নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকি.....

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:০২

লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকি.....

নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার কয়েকটি লাইনঃ-

“আজ্ঞাবহ দাস, ওরে আজ্ঞাবহ দাস
সারা জীবন বাঁধলি আঁটি,
ছিঁড়লি বালের ঘাস,
আজ্ঞাবহ দাসমহাশয়, আজ্ঞাবহ দাস!
যতই তাকাস আড়ে আড়ে,
হঠাৎ এসে ঢুকবে গাঁড়ে,
বাম্বু ভিলার রেকটো–কিলার,
গাঁট–পাকানো বাঁশ,
আজ্ঞাবহ দাস রে আমার, আজ্ঞাবহ দাস।”

আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই সবখানেই ‘ক্ষমতা’ দেখানোর চেষ্টা করেন৷ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে এই প্রবণতা বেশি৷
জবাবদিহিতা না থাকায় এই প্রবণতা দিন দিন বাড়ছে৷ আবার গণতান্ত্রিক সংস্কৃতির অভাবের জন্যও এই প্রবণতা বাড়ে৷ তবে দম্ভ দেখানোর মানুষ খুব বেশি না৷

ছাত্রনেতাদের বিরুদ্ধে ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগের খবর সবচেয়ে বেশি৷ বিশেষ করে যখন যে সরকার ক্ষমতায় সেই সরকার সমর্থক ছাত্রনেতাদের বিরুদ্ধেই এই ধরনের ক্ষমতা দেখানোর অভিযোগ বেশি৷ আবার যেনো তেনো প্রকারে প্রত্যাশার চাইতে বেশী কাচা টাকার মালিক বনে গেলেও ক্ষমতা প্রদর্শনের আস্ফালন বেড়ে যায়। আর শুধু ছাত্রনেতা নয়৷ পাড়ার গুন্ডা মাস্তান চাঁদাবাজ সব অপপেশার মানুষের বিরুদ্ধেই এমন অভিযোগ৷

"তুমি তোমার ক্ষমতাকে গোপন রাখো। গোপনেই তা মানুষের কল্যানে ব্যায় করো। যা দেখিয়ে বেড়াচ্ছো তা আমার পোষা কুকুরও দেখাতে পারে। সাত পুরুষের জমানো কড়ি দিয়ে যা কিনেছি তা ছেড়ে দেব, অথবা আমাকে দমিয়ে রাখা যাবে এ কল্পনা করার মত নির্বোধ কেন তুমি?"- ফেসবুকে আমার একটা লেখার অংশ বিশেষ।

"খালি কলসি বাজে বেশী"।
ভরা কলস বাজে না। প্রকৃত জ্ঞানী গুণী, ভালো মানুষ নিজের ঢোল নিজে পেটায় না। প্রকৃত শিক্ষায় মানুষকে বিনত করে। নম্র করে। ভরাট ও স্থিতধী করে। নিজেকে জাহির করার প্রবৃত্তি থাকে না কোনো প্রকৃত শিক্ষিত মানুষের। মানুষ আমৃত্যু শিক্ষার্থী। অনুক্ষণ জীবন ও প্রকৃতি আমাদের শিক্ষা দিয়ে চলেছে। সেই পাঠ গ্রহণ করলে আমরা কি ছোট হয়ে যাই? কিন্তু মানুষ সর্বদা নিজেকে বড় করার এক অদম্য প্রতিযোগিতায় ছুটে চলেছে। একটু সুযোগ পেলেই 'আমি শ্রেষ্ঠ, আমি মহান মানব দরদী'- নানান উছলায় তার অলিখিত নিজেই প্রচার করতে উঠেপড়ে লাগি। ছলে বলে কৌশলে যতক্ষণ না অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণিত করতে পারছি- ততক্ষণ শান্তি নেই আমাদের।

"আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার
সংসারে সে বড় হয়, বড় গুণ যার।
গুণেতে হইলে বড়, বড় বলে সবে
বড় যদি হতে চাও, ছোট হও তবে।"- হরিশচন্দ্র মিত্রের লেখা 'বড়ো কে' নামের এই ছড়া কবিতাটি শিশু শ্রেণী পড়েছি।

তবে আমার কিন্তু ছোট হতে বেশ লাগে।
আমি সত্যি সত্যিই সবার বিনত শিক্ষার্থী। কত কিছু যে শেখার আছে পৃথিবীতে। বিশেষ করে একেকজন মানুষ যে সত্যিই কী গভীর জ্ঞানের সমুদ্র! বিস্ময় লাগে। অথচ তাঁরা কত শান্ত, অবারিত। কত নিরহংকার। এ-প্রসঙ্গে প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ওয়াজেদ মিয়া, ডক্টর এমাজউদ্দীন স্যারের নামটা মনে আসছে। কী তাঁদের পান্ডিত্য! কী পড়াশোনা! অথচ কী নিরহংকার! এরকম আরও অনেক অনেক মানুষ রয়েছেন। যাঁদের প্রতি শ্রদ্ধাবনত হয়ে থাকতে ইচ্ছে করে।

হজরত মুহম্মদ (সাঃ) উহুদে লুন্ঠিত এবং লাঞ্চিত হয়েছিলেন। আলেকজান্ডার দ্যা গ্রেট ৩২ বছর বয়সে ইহলোক ছাড়েন। আর চেংগিস খান! যিনি বাগদাদ ও বসরায় মাত্র দেড় ঘন্টায় ১৭ লক্ষ সাধারণ নিরীহ মানুষ হত্যা করেছিলেন, তিনি মরেছেন তার সবচে প্রিয় এবং বিশ্বস্ত ঘোড়াটির পিঠ থেকে পরে। নমরুদ মরেছিল ক্ষুদ্র একটি মশার কারণে। তাই বলি, ক্ষমতা দেখিও না। লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকো।
এসবের ফল ভালো হয় না।

সবার জন্য শুভ কামনা।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথম কবিতাটি দারুণ হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪১

জুল ভার্ন বলেছেন: এখানে পারফেক্ট কবিতা হতো- জ্যোর্তিময় নন্দী’র লেখা "হরিদাস পাল" কবিতাটি পড়ে মিলিয়ে নিন সমার্থক চরিত্রটিকে.........

“অই যে চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, যেন সারা দীন-দুনিয়ার যাবতীয়
দায়ভার তারই বৃষ স্কন্ধে কেউ চাপিয়ে দিয়েছে;
যেন সে পটল তুললে দুনিয়া এতিম হয়ে যাবে।

কিন্তু অই চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, জানে না যে ওর মতো কত শত
বালস্য বাল, হরিদাস পাল পৃথিবীর-প্রকৃতির
প্রগাঢ় প্রস্রাবের ফেনায় ভেসে গেছে।”

২| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:



আজ্ঞাবহ দাসের খুব একটা অভাব নেই বাংলায়।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪২

জুল ভার্ন বলেছেন: আমাদের প্রভু না থাকলেও ঘরে ঘরে দাসের অভাব নাই।

৩| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৫

বিষাদ সময় বলেছেন: মনে হচ্ছে আপনিও বেশ ক্রোধান্বিত...... :)

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১

জুল ভার্ন বলেছেন: তেমন মনে হলে বলবো, আমার সম্পর্কে আপনার ধারণা অত্যন্ত ক্ষীণ।

৪| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৬

ঢাবিয়ান বলেছেন: চোর না শুনে ধর্মের কাহানী

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৩

জুল ভার্ন বলেছেন: চোরের দশ দিন, গৃহস্থের একদিন..... চোর ধরা পরলে গণপিটুনি থেকে রক্ষা নাই।

৫| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৮

কামাল৮০ বলেছেন: যার ক্ষমতা আছে সেই দেখায়।যার ক্ষমতা নাই সে দেখাবে কি ভাবে।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৪

জুল ভার্ন বলেছেন: সেটাই।

৬| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থাকতে চাই পারি কই?
আমিতো ভাই ফেরেশতা নই!

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: "যে সহে, সে রহে"- বি প্রাক্টিস।

৭| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৮

মেহেদি_হাসান. বলেছেন: ক্ষমতা প্রদর্শন করা এখন ফ্যাশন হয়ে গেছে। সমাজে তো বটেই এখন পরিবারে এবং সংসারেও ক্ষমতা প্রদর্শন করা হয়

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: ইতিহাস স্বাক্ষী, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ.....

৮| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪০

অপু তানভীর বলেছেন: কে জানি একবার বলেছিলো, যে প্রকৃত ক্ষমতাবান সে কখনই নিজের ক্ষমতা প্রদর্শন করে না, যে প্রকৃত জ্ঞানী সে কখনই নিজকে জ্ঞানী বলে জাহির করে বেড়ায় না আর যে প্রকৃত বড়লোক সে কখনই টাকার গরম দেখায় না !

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: একমত।

৯| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



আমি শপথ করে ঘোষণা করছি যে, আমার প্রধান মন্ত্রীর সাথে কোনো আত্মিয়তা বা পরিচয় বা যোগাযোগ নাই।
সরকারী দল বা বিরধী দল, বিএনপি, জামাত অথবা অন্য কোনো দলের নেতা নেত্রীদের বেলাতেও একই বক্তব্য।
রাষ্ট্রপতি বা অন্য কোনো মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, বা সরকারী কর্মকর্তার বেলাতেও একই বক্তব্য।
আর্মি, নেভী, বিজিবি, পুলিশ ইত্যাদি বাহিনের লোকজনদের বলাতেও একই বক্তব্য।
দেশ বা বিদেশের যেকোনো মাধ্যমের সেলিব্রেটির বেলাতেও একই বক্তব্য।
আমার আর্থিক সামর্থ অতি নগন্য, সংসার চলে যায় কষ্টেসিষ্টে।
আমি অতি নিরিহ ব্লগার। আমার কোনো ক্ষমতা নাই, তাই ক্ষমতা প্রদর্শনের কোনো টেনশনও নাই।

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: আমার মতো দুর্ভাগা কেউ নাই- যদি হ্যাডম ওয়ালা কেউ থাকতোই তাহলে বান্দরেও ভেংচি দিতে পারতনা।

১০| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:০৮

ককচক বলেছেন: অহংকার পতন তরান্বিত করে। ইবলিশ মহাজ্ঞানী হওয়া সত্বেও বিতাড়িত হয়েছে স্রেফ অহংকার এবং আত্মগরিমার কারণে।
যে শিক্ষা, যে জ্ঞান অন্যের প্রতি সম্মান প্রদর্শনে বাধা হয়ে দাঁড়ায়, অসহিষ্ণু করে তুলে সেই শিক্ষা বা জ্ঞান সভ্যতার খুব একটা কাজে লাগেনা।

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: খুব তাত্বিক কথা বলেছেন- যা সব সময় মেনে চলি।

১১| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:২৫

জটিল ভাই বলেছেন:
এই দিনন দিন নয়, আরো দিন আছে.........

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন: এই প্রবাদটা নিয়েই হুমায়ুন আহমেদ একটা গান লিখেছিলেন- যা একটা বিজ্ঞাপনের জিংগেল হিসেবে কুদ্দুস বয়াতীর কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছিলো।

১২| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৯

পাঠক০০৭ বলেছেন: ক্ষমতা সবাই দেখাতে চায়। কারন ক্ষমতা প্রদর্শনেরই জিনিস। যেমন উপরের মন্তব্যে জটিল ভাই বললেন, এই দিন দিন নয় আরো দিন আছে। যদি ঠান্ডা মাথায় বিবেচনা করা যায়, তাহলে এই উক্তিটি কিন্তু ক্ষমতা প্রদর্শনেরই ইংগিত বা উদ্দেশ্যে অনেক সময় ব্যবহৃত হয়। সুযোগ পেলে আপনি আমি ইনিয়ে বিনিয়ে যে কোনভাবেই ক্ষমতা দেখাবোই - এটা আমাদের স্বভাব। আপনিও এর ব্যতিক্রম নন।

দিন শেষে সবচেয়ে বড় গুন হচ্ছে - ক্ষমা এবং বিনয়।

আমাদের সমাজে এর অভাব তীব্র। আমেরিকায় একজন ইন্দোনেশিয়ান মুসলিম তার ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এটাকে কেউ ব্যাখ্যা করেছে ধর্মীয় ফ্যানাটিজম হিসাবে আবার কেউ ব্যাখ্যা করেছে উদার ও মহত্ব দিয়ে। এটা প্রমান করে আমাদের সবার দেখার চোখ এক নয়। কে কিভাবে দেখবে, এটা তাঁর নিজস্ব ব্যাপার।

সম্ভবত কেউ আপনার বিরুদ্ধে কিছু বলতে চেয়েছে বা ক্ষমতা দেখাতে চেয়েছে। আমি মনে মনে যার কথা ভাবছি, যদি তিনি সেই ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি হাসিমুখে রাজি হয়ে যান এবং বলুন, ' তোমাকে আমি ক্ষমা করেছি। এর পিছনে তুমি মহত্ব বা অন্য কিছু খুঁজতে যেও না। তারচেয়ে ভাবো বা ধরে নাও আমি ভয় পেয়েছি। তোমার মগজের সক্ষমতার ভিত্তিতে এটাই সেরা ব্যাখ্যা। অন্য কিছু যৌক্তিক চিন্তা করে শুধু শুধু ব্রেনকে কষ্ট দিও না।'

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: ক্ষমতার ক্ষমতা, অস্রের ক্ষমতা, টাকার ক্ষমতা, আগুনের উত্তাপ- চেপে রাখতে পারেনা।

ক্ষমতা দেখতে আমি প্রস্তুত.......

১৩| ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৬

শেরজা তপন বলেছেন: ডঃ ওয়াজেদ সন্মন্ধে জেনেছিলাম, নিরহংকার, ভদ্র জ্ঞানী মানুষ!
তবে ডঃ এমাজউদ্দিন সন্মন্ধে খুব বেশী জানা নেই।
প্রথম কবিতাটা এই প্রথম শোনা- দারুন!
আপনার এই ক্ষোভ বা অসন্তোষ এখন দেশের সব সচেতন নাগরিকের ক্ষোভের বহিপ্রকাশ!

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২১

জুল ভার্ন বলেছেন: নবারুণ ভট্টাচার্য্য আমার অন্যতম প্রিয় কবি। তার প্রতিটা কবিতা সমাজের রক্তচক্ষু ওয়ালাদের জন্য ক্ষেপনাস্ত্র!
আরও একজন কবি আছেন আমাদের চট্টগ্রামের 'জ্যোর্তিময় নন্দী’র লেখা "হরিদাস পাল" কবিতাটি পড়ে দেখবেন।

শেরজা তপন ভাই, আপনি-আমি-আমরা যারা ব্লগের শুরু থেকেই আছি- তাদের মধ্যে কেউ কখনো দেখেছেন আমি নিজে কাউকে আক্রান্ত না হয়ে অযথা নুণ্যতম কটু মন্তব্য করেছি? আমি যদি কখনো কোনো সমালোচনা করি- তাও পরোক্ষ ভাবে ব্লগারের নীতিমালার বাইরে করিনা। আমি ৭ বছর পর ব্লগে ফিরে আসার পর থেকে ৩/৪ জন ব্লগার আমার নাম/আইডি মেনশন করে প্রতিনিয়ত রুটিন করে বিষোদগার করেই যাচ্ছে- তারপর আমি কারোর নাম না নিয়েই মৃদু আত্মরক্ষা করেছি- যার জন্য জীবন নাশের আশংকা করছি!
আমার জন্য দোয়া করবেন যেনো গুপ্ত হত্যার শিকার না হই।

১৪| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রতি উত্তরের কবিতাটিও দারুণ।

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১০

ফুয়াদের বাপ বলেছেন: আহ! এরকম দিল ঠান্ডা হওয়া পোষ্ট পড়ার জন্যই মনে হয় ব্লগটাকে এতো ভালবাসি। বিনম্র শ্রদ্ধা লেখকের প্রতি। পজিটিভ গুনগুলো মগজে পিনের মতো গেঁথে নিতে পারলে জীবন হবে সুন্দর।

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.