![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
আমি এতক্ষণ তোমাকে দেখেছি, জানি রোজা রেখে তোমাকে দেখা ঠিক হচ্ছে না! তুমি আসলে খুব সুন্দর খুব খুব বেশি সুন্দর। মনে হয় না তোমার সাথে আমার রিলেশন গভীর হবে। আমি জানি তোমাকে আমি কখনও পাব না। কিন্তু আমার মনটাকে বোঝাতে পারি না। আজ হোক, কাল হোক তোমার সাথে আমার সম্পর্ক শেষ হবে! তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? আমি তোমাকে যে কতটা ভালোবাসি আমি নিজেও জানি না। তোমাকে পাওয়ার মত কোন যোগ্যতা আমার নেই। কেন আমার মনটাকে বোঝাতে পারি না? যত চাই তোমার কাছ থেকে দূরে থাকব, তোমাকে ঘৃণা করতে ততবেশি কষ্ট পাই আর তোমাকে ভালবাসতে ইচ্ছা হয়। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার ভাইদের কাছে আমাকে চাইবে তো? যদি না পার আমার কাছ থেকে দূরে চলে যেও, অনেক দূরে . . . যাতে তোমার সাথে আমি কোন যোগাযোগ করতে না পারি! আর যদি তাও না পার, তাইলে আমাকে মেরে ফেল। তুমি যদি কোন প্রফেসনাল কিলারকে চিন তাকে আমার একটা ছবি দিও, যদি টাকা লাগে আমি দেব।
এই শোন . . .
তোমার নাম্বারটা!
আমার না হঠাৎ মনে হয়েছে, তুমি আমাকে যে সিম দিয়েছিলে সেটাত কালকে তোমাকে দিয়ে দেব। তাইলে এইটার মাঝে কিছু কি আছে তা দেখতে হবে। সেজন্য সিমটা চেন্জ করেছি, এখন তোমার নাম্বার হারিয়ে ফেলেছি। এখন তোমার নাম্বার কই পাব।
ইয়া তুমি চলে গেছ? ধেৎ এখন সকালে তোমাকে কল দেব কি করে?
ইস প্লিজ একটিবার আস! ধ্যত আমি তোমার সাথে যোগাযোগ করব কি করে?
এখন আমি ঘুমাতে যাই কেমন করে? আমার কোন কিছুর মাঝে শান্তি নাই! আমি শুধু শুধু কেনই বা তোমার সিম অন করতে গেলাম আর কেনইবা এমনটি হল।
এতদিন থেকে একটিবারও মনে হয়নি সিমটি দেখার কথা আজকে কেন মনে হল।
আসবে না? একটিবার এফবি-তে আসলে কি হয়? এত ঘুমাতে হয়!
তুমি কোন সময় ঘুম থেকে উঠবে? আমিত তোমাকে কলই দিতে পারব না।
আমার ঘুম আসছে না কি করব? বোঝতে পারছি না, আজকে দেখা হবে কি না? দেখা যদিও হয় তোমাকে আমার মনের সব কথা বলার সময় হয়ত পাব না।
যদি তুমি আমাকে আমার ভাইদের কাছ থেকে নিতে পার আমি খুব খুশি হব। আমি জানি না সেদিন কখন আসবে যখন তুমি বিশ্বাস করে আমাকে বিয়ে করতে চাইবে। যদি, তুমি আমাকে বিয়ে না কর আমি দোয়া করি তুমি অনেক সুইট একটা বউ পাবে, যে তোমাকে অনেক বেশি সম্মান করবে, ভালবাসবে, বিশ্বাস করবে, আমার মতন .... মেয়ে হবে না। আমার কসম তুমি তোমার বউয়ের কাছে কখনও আমার কথা বলবে না। তোমার সুন্দর বাচ্চা হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে। হয়ত আমার কথা তোমার মনেই থাকবে না।
তুমি চিন্তা কর না, আমি যদি বেঁচেও তাকি তোমার সুন্দর সংসার নষ্ঠ করব না। আমি জানি না তুমি আমাকে কেন ভালোবেসেছিলে? সত্যি ভালোবেসেছিলে বা এখনও ভালবাস? তুমি আমাকে কত শতবার ভালবাসার কথা বলেছ কিন্তু আমি বলিনি। আজকে আমার খোব বেশি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলতে ইচ্ছা করছে। আমি বোঝছি না আমার কি হইছে, খোব বেশি অস্বস্তি লাগছে। আজকের পর থেকে তোমার যে কোন একটি পথ বেঁচে নিতে হবে। তুমি কি চাও, আমাকে বিয়ে করতে? না দূরে সরে যেতে?
ধ্যত মোবাইলে চার্জ নেই, এখন কি করি?
আমি রাত্রেও ঘুমাই নি, এখনও ঘুম লাগছে না। সবসময় যেদিন আমরা দেখা করেছি, তাঁর আগের দিন তুমি ঘুমাতে না কিন্তু এইবার ব্যতিক্রম হয়েছে।
(শ্যাম বালিকার লিখা চিঠি, সূবর্নের সাথে তার বিয়ে না হলেও অনেক সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে!)
লেখাটি সম্পূর্ন সিলেটি ভাষায় ছিল।
ছবিসূত্র- ফেসবুক ও গুগল।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১
কালনী নদী বলেছেন: thank you for your nice compliment but that was also true!
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
আমিই মিসির আলী বলেছেন: আহা!
এত আবেগ ক্যান!
গল্পে ভালো লাগলো।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭
কালনী নদী বলেছেন: শ্যামবালিকা! সে আবেগি বটে, সাথে সাথে বড় অভিমানিও।
তাইতো প্রতিউত্তোরের অপেক্ষা না করে রাগ করে বসে আছে।
উনিংসের সেই গানটির মতন,
ওই দূর পাহাড়ের দ্বারে
দিগন্তেরই কাছে,
বিষন্ন বসে একটি মেয়ে গাইছে!
আপন সূরে . . . .
আমি সেই সূরের টানে,
চোটে চলেছি তাঁর পাণে
তাঁর বেদণার সঙ্গি হতে
সেই সূর আমায় শুধুই ডাকে।
পাঠান্তে, কৃতজ্ঞতা জানবেন বড় ভাইয়া
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
রাজসোহান বলেছেন: গল্পটা আসলে জমে নাই, বেশীই আবেগ দিয়ে ফেলছেন। কিছু টাইপো আছে ঠিক কইরেন, যেমনঃ হাড়িয়ে = হারিয়ে
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই, আরো ভুল থাকলে দয়াকরে বলতে দ্বিধা রাখবেন না, এই লেখাটা যতটা সম্ভব নির্ভুল হতে হবে। এটা সম্পূর্ন কল্পিত নয়, যার সম্পূর্নই বাস্তবিক!
৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯
সুমন কর বলেছেন: আবেগী লেখা। টাইপে সচেতন হতে হবে।
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। যদি ভুর বানানগুলোর সংশোধন করে দিতেন তাহলে কৃতজ্ঞ হই।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩
মুসাফির নামা বলেছেন: একই পরামর্শ আমারও। তবে আবেগটা ঠিকই আছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮
কালনী নদী বলেছেন: ধন্যবাদ!
৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একি কথা বলবো না। ভালো লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
কালনী নদী বলেছেন: দিশেহারা এই হৃদয় আমার,
বড় কষ্ঠ পেয়েছে!
বারে বারে এই আমায় শুধু প্রশ্ন করেছে।
কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে?
সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি। (এ.বি)
সে যে কথা রাখে নি!
৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯
প্রামানিক বলেছেন: আবেগী লেখা। খুব ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
কালনী নদী বলেছেন: আপনি যে এইটা পড়ছেন, আমার কাছে সেটা বহুত বড় একটা পাওয়া! বড় ভাই।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
মিজানুর রহমান মিরান বলেছেন: সহজ সাবলিল লেখায় অনবদ্য আবেগ! বেশ হয়েছে লেখা। ++
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
তিমিরবিলাসী বলেছেন: খোব -খুব
রিলেসন _রিলেশন
কষ্ঠ _কষ্ট
খোশি -খুশি
বাচ্ছা -বাচ্চা
অসস্থি -অস্বস্তি
বেশি টানে নি চিঠি। অল্প বয়সের পাগলামি! যেটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং কেটে গেছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
কালনী নদী বলেছেন: কারেকশান করেছি! আশা করি এইবার ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯
নীলপরি বলেছেন: বাহ , অপূর্ব লাগলো ।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
কালনী নদী বলেছেন: ধন্যবাদ! বোন।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৬
উল্টা দূরবীন বলেছেন: এককথায় ভালো লেগেছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪১
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভ্রাতা!
(ভ্রাতা শব্দটার কপিরাইট দিশেহারা রাজপুত্র)
১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ইস্ কেন যে এত দেরী করে ফেললাম এখানে আসতে । আরো আগেই আসতে পারতাম । সুফিজমের উপর করা একটি মন্তব্যের উপর লিখকের জবাবের প্রতি উত্তর দিতে গিয়ে প্রায় পৃষ্টা দুয়েক লম্বা হয়ে যাওয়ায় আপনার এত সুন্দর লেখাটায় আসতে দেরী হয়ে গেল । মূল সিলেটি লিখাটি হলে আর ভাল লাগত , একটু ভিন্ন মাত্রার বৈচিত্র আসতো । ঘুম ঘুম ভাবটা প্রকট থাকায় এখন খুটিয়ে খুটিয়ে পড়তে পারলামনা সংরক্ষন করে রাখলাম , কালণি নদী পারের দু একজন বন্ধু আছে , একসাথে বসে গল্পটি চুটিয়ে পড়ব । আমার এখানে এখন ভাল গল্পের মংগা চলছে । আশা করি অাপনার গল্পটি টিপাই এর বাধ ভাংগা জুয়ারের মত গল্পের মংগাকে ভাসিয়ে নিয়ে কালণীর কুলে ভীরে মরমী কবি আাদুল করিমের কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে বলবে ------ কি বলবে সেটার জবাব আপনার গল্পে খুঁজব।
ধন্যবাদ চমৎকার একটি গল্প উপহার দেয়ার জন্য।
ভাল থাকুন এ কামনা খাকল ।
০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪০
কালনী নদী বলেছেন: ভাই, now just reading out your long detailed reply about that (পাহাড়ের রুট (মূল) আছে যাতে পৃথিবী না হেলে পড়ে!) comment. one of my friends from chatok told me that hills are the roots of the earth as like as trees and ocean! now I have to read out the whole thing of your article right now.
আপনি যে এসে আমার লিখাটি পড়েছেন, সেটা আমার কাছে অনেক বড় পাওনা ভাইয়া। শুকরিয়া!
ভাইয়া মনে হয় ছাতক উপজেলার বাসিন্দা, সেখানে আমারও অনেক বন্ধু আছে এবং প্রায়ই ঘুড়তে যাওয়া হয়। আমি বোঝতেছি না গল্পটা আপনাদের কতটা ভাল লাগবে তবে শ্যামবালিকা আর সূবর্নের গলপটা বাস্তবিক, এটা সত্য।
এখন যাচ্ছি আপনার (ব্লগে ব্যয়ীত সময় কতটা আখিরাতের কাজে লাগছে : প্রেক্ষিত অত্র ব্লগের একটি পোষ্ট) পুরো লেখাটা পড়ে আসতে।
সবসময় ভাল থাকেন, এই কামনায় শুভ রাত্রি ।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১
সোজোন বাদিয়া বলেছেন: এটিতো কবিতা!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪
কালনী নদী বলেছেন: আপনি বললে, তাই! প্রিয় কবি
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কলেজ জীবনে এমন অাবেগ অামারও ছিলো । সময়ের সাথে সাথে কতকিছুই না বদলে যায়! ভালো হয়েছে ।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭
কালনী নদী বলেছেন: ধন্যবাদ, সাধক ভাই!
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন:
ভালোলেগেছে
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন।
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম, বালুবাসাময় লিখা!
প্রথম প্যারার শেষের থেকে তৃতীয় লাইনে, যাথে এর জায়গায় যাতে হবে।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫
কালনী নদী বলেছেন: আপনিত অনেক সুন্দর করে দড়িয়ে দিয়েছেন
শূদ্ধ করে নিয়েছি! আশা করি ভবিষ্যতেও এভাবে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ আপনাকে
১৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০২
চাঁদগাজী বলেছেন:
এই লেখায় কি কোন রকমের ভালোবাসার চিহ্ন আছে? থাকলে, আনি তা বুঝতে পারিনি।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬
কালনী নদী বলেছেন: ঠিকই দরেছেন, ভালবাসার কোন চিহ্ন নাই, শুধু বিরহ ও একাকিত্ব!
১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
আবু মোহাম্মদ নাসিম বলেছেন: লেখাটা পড়ে ভাল লাগলো!আচ্ছা ভাইয়া আমার মনে হয় আপনার বাড়িটা আর আমার বাড়িটা এক এলাকাতেই।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০
কালনী নদী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, বাহ আপনি সিলেট থাকেন?
১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আবেগর ঘোরে ফেইলে দিলেন- তাই আপাতত ছবিতেই চলুক পান
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮
কালনী নদী বলেছেন: আহা এখন আমি প্রতি উত্তর খোজে পাচ্ছি না
Cheer up just for onece!
ধন্যবাদ ভাইটি।
২০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আহ!
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কালনী নদী বলেছেন: শুধু দুঃখ!!!!
ধন্যবাদ ভাইটি, দুঃখ প্রকাশ করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: Too much emotional! not bad at all!!