ্গ

আমরা সবাই শুধু অন্যের ভুল-ত্রুটি গুলো দেখি, কখনো নিজের দিকে আগে তাকাই না।
শব্দকে মানুষ কত ভাবে মানুষ শ্রবন করে থাকে? ভাবুন নিজেই উত্তর পেয়ে যাবেন!
শ্রোতা দুই প্রকারের হয়। যেমন: সর্প শ্রোতা এবং হংস শ্রোতা। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব অনুভব করা যায়না। একে অন্যের পরিপূরক।
১। আমাদের উচিত রাজহংসের মতো শ্রোতা হওয়া যাতে করে নিজেদের ভুল-ত্রুটি ও ভাবকে বিশুদ্ধ করতে পারি।
২। লেখক যে ভাব থেকে কথা গুলো লিখেছে বানান ভুল হোক বা নাহোক আমরা তার ভাবটা বুঝতে পেরে নিজের মধ্যে ধারণ করাই হলো হংস শ্রোতা।
৩। আমরা লেখকের ভুল-ত্রুটি গুলো সংশোধন করার জন্য মন্তব্য করে থাকলেও তিনি যদি শর্প শ্রোতা হতেন তাহলে তিনি এটাই ভাবতেন যে সকলে মূলভাব-এর দিকে না তাকিয়ে আমার বানানের দিকে বেশি ধ্যান দিয়েছে।

নিজেদেরকে সংশোধন করতে আসুন সবাই এই লিংকটি অনুসরণ করি।
http://www.somewhereinblog.net/blog/A2/30119436

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

কালনী নদী বলেছেন: এই সমস্যা নিয়ে আমাকে অনেকদিন ভোগতে হইছে, আর সমাধানটা আপনিই দিছেন! চির কৃতজ্ঞতা জানবেন ভাই :)
ভুল দড়িয়ে দেওয়াটা ভালো সাথে শব্দগুলার শুদ্ধ বানানটা সরবরাহ করলে আর ভালো হয়।
বাঙলা নিয়ে চর্চা অনেকদিন হয়না- এটা নিশ্চয়ই সময়ের সাথে ঠিক হয়ে যাবে, যেভাবে আপনারা সহায়তা করছেন সেজন্য চিরজীবন বাধিত থাকব।

১৫| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

তাসলিমা আক্তার বলেছেন: গান কবিতা দুটোই ভালো লেগেছে। একটু আলাদা স্বাদ গন্ধ পাওয়া যায়। নদী দেখার প্রতি আমার একটা লোভ আছে। কালনী দেখার ব্যবস্থা কি। আমি ঢাকায় থাকি।

অঃটঃ মাঝে মাঝে দেখি আমার পোস্টে নিরবে লাইক দিয়ে চলে আসেন, মন্তব্য করেন না। নিরবতা ভালো লাগে কিন্তু সরব হলে আরো ভালো লাগবে।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

কালনী নদী বলেছেন: আপু এই নদীটা বাউল সম্রাট আব্দুল করিমের বাড়ির খোব নিকঠে, এই নদীর পাড়ে বসে ও তাকে দেখে দেখে আব্দুল করিম অনেক গান রচনা করেছেন। উনার বাড়িরর পাশেই হওয়ায় নদীটা উনার খোব প্রিয় ছিল। এই নদী দেখতে আসলে আব্দুল করিমের বাড়িও দেখা হয়ে যাবে ইনশাহ আল্লাহ। বছরে একটা নির্দিষ্ট সময়ে আবদুল করিমের স্মরণে এই নদী সংলগ্ন তার বাড়িতে বিরাট আকারে মেলা হয়। সে মেলাতে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। সিলেটবাসির পক্ষ থেকে ভাটির দেশের মানুষের হয়ে আপনার দাওয়াত রইল, অবশ্যই সময় করে দেশের এই আধ্বাত্বিক গ্রামটা দেখে যাবেন। আশা করি ভ্রমনের সবটুকো আনন্দ ও কষ্ট বৃথা যাবে না। কালনী নদীটি সিলেটের সুনামগন্জের দিরাই উপজেলায় অবস্থিত।
এখন থেকে আপনার কথা রাখার সর্বাত্তক চেষ্টা থাকবে! আশা রাখি আপনার পোষ্টে ভাল কিছু মন্তব্য করব।
গান কবিতা দুটোকেই পছন্দ করায় অসংখ্য কৃতজ্ঞতা জানবেন বোন। :)

১৬| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন লেগেছে।

পড়তে পড়তে কেন জানি নস্টালজিক হয়ে গেছিলাম।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

কালনী নদী বলেছেন: প্রায়ই আপনার ব্লগে ডু মেরে আসি ভাইয়া, অনেকদিন কিছু লিখছেন না- এবার অসাধারণ কিছু আশা করতেই পারি আমরা তাই না?

১৭| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

সোজোন বাদিয়া বলেছেন: কালনী ভাই এই ব্লগ ছাড়া আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আমার নেই। আপনি কি আমার ইেমেলে লিখতে পারেন? ইমেলটা

১৮| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

সোজোন বাদিয়া বলেছেন: সাংঘাতিক বিষয়। আমার ইমেলটা উপরের মন্তব্যে লিখলাম কিন্তু দেখাল না। এই ব্লগ-প্ল্যাটফর্ম ইমেল সব সময় ডিলিট করে দিচ্ছে। অর্থাৎ এরা চায় না, পাঠক লেখকের সাথে সহজে যোগাযোগ করুক। চিন্তা করতে পারেন ইন্টারনেটে কেমন স্বাধীনতার যুগে আমরা বাস করছি?
যাক, এবারে ইমেল নম্বরটা একটু অন্যভাবে লিখছি বুঝে নেবেন: sojonbadiaএটaolডট কম। ভাল থাকুন।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

কালনী নদী বলেছেন: হা ভাইয়া আমি পুরাই বোঝতে পারছি :)
আমিও কয়েকদিন পূর্বে ফেসবুক পেজে আপনার কবিতা শেয়ার করেছিলাম যার লিঙ্ক কোনভাবেই আপনার সাথে শেয়ার করতে পারি নি। আমি এখনই আপনাকে একটা ইমেইল করছি।

১৯| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রায়ই আপনার ব্লগে ডু মেরে আসি ভাইয়া, অনেকদিন কিছু লিখছেন না- এবার অসাধারণ কিছু আশা করতেই পারি আমরা তাই না?

অবশ্যই আশা করতে পারেন। লেখা একটা কমপ্লিট করেছি। শিগগিরই পোস্ট দিব। :)

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

কালনী নদী বলেছেন: অপেক্ষায় এই প্রহর আমার ক্ষয়ে ক্ষয়ে যায় যে বয়ে!
প্রতিক্ষায় রহিলাম :)

২০| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার চোখে স্বপ্ন খেলে গোধূলির রঙে
আর ঐশ্বরিক সকাল হয় বিলীন
তার শ্যামা চরণে!
কোন এক কৈশোরে সাজিয়েছিল স্বপ্ন
দুপুরের রোদঝড়া সূর্যে, খালি পায়ে দাঁড়িয়ে,
নিষ্পাপ যত ছিল, সবি ভ্রান্তি!
কলঙ্ক সাজিয়েছে জীবনের এই ক্লান্তি।


দারুন!!!!!!!!
++++++++++

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কালনী নদী বলেছেন: বিদ্রোহী ভাই,
আজকে আর বলব না ককটেল বোমার কথা!
আপনার কবিতায় আসুক শান্তির বারতা :)

অনেক খোশি হইলাম ভৃগু ভাইয়া।

২১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

জুবায়ের ২০১৬ বলেছেন: কবিতাটা ভাল লাগলো।

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

২২| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

গেম চেঞ্জার বলেছেন: দারুণ!!
আর ছবিটাও জোশ!!

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০২

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

২৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮

তাসলিমা আক্তার বলেছেন: ভাটির অঞ্চলের ভাইয়ের দাওয়াত গ্রহন করলাম। কবে হবে সেই মেলা আমাকে জানাইয়েন, চলে আসব।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

কালনী নদী বলেছেন: আমি অবশ্যই দিন তারিখ যেনে আপনার যে কোন পোস্টে জানিয়ে দেব।
Always Welcome :)

২৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



কবিতাটি দেশ বন্দনা দিয়ে শুরু হয়ে কৈশোর আর ঈশ্বর প্রেমে শেষ । সেক্ষেত্রে ছবিটি বোধহয় বেমানান ।
কারন ছবিটি আপনার গানটির গায়কের হলেও লেখাটি মূলত কবিতাটিকে ভিত্তি করে ।

সুন্দর ।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার সাজেশনের জন্য! তাই আপাত নতুন একটি ছবি সংযুক্ত করেছি। আশা করি খারাপ লাগবে না।

২৫| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
কোন এক কৈশোরে সাজিয়েছিল স্বপ্ন
দুপুরের রোদঝড়া সূর্যে, খালি পায়ে দাঁড়িয়ে,
নিষ্পাপ যত ছিল, সবি ভ্রান্তি!
কলঙ্ক সাজিয়েছে জীবনের এই ক্লান্তি।

ভালো লাগলো...
তবে...
আপনি স্কিপ করে জবাব দিচ্ছেন। কাজেই আমার মন্তব্যের যে জবাব পাবো তার কোন নিশ্চয়তা দেখছিনা।
শুভেচ্ছা রইল।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

কালনী নদী বলেছেন: অবশ্যই পাবেন ভাইয়া। আসলে অনেক সময় ভেবে প্রতিউত্তর করতে হয়, তাই হয়ত অনেকের মন্তব্যে উত্তরটা দেওয়া হয়ে ওঠে না। তাই বলে মনে ক্ষোভ রাখবেন না ভাইটি!
নিশ্চয়ই অন্য কোন পোস্টে আমরা এই শূন্যতা কাঠিয়ে উঠব :)

২৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: যার চোখে স্বপ্ন খেলে গোধূলির রঙে
আর ঐশ্বরিক সকাল হয় বিলীন
তার শ্যামা চরণে!


খুব ভাল লাগল কাব্য কথামালা। অনেক অনেক শুভেচ্ছা।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

কালনী নদী বলেছেন: ভাইয়া :)

২৭| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রিমঝিম স্বপ্ন বলেছেন: ভাইজানের কাছে আমার একটা দাবি, সময় করে নতুন একটা পোষ্ট দেন। আর শর্ত একটাই বানান ভুল করা যাবে না। হাবিজাবি, যা ইচ্ছা লিখে ফেলেন, আমি এসে পড়ে যাব! :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

কালনী নদী বলেছেন: আমি এসে পড়ে যাব! দেট সাউন্ডস স্ট্রংলি ইন্সপায়ারড!
ইনশাহ-আল্লাহ্ ।

২৮| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রিমঝিম স্বপ্ন বলেছেন: ও কালনী নদীটা নিয়ে লিখতে পারেন। জানার অনেক আগ্রহ। ছবি থাকলে তাও শেয়ার করতে পারেন।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

কালনী নদী বলেছেন: অনেক চিন্তার মধ্যে ফেলে দিছেন, কয়েকদিন দরে কনস্টেন্টলি তাই নিয়েই ভাবছি।
অসংখ্য ধন্যবাদ।

২৯| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

চাঁদগাজী বলেছেন:



অদ্ভুত কিছু অনুভুতির সৃস্টি করেছেন কথায় কথায়।

কার্ট কোবেইন'এর গান ভালো লাগে; তবে, সে আত্মহত্যা করে, খুবই খারাপ উদাহরণ সৃস্টি করে গেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

কালনী নদী বলেছেন: হুমম সেটাই ভাই, আর কেউ যেন এমন পথটি বেচে না নেয় এই প্রত্যাশায়।

৩০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ইংরেজি গান অামার ভালো লাগেনা (অাসল কথা বুঝিনা)! যাহোক, অাপনার লেখাটা ভালোই লেগেছে যদিও পুরোটা বুঝতে পারিনি । নদীর যে বর্ননা দিলেন, যেতে মন চায় ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

কালনী নদী বলেছেন: অবশ্যই চলে আসেন ভাই, সাধকের জন্মভুমিতে আপনাকে আমন্ত্রণ!
যাও যদি আও দলে দলে
উঠেছে বেলা
পয়লা ফাল্গুনে এলো দলেরি মেলা
জাইতে মেলা বাজারে রাস্তাতে নদি পড়ে
আগে যারা রাস্তা দরে যায় বড় ভালা
যাইতেছে বেলা
উঠেছে বেলা ।
আব্দুল করীমের ফয়সা নাই
রসগুল্লা খাইবা না খাঁই
রসগুল্লাতে দাবিযাই ওগো সরলা ।

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

কথাকথিকেথিকথন বলেছেন:

১০ মিনিটে তো দারুণ কবিতা লিখেছেন ।

জীবনের অপ্রাপ্তিগুলো মানুষকে আশান্বিত করে, বেঁচে থাকার শক্তি যোগায় ।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, অণুপ্রেরনাদায়ক উপদেশ ভাই!
হৃদয়ভরে গ্রহণ করলাম :)

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

রাজসোহান বলেছেন: কবিতা সুন্দর। কিন্তু পুরাটা বোল্ড করে দিছেন কেন? চোখে লাগতেছে। প্লাস!

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

কালনী নদী বলেছেন: ঠিক আছে বোল্ড থেকে নরমাল করছি, অসংখ্য ধন্যবাদ!

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

নেক্সাস বলেছেন: ভাল লাগলো

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

কালনী নদী বলেছেন: :)

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লিখেছেন কবি

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.