নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বিষাদের উত্তরাধিকার....

১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬

বিষাদের উত্তরাধিকার....

আমি হাজার হাজার বছর ধরে পিঠে বিষাদ বেঁধে হেঁটে চলেছি। আমার বাবা, আমার মা তার মা তার বাবা…
একইভাবে এগিয়ে গেছে আমার মতই।
পিঠ থেকে নামিয়ে চোখের কোলে বসিয়ে তাদের নোনা বাতাস খেতে দিয়েছি, বুকের ভিতরে হু হু শ্বাসে বিছনা পেতে শুতে দিয়েছি।
পথে পথে সকলে হা হুতাশ করেছে বারবার। কিন্তু কেউ কখনো বলেনি, বিষাদের বস্তা পিঠ থেকে নামিয়ে রাখলেই সোজা হয়ে চলা যায়।

বস্তাখানা আমার মা তার বাবা তার মা আমি কোনোক্রমে ধরে আকাশে ছুঁড়ে দিতে পারলে তা মেঘ হয়ে যেতে পারত আরামে! বৃষ্টি হয়ে ভাসিয়ে দিতে পারত আমার লবনাক্ত উপত্যকা নিশ্চিন্তে! কিন্তু...

আমার পিছনে আমার ছেলে, তার মেয়ে, তার মেয়ে…
বিষাদের বস্তা পিঠে নিয়ে হাজার হাজার বছর ধরে ন্যুব্জ, ভিজে, এগিয়ে আসছে।
আমিও যে বলব, তার আর উপায় নেই। ততদিনে আমি, আমার মা, তার বাবা...আমরা সবাই মূক, বধির।

হাজার হাজার বছরের কোনো একদিনও কেউ আসলে কাউকে বলে দেয় না, বিষাদ ফেলে দিলেই ঝকঝকে শিরদাঁড়া পাওয়া যায়।

অনেক ঘুরেছি আমি; অনিশ্চয়তার অন্ধকার বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে হতাশা!
পরম্পরায় বিষাদের উত্তরাধিকার....
পাখির নীড়ের মতো চোখ তুলে কেউ জিজ্ঞেস করবেনা
'এতদিন কোথায় ছিলেন?’

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৬

জুন বলেছেন: বিষাদের কাব্য। আমাদের হাটাও একদিন শেষ হয়ে যাবে কালের পরিক্রমায়। সুন্দর রচনা। +

১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আমি ভেবেছিলাম-আমার এই লেখায় কেউ মন্তব্য করবেইনা! আপনিই বন্ধাত্ব ঘুচালেন! :)

আবারও ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: প্রেমে পড়েছেন নাকি?

১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: আমি আজন্মের প্রেমিক :)

৩| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবনানন্দের সেই বিখ্যাত কবিতার বিষাদ রূপ দিয়েছেন। ভালো হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.