![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
সুপ্রিয় রাত্রি,
নাবিকের শক্ত হাতে উড়েছে মাস্তুল
জাহাজে চেপেছে নিশিত যাত্রী!
অন্ধকার, আধারে এক চিলতে হারিয়ে যাওয়া
যা কিছু চাওয়ার ছিল সব কিছুতে না পাওয়া।
বেদুঈনের বেদের মেয়ের পায়ের নূপুর
রোদঝড়া কড়া রোদের অশান্ত দূপুর।
চলতি পথের হারিয়ে যাওয়া গানের সুর
বিষণ্ণ সাঁঝের কৃজ্ঞচূড়ার বনের মধ্য দুপুর।
সুদীর্ঘ রজনী,
তার দিঘল কেশের মধুর গ্রাণে ঘুমন্ত নগরী
হাসনাহেনার সুবাসে ফুটিল মুকুল প্রভাতের প্রাক্ষালে!
সময়ের আবর্তনে বেলার দায়িত্বহীন বিসর্জন
বিষণ্ণ মনের নির্বোধ অভিমানের অনুশোচনা
নির্ঘুম রাত হয়ে দু চোখে গড়ালে, জীবনের শেষকালে।
---অচেনা কাউকে চিঠি লেখা কারও অজানা হয়ে,
ঠিকানা বিহিন রঙিন খামে।
০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৩
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাকে অনেক পরে পেয়ে ভাল লাগছে। কিছুদির ইন্টারনেট থেকে দূরে আছি তাই সবাইকে অনেক মিস করি।
সবসময় ভাল থাকেন এই প্রত্যাশা রইল।
২| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ! বেশ গভীর!! কয়েকবার পড়লাম।
০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৯
কালনী নদী বলেছেন: ঈদানিং আর সময় করে ইন্টারনেটে আসা হচ্ছে না তাই আগের পোস্টটি ড্রাফটে নিছি।
অনেক প্রশ্নে জবাব সময় নিযে দিতে হয়।
পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ভাল লাগা রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়ু।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:১৬
কালনী নদী বলেছেন: ধন্যবাদ দাদা!
৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,
মোটামুটি ছিমছাম কবিতা । সমুদ্র থেকে মরুসাহারা, শেষে ঘুমন্ত নগরীতে নিয়ে গেলেন পাঠককে ।
এতো ঘোরাঘুরিতে মনে হয় বেশ কিছু টাইপো রয়ে গেছে । শুধরে নিলে ভালো লাগবে আরও ।
শুভেচ্ছান্তে ।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:১৮
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিশেষ করে যত্নের সাথে পাঠ করার জন্য। আমি যতটুকু সম্ভব ঠিক করতে চেষ্ঠা করেছি আর কিছু ভুল থাকলে দড়িয়ে দিতে ভুলবেন না।
অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৩
সোজোন বাদিয়া বলেছেন: ভাব এবং ভাষা উভয়ই অতি সুন্দর, চমৎকার।
বেশ কিছু বানান সমস্যা রয়ে গেছে, তবে আগের চেয়ে উন্নত হয়েছে। আপনি একটা কাজ করতে পারেন। আমি জানি You 'write drunk, edit sober.' লেখার সময় বানান ঠিক করতে গেলে নেশা ভেঙ্গে যাবে। যখন 'সোবার' থাকবেন তখন সন্দেহজনক বানানগুলো হাইলাইট করে পর অভিধান দেখে মিলিয়ে নেবেন। ভাল থাকুন।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:২২
কালনী নদী বলেছেন: খুব ভাল একটি ব্যাপার বাতলিয়ে দিয়েছেন, আসলেই আমি এরকম আগে ভেবে দেখি নি। চাইলে সব লেখা নোটে নিয়ে গিয়েও অফলাইনে সংশোধন করাটাও সম্ভব। সময়মতন ভাল একটি উপায় বাতলিয়ে দিয়েছেন পরম বন্ধুর মতন। অসংখ্য কৃতজ্ঞতা জানবেন।
আর সব সময়ের মতন পাশে থাকায় অসংখ্য ধন্যবাদ।
৬| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:৪০
মুসাফির নামা বলেছেন: অনবদ্য কবিতা, আপনার লেখা কবিতাগুলোর মধ্যে সবচেয়ে ভাললেগেছে।আর এই টাইপো ঠিক করেন না কেন? এটাতো কবিতায় একদম অবাঞ্চিত।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:২৬
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সহোদর আর টাইপোগত সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত সেটা কাটিয়ে উঠতে সর্বাত্তক চেষ্ঠা করছি আর আপনাদের সহযোগিতাও সেক্ষেত্রে অনবদ্য। অসংখ্য ধন্যবাদ।
৭| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:২৭
অগ্নি সারথি বলেছেন: অচেনা কাউকে চিঠি লেখা কারও অজানা হয়ে,
ঠিকানা বিহিন রঙিন খামে। -অসাধারন।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:৪৮
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণাদায়ক।
দুঃখিত ভাইয়া ববস প্রতিযোগিতায় দুঃখজনক ফলাফলের জন্য। এখনও স্কোরবোর্ড দেখলে যে কেউ স্বীকার করতে বাধ্য হবে আপনার কৃতিত্ব।
ক্রমানুযায়ি নিচ থেকে, প্রবীর বিধানের ব্লগ = ১১৩
ইতুর ব্লগ = ৪২৪
ইস্টিশন ব্লগ= ৪৭৭
অগ্নি সারথির ব্লগ = ৬৪৭
একমাত্র জার্মান প্রবাসেই = ৩৬০০
যেখানে উনার ৬০০ কেউ অতিক্রম করা দুঃসাধ্য।
সত্যি ভাই আমার কাছে আপনিই এটার বিজয়ি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পাশে থাকার জন্য। আপনার আর্শীর্বাদ পেয়ে ভাল লাগছে বিষন।
সমসময় ভাল থাকেন আর সুস্থ্য থাকেন।
৮| ০৬ ই মে, ২০১৬ রাত ৩:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: মনকেরে নেয়া কবিতা । অআগাগোড়া পরলাম খুব ভাল লেগেছে । তাছাড়া প্রথম দুটি চরণ
"নাবিকের শক্ত হাতে উড়েছে মাস্তুল জাহাজে চেপেছে নিশিত যাত্রী!" নিয়ে গেছে স্মৃতিকে কাজী নজরুলের কান্ডারী কবিতায় ।
নীচে কবিতাটি দিলাম পাঠে ভাল লাগতে পারে :
কান্ডারী হুসিয়ার
-কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!
০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫০
কালনী নদী বলেছেন: ভালো লাগতে পারে, মানে ভাই্। এটা আমার অনেক প্রিয় একটি কবিতা যা কতবার নিজেনিজে আবৃত্তি করেছি সেটা হিসেব ছাড়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ু!!
মনটা খুশিতে ভরে গেল।
৯| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২২
মিজানুর রহমান মিরান বলেছেন: বেশ চমৎকার কবিতা! অনেক সুন্দর হয়েছে ।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫২
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া!
১০| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে
০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৩
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন!
অজস্য কৃতজ্ঞতা জানবেন
১১| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
চিঠিতে ঠিকানা না থাকলে ভালো, সবাই প্রাপক
০৭ ই মে, ২০১৬ রাত ৯:২৮
কালনী নদী বলেছেন: প্রেরক সম্ভবত ঠিকাহীন আর প্রাপকেরটা থাকতে হবে মনে হয়। ভাইয়া।
পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
১২| ০৮ ই মে, ২০১৬ ভোর ৪:০১
ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের প্রেক্ষিতে লিখছি । বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত পন্ডিত অধ্যাপক ড: সামছুল ইসলামের নিকট থেকে শোন্ কথা । স্বাধীন ভারত বর্ষের জাতীয় সংগীত রচনার জন্য নেতাজী সুবাসচন্দ্রের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষেতে কাজী নজরুল ইসলাম কান্ডারী হুশিয়ার কবিতাটি লিখেছিলেন । নেতাজী সুবাসের হাত ধরে স্বাধিনতা অাসলে এটাই হতো ভারত বর্ষের জাতীয় সংগীত । ড: ইসলাম বংগবন্ধু শেখ মুজিবকেও ব্যাকাতিগতভাবে বলেছিলেন এটাকেই বাংলাদেশের জাতীয় সংগীত করার জন্য। ড: ইসলাম দু:খ করে বলেছিলন বাংলাভাষার মুর্খ পন্ডিতের কথা কেই বা শুনে । প্রিয় কবিতাটিকে প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ রইল ।
০৮ ই মে, ২০১৬ রাত ৯:২৩
কালনী নদী বলেছেন: সেটাই ভাই এইখানে সবকিছুতেই রাজনীতি! আপনাকে ধন্যবাদ ঘটনাটা অবগত করানোর জন্য, ব্যাপারটা আমার জানা ছিল না।
মা দিবসের শুভেচ্ছা জানবেন ভাইয়া!
১৩| ০৯ ই মে, ২০১৬ রাত ২:২৭
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও ধন্যবাদ রইল । দেখা হবে অন্য কোন লিখায় ।
১৪| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৮
অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর ভাবাবেগ মিশ্রিত ভালোবাসার চিঠি, অজনায় ভেসে ভেসে পাক আসল ঠিকানা। রইল শুভকামনা____
দারুণ আবেগ আর কাঙ্ক্ষিত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। শুভ হোক আপনার পথচলা
০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:১৫
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন ভাই।
১৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪
প্রথমকথা বলেছেন:
ভাল লেগেছে কবিতাখানা, খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ রাত ১০:৩৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়+++++