|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একালের রূপকথা....
জুলেখা বাদশার মেয়ে। সবসময় হাসিখুশী থাকে। কিন্তু এখন জুলেখার মনখারাপ। তাদের রাজ্যে নতুন এক অসুখ ঘরে ঘরে হানা দিচ্ছে....। ভারী অদ্ভুত রকম অসুখ। কেউ এরকম অসুখের কথা আগে শোনেনি। এ অসুখে ইস্কুলে যাওয়া বারন, সাথী-সখীদের সাথে মেশা বারন, খেলা বারন, এমন কি কাছে ঘেষা মানা!
পুর্নিমার চাঁদ ওঠে, মিষ্টি সুরে রাতপাখী ডাকে, সকালে ফুল ফোটে গাছে.... সব কিছু ঠিক চলে, শুধু হয়না সখীতে সখীতে কানাকানি ..... আত্মীয় বন্ধুতে মেলামেশা....মুখ ঢেকে যায় মুখোশে।
রাজকন্যার মন ভাল হয়না। পুর্নিমার চাঁদ বিবর্ন লাগে। মাঝ রাতে ঘুম আসেনা। বারান্দায় এসে দাঁড়ায় সে...
জ্যোৎস্নায় দিগন্ত প্লাবিত....কদম্ব ফুলের ঘ্রান বাতাসে। উদ্যানে কে বাজায় বাঁশী অচিন সুরে? 
রাজকন্যার নজরে পড়তেই সে হটাৎ থেমে যায়।
রাজকন্যা নেমে আসে উদ্যানে....
চারিদিক শান্ত...
প্রহরী ঘুমন্ত....
বাঁশুরিয়া নিজের মনে আবার সুর তোলে....।
রাজকন্যা বলে, 'কে তুমি?
জানোনা, এদেশে খুব অসুখ...'।
"জানি তো...তাই এলাম সুররাজ্য থেকে..."-চাঁদের আলোয় এক মহোময় যুবক রাজকন্যার সামনে।  সে সুরে ছন্দে যেন ভরিয়ে  দেয় উদ্যান...।
অনেক দিন পর রাজকন্যার মন কেমন করে ওঠে....
শরীরে শীহরণ....
আহা্.....
বেঁচেথাকা তাহলে এতকিছুর পরেও ছান্দিক।
রাজকন্যার মন নিয়ে হারিয়ে যায় বাঁশুরিয়া.... 
মনচুরিতে কোন দোষ হয়না....।
 ৩৫ টি
    	৩৫ টি    	 +১১/-০
    	+১১/-০  ২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪২
২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪২
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য পড়ে নতুন কিছু জেনে ভালো লাগছে।
ধন্যবাদ।
২|  ২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩৪
২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! সত্যিই মনচুরিতে কোন দোষ হয় না। কোন বাঁধা দেশকালের গন্ডি তাকে আবদ্ধ রাখতে পারেনা। এমন মোহনীয় বাঁশির সুরে মনের ক্রান্তি ঘুচে যাক। রাজকন্যারা সখিতে সখিতে খিলখিলিয়ে উঠুক।
এ কালের রূপকথা ভালো লেগেছে।  
পোস্টে দ্বিতীয় লাইক। 
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে খুশি হয়েছি। শুভেচ্ছা জানবেন ভাইজান।
  ২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪১
২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: আপনাদের দেখতে এলাম   
 
শুভ কামনা।
৩|  ২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৫৩
২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৫৩
জুন বলেছেন: একালের করোনাআক্রান্ত রূপকথা ভালোলাগলো অনেক।  
+
  ২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৫৭
২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
ফেসবুক কি ছেড়ে দিয়েছেন?
৪|  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:০৩
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর একটি "একালের রূপকথা"র পরিসমাপ্তি হলো ততোধিক সুন্দর চারটি শব্দেঃ "মনচুরিতে কোন দোষ হয় না...."! 
আপনি এখন কেমন আছেন? শুনেছিলাম, আপনার উপর দিয়ে অনেক বিপদ আপদ গেছে। 
দোয়া রইলো....
  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:২৪
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:২৪
জুল ভার্ন বলেছেন: বেঁচে আছি ভাইজান.....
শুভ কামনা।
৫|  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:১১
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:১১
ভুয়া মফিজ বলেছেন: পুরানো আর নতুন রুপকথার ব্লেন্ডিং ভালো লাগলো। তার চেয়েও ভালো লাগলো, অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখে। শীতনিদ্রা অবশ্য শরীরের জন্য হিতকর। তবে সেটা বেশী দীর্ঘস্থায়ী করবেন না। হিতে বিপরীত হতে পারে!! 
  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:২৫
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:২৫
জুল ভার্ন বলেছেন: ভুয়া মফিজকে ভুলিনি   
 
দেখা যায়, কতদিন আপনাদের সাথে থাকতে পারি।
৬|  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:১৮
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:১৮
রানার ব্লগ বলেছেন: চেক করে দেখেন রাজকন্যার মনে ভাইরাস আছে কি না, বলা যায় না, ভাইরাসটা যে ভাবে তার রুপ পরিবর্তন করছে।
  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:২৭
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: হাঃহাঃহাঃ
দুশ্চরিত্র করোনা!
৭|  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১:১১
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১:১১
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: খুব ভালো লাগলো...
  ২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ২:৫০
২৭ শে জানুয়ারি, ২০২১  দুপুর ২:৫০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮|  ২৭ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৩:০৯
২৭ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৩:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন: 
গল্প দিয়ে ছোট একটি নাটক/শর্টফিল্ম বানানো যেতো। গল্প খুব ভালো হয়েছে। -  গুড জব। +++
  ২৭ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৩:২১
২৭ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৩:২১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৯|  ২৭ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৫:১২
২৭ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: একদম আধুনিক রুপকথা।
  ২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৭
২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৭
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
১০|  ২৭ শে জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৫১
২৭ শে জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৫১
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে, ভালো লাগলো।
  ২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৮
২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১|  ২৭ শে জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৭:৫০
২৭ শে জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৭:৫০
মা.হাসান বলেছেন: মন চুরির বিরুদ্ধে আইন থাকা দরকার।
আপনাকে দেখে ভালো লাগলো। সাবধানে থাকবেন। রূপকথাই ভালো, নিরাপদ।
  ২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৯
২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৯
জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।
১২|  ২৭ শে জানুয়ারি, ২০২১  রাত ৮:৫১
২৭ শে জানুয়ারি, ২০২১  রাত ৮:৫১
করুণাধারা বলেছেন: হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম, আপনাকে নিয়ে বিদ্রোহী ভৃগু একটা পোস্ট দিয়েছিলেন সেটা মনে পড়েছিল।
এই ধরনের রূপকথা পড়তে ভালোই লাগে, ++++
  ২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৯
২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৩|  ২৮ শে জানুয়ারি, ২০২১  রাত ১:৩৪
২৮ শে জানুয়ারি, ২০২১  রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: পুরোনো দিনের ধ্যান ধারনা আজকের দিনের রুপকথা।
  ২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৪০
২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: বাদশার মেয়ে জুলেখাই পুরনো  
১৪|  ২৮ শে জানুয়ারি, ২০২১  রাত ২:১৭
২৮ শে জানুয়ারি, ২০২১  রাত ২:১৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার একটা গল্প পড়লাম ।
  ২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৪১
২৮ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৫|  ২৮ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৫:২৩
২৮ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৫:২৩
মিরোরডডল  বলেছেন: 
ওয়েলকাম ব্যাক জুল ভার্ন । 
বাদশার মেয়ে জুলেখা আর চাঁদের আলোয় মোহময় যুবকের রূপকথা নিয়ে প্রত্যাবর্তন আনন্দময় হয়ে উঠুক ।
  ২৯ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৫৫
২৯ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১২:৫৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬|  ২৯ শে জানুয়ারি, ২০২১  রাত ১১:২২
২৯ শে জানুয়ারি, ২০২১  রাত ১১:২২
আড়ালি বলেছেন: এ কালের রূপকথা বেশ সুন্দর হয়েছে ।
  ৩০ শে জানুয়ারি, ২০২১  সকাল ১০:২৯
৩০ শে জানুয়ারি, ২০২১  সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৭|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১  সকাল ১১:১৫
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১  সকাল ১১:১৫
নতুন নকিব বলেছেন: 
আপনার প্রত্যাবর্তনে নিশ্চিন্ত হলাম। অনেক দিন থেকে চিন্তিত ছিলাম। 
যাক, দোআ করছি, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার সাথে সুস্বাস্থ্যে সপরিবারে শান্তি এবং সুখে রাখুন।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১  বিকাল ৪:০৩
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১  বিকাল ৪:০৩
জুল ভার্ন বলেছেন: আমীন।
১৮|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ৮:৫১
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ৮:৫১
জুন বলেছেন: সে প্রায় অনেক বছর হলো ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৮
২৭ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৮
নীল আকাশ বলেছেন: কৃষ্ণের বাশির সুর লহরীর কথা মনে পড়ে গেল।
ভগবান শ্রীকৃষ্ণ কি ধরণের বাঁশি বাজাতেন?
শ্রীকৃষ্ণ তিন প্রকার বাঁশি ব্যবহার করেন।তার একটিকে বলা হয় বেণু, অন্যটি মুরলী এবং আরেকটি বংশী।
১) বেনু অত্যন্ত ছোট,তাতে ৬ টি ছিদ্র থাকে।
২) মুরলীর দৈর্ঘ্য প্রায় আঠারো ইঞ্চি।যাতে এক প্রান্তে ১ টি,গায়ে ৪ টি ছিদ্র।বংশী প্রায় ১৫ ইন্ছি।তাতে ৯ টি ছিদ্র থাকে।
শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই বাঁশি গুলো ব্যবহার করেন। তবে আরেকটি বাঁশি আছে যা আরও বেশী লম্বা,যাকে বলা হয় মহানন্দ ও সম্মোহিনী। একে আকর্ষণীও বলা হয়।
৩) এর চেয়ে যদি লম্বা হয় বাঁশি সেটা আনন্দিনি।এই আনন্দিনি বাঁশি ব্রজ গোপবালক সখাদের অত্যন্ত প্রিয়।এর আর একটি নাম বংশুলী।এই বাঁশি গুলি কখনও মনিরত্ন খচিত থাকে।কখনও তা মর্মর দিয়ে তৈরী হয়।এবং কখনো বাঁশ দিয়ে তৈরী হয়। বাঁশি যখন মনি রত্ন দিয়ে তৈরী হয় তখন তাকে বলে সম্মোহনী। আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরী হয় তাকে বলে আকর্ষনী।
রাজকন্যার মন হরন করা বাঁশুরিয়া কোনটা বাজাচ্ছিল?