নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আছে জীবনে আমার,,,,,,,,,,,,,

কি আছে জীবনে আমার,,,,,,,,,,,,,,,

জুবেদ

কি আছে জীবনে আমার,,,,,,,,,,,,,,,,,

জুবেদ › বিস্তারিত পোস্টঃ

চার বন্ধুর গল্প,,,,,,,,,,,,,,,,,,

২৫ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:১৯

আমরা ছিলাম চার বন্ধু।চার বন্ধুর নাম একত্র করলে জর্জ হয় অথবা ইংরেজী

j-jar হয়। যার মানে কলসি।আগেকার দিনে মানুষ মাটির কলসিতে পানি রাখতো,যাতে পরিষ্কার এবং ঢান্ডা পানি পাওয়া যায়।কোন এক সময় আমরা চার বন্ধু ছিলাম সেই কলসির মতো।কিন্তু আজ আমরা চার বন্ধু বাস করছি চারটি ভিন্ন জগতে।কতো বিচিত্র এ জীবন।আমি আছি আজ এই ইংলেন্ডে।

আমার আরেক বন্ধু আছে ইরানের মাটিতে।

যাই হোক........................................................................................

আমার আর দুই বন্ধু যারা বাংলাদেশে অবস্তান করছে তাদের মধ্যেই আসল ফিৎনা।দু'জন কেই আমি সমান ভালোবাসি,তাই দু'জনের মধ্যের সমস্যা সমাধান করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি।

তাদের মধ্যে একজন চায়-না অন্য জনের সাথে কথা বলতে।আমার কাছে এটা খুব কষ্টের।

আমি আমার চার বন্ধু নিয়ে একটি কবিতা লিখেছি যা নিছে লিখছি আপনারা ধরে নেবেন আমাদের কার কি নাম।

আর আপনারা কেউ যদি পারেন কিভাবে এ সমস্যার সমাধান করা যায় দয়া করে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,

আশাতে আমি বুক বেধে

বসে থাকি প্রানের প্রিয়া,

দাড়াবে এসে কখন তুমি

লক্ষ বাধা ভেদ করিয়া।





জুঁই ফুলেল মতো তোমায়

বেসে যাবো ভালো,

দশের সাথে মিলে মিশে

জ্বালাবো ঘরে আলো।





জুঁই ফুল যদি ঝরে যায়

বাতাসের ওই বেগে,

এতিম হয়ে কাদঁবো আমি

রজনীর মধ্যে জেঁগে।





রোদে যখন গড়ম লাগে

পশম জ্বলে গায়ের,

নলের পানি দিয়ো ঢেলে

ভালোবাসার মায়া জালে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.