![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভাপতি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
কিছু খবরের কাগজ পড়ে জানলাম, পোপ ঘোষণা করেছেন গত ডিসেম্বরে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল যে, মাদার টেরিজার অলৌকিকতার অকাট্য প্রমাণ তারা পেয়েছে। প্রমাণটি হল ব্রাজিলের স্যান্টোসে বসবাসকারী একজনের মস্তিকে একাধিক টিউমার ধরা পড়ে। এবং মাদারের বিদেহী আত্মা তার সেই টিউমার সারিয়ে দেয়। তাই মাদারকে ৪ সেপ্টেম্বর ২০১৬-তে সেন্টহুড দেওয়া হবে।
পোপ ফ্রান্সিসকে আমাদের Science & Rationalists’ Association of India-র তরফ থেকে জিজ্ঞাস্য, আপনার কাছে আত্মার সংজ্ঞা কী? হিন্দু, ক্রিশ্চান, মুসলিম, ইহুদি ইত্যাদি ধর্মগুলি আত্মার অবিনশ্বরতায় বিশ্বাস করে। কিন্ত তাদের প্রত্যেকেরই আত্মার সংজ্ঞা ভিন্নতর। সর্বধর্মগ্রাহ্য আত্মার কোনও সংজ্ঞা কি পোপ দিতে পারবেন? বিজ্ঞান বলে, আত্মা বলে সংজ্ঞায়িত কোনও সংজ্ঞাই অবিনশ্বর নয়। আত্মা নশ্বর।
মূল বৌদ্ধ ধর্মে আত্মাকে নশ্বর বলা হয়েছে। তাহলে অবিনশ্বর মাদার টেরেজার আত্মা রোগ সারিয়েছেন—এতো অলীক দাবি! জিশুর নামে মিথ্যাচারিতা না করার বিনীত অনুরোধ রাখছি পোপের কাছে।
পৃথিবীর বহু পত্র-পত্রিকায় আমার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে। তাতে আমি দাবি করেছি, আমার বাঁ কাঁধের হাড় ভাঙা। পোপ কি যে কোনও একজন সেন্টের ক্ষমতার সাহায্যে আমাকে সুস্থ করে তুলতে পারবেন? জানি, কোনও ভাবেই এটা সম্ভব নয়। আধুনিক চিকিৎসা পারতে পারে। কিন্তু বুজরুকি কোনও দিনই পারবে না।
আবেগে ভেসে না গিয়ে সততার সঙ্গে বিচার করে তারপর মানুষ গ্রহণ করুক বা বর্জন করুক, এটাই আমাদের অ্যাসোসিয়েশনের প্রার্থনা।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
যুক্তিবাদী্ প্রবীর ঘোষ বলেছেন: ভাইজান ক্রিশ্চান ধর্মে আত্মার ব্যাখ্যা প্রটেস্টান্ট ও পিউরিট্যান্টদের আলাদা। ইসলাম ধর্মে যেমন তিনটে ভাগ আছে। শিয়া, শুন্নি আর আহমিয়া। আর হিন্দুধর্মে আত্মার ডেফিনিশনে নানা মুনির নানা মত। বিস্তৃত জানতে পড়তে পারেন 'অলৌকিক নয়, লৌকিক চতুর্থ খণ্ড।
তাহলে ভাইজান পোপের কি উচিৎ নয় একটা সর্বধর্মের গ্রহণযোগ্য আত্মার কোনও সংজ্ঞাকে গ্রহণ করা?
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭
বিপরীত বাক বলেছেন: হুমম্।
জটিল ঘটনা।
৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
বিজন রয় বলেছেন: লাভ নেই।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
সোজোন বাদিয়া বলেছেন:
লিখেছেন: মূল বৌদ্ধ ধর্মে আত্মাকে নশ্বর বলা হয়েছে। তাহলে অবিনশ্বর মাদার টেরেজার আত্মা রোগ সারিয়েছেন—এতো অলীক দাবি! জিশুর নামে মিথ্যাচারিতা না করার বিনীত অনুরোধ রাখছি পোপের কাছে।
কিন্তু পোপ তো বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে না। খ্রীষ্টধর্ম তো আত্মায় বিশ্বাস করে। যুক্তিটা বেখাপ্পা হয়ে গেল না? যুক্তিচর্চাকে এতো হালকাভাবে নিলে হবে না ভাইয়া।