নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অবিবাহিত যুবকের গল্প

এক অবিবাহিত যুবকের গল্প

একজন অবিবাহিত যুবক।

এক অবিবাহিত যুবকের গল্প › বিস্তারিত পোস্টঃ

তুমি কি শুধু নারী\'ই হবে? নাকী আরোও কিছু?

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

প্রিয় অদেখা;
গতরাতে আমার বড়-বোন'কে যখন রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনে তুলে দিতে গেলাম, তখন ট্রেন লেট করতে করতে রাত বারোটা। আগামীকালের খুলনাগামী ট্রেন মিস করার শংকায় আপা ছিলেন মন খারাপ অবস্থায়। কারণ, বাস জার্ণি তিনি একদম সহ্য করতে পারেননা। আমি বললাম, ''আপা, বেশি ইচ্ছে না হলে তুই সন্ধার ট্রেনে চলে যাস। মন খারাপ করে আর কী হবে!''
বছরে একবার বাড়ি আসা আমার বোনটা যাবার সময় খুব বেশি দূর্বল হয়ে যায়। আমার খুব মন খারাপ হয়, আমাদের সবার মন খারাপ হয়, আপার মন খুব খারাপ হয়। আমার আদরের ভাগ্নাটা, যে আমাকে ভালোবেসে ''রাঙ্গা মামা'' বলে ডাকে, তারোও মন খুব খারাপ হয়। দুলাভাইটা; যাবার বেলাতেও তেমন; আসার বেলায় থাকে যেমন। আমার ভুলও হতে পারে। বোনের কষ্ট দেখে; বোনের পক্ষইতো নিতে হয়।
এখন কাজের কথায় আসি;
তুমিওতো কারোও না কারোও বোন হবে, তাইনা? আমি কষ্ট দিলে, তোমার ভাই বা বোন অবশ্যই কষ্ট পাবে, তাইনা?
তাহলে এসো চুক্তি করি, অলিখিত চুক্তি। চুক্তিটা হলো; আমরা আমাদের দিক থেকে চিন্তা করে মানসিক সান্ত্বনা বা কষ্ট নেব, আচরণও তেমন করবো; কী বলো? ঠিক আছে না?
হে অদেখা; তুমি কী শুধুই মেয়েলী শরীর নিয়ে নারী হবে? কারোও খুব ভালো বোনটা হয়ো; কারোও খুব ভালো সন্তানটা হয়ো; কারোও খুব ভালো বউটা হয়ো; কারোও খুব ভালো সহযাত্রী হয়ো।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.