নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বয়স বাড়লে নিরাশ হবেন না......
বয়স বাড়লে অর্থাৎ বুড়ো হলে মানুষ নিজেকে অপাঙ্ক্তেয় মনে করেন। তাকে অন্যরা, এমনকি নিজের ছেলে মেয়েরাও পাত্তা না দেওয়ায় হীনমন্যতায় ভোগেন। বার্ধক্য কি সত্যিই অপ্রয়োজনীয় হয়ে পড়ে? যৌবন তো সত্যিই মূল্যবান। অনেক কিছু করার থাকে।কিন্তু বার্ধক্য কি সত্যিই বৃথা যায়?
** এবার প্রকৃতির দিকে একবার তাকিয়ে দেখা যাকঃ-
ফলের মধ্যে, ডাব যেখানে ১২০ টাকা দাম, শুকনো নারিকেল সেখানে ৮০ টাকা। ডাঁসা পেয়ারা সবাই পছন্দ করে, অনেকেই পাকা পেয়ারা পছন্দ করেন না। কচি শশা সবার পছন্দ, পাকা শশা তেমন কেউ পছন্দ করে না। ঢেঁড়স, লাউ, পটল ইত্যাদি কচি হলে পছন্দ করেন। বুড়ো হলে কেউ তো তাকায়ই না। অর্থাৎ যৌবনের জয়জয়কার।
** আবার দেখুন, যে কাঁচা পেঁপে ৩০ টাকা প্রতি কেজিতে, তা পাকলেই ১০০ টাকা হয়ে যায়। আম, বেল ছাড়াও অনেক ফল পাকলেই মূল্যবান। মাছের বেলায় কম বয়সী মাছ/কম ওজনের কাতলা, রুই মাছের দাম কম। বেশি ওজনের, মানে বেশি বয়সের মাছ হলেই বেশী দাম।
** এবার আসুন মানুষের ক্ষেত্রে। সিনেমার নায়ক নায়িকা কম বয়সী হলে বেশি আকর্ষণীয়। খেলার জগতে কম বয়সীরা বেশি উৎকর্ষতা দেখায়। বয়স বাড়ার সাথে সাথে ওই পদ থেকে অব্যাহতি নিতে হয় প্রাকৃতিক কারণে। চাকরিতে কম বয়সীদের ঢুকতে হয় এবং বেশী বয়সে চাকুরিতে উচ্চপদে উঠতে পারে। দৈহিক কুশলতার এবং দীর্ঘকাল সার্ভিস প্রাপ্তির জন্য যুবকদের অগ্রাধিকার দেওয়া হয় কিন্তু অভিজ্ঞতা অর্জনের জন্য বেশী বয়স বিরাট ফ্যাক্টর।
** এবার দেখুন বয়স্ক হলে কি হয়ঃ-
ডাক্তারের যত বয়স বাড়ে, তার চিকিত্সার দক্ষতা ততো বাড়ে একটা সময় পর্যন্ত। শিক্ষকদের ক্ষেত্রে পড়াশোনা বজায় রাখলে, বয়সের সাথে সাথে তার শিক্ষা দানের দক্ষতাও বাড়ে। বয়সের শেষ দিকে এমন অভিজ্ঞতা সম্পন্ন হয়। প্রকৃত সত্যানুসন্ধানীরা বয়স্কদের সাহচর্য পছন্দ করেন। রাজনৈতিক দলের নেতারা বুড়ো হলে কেমন অভিজ্ঞ হয়। কবি সাহিত্যিকদের ক্ষেত্রে তাদের উৎকর্ষতা বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে। এই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ শেষ বয়সে "শেষের কবিতা" রচনা করে যুবক প্রেমিক প্রেমিকাদের তাক লাগিয়ে দিয়েছেন। বয়স্কদের ওকালতি, ব্যবসাতে সফলতার সম্ভাবনা বেশি হয়ে থাকে। এককথায়, মগজের কাজটা বয়স বাড়লে একটা সময় পর্যন্ত ভালো হতে থাকে। অভিজ্ঞতায় পূর্ণ হয়। অবশ্য ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে।
আমরা লক্ষ্য করেছি- অনেকেই বয়স্ক লোকদের অসম্মান করে, তাচ্ছিল্ল করে "বুইড়া" সহ আরও অনেক নোংরা শব্দে অভিহিত করে। এই কুস্বভাবের মূল উতস হচ্ছে- সেইসব পরিবারের সন্তানের মায়েরা বাবা/দাদাকে "বুইড়া" সম্ব্বোধন করে- অর্থাৎ এটা পারিবারিক শিক্ষা।
** প্রকৃতির শ্রেষ্ঠ ফল আমের দিকে একবার তাকিয়ে দেখুন। মুকুল থেকে আরম্ভ করে পাকা পর্যন্ত। বিভিন্ন বয়সে সে তার বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ। প্রথমে কম বয়সে সে কত ঝড় ঝাপটা সহ্য করে। কিছু অকালে ঝরে পড়ে। আর যারা টিকে যায়, তারা বৃদ্ধ বয়সে সকলের রসনা তৃপ্ত করে। মানুষের বয়সও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম সেবা, পরিতৃপ্তি হয়ে এই সমাজের নানাবিধ উপকার করে আসছে। অতএব,
বয়স্ক মানেই বুড়ো নয়, আর বুড়ো মানেই ফেলনা নয়।
** অতএব, বুড়ো হলে মন খারাপ করবেন না। সবকিছু না পারলেও অনেক কিছুই করা সম্ভব। অন্ততঃপক্ষে, প্রকৃতি সেই নির্দেশই দেয়। তাই আপনার পছন্দসই কাজের মধ্যে ডুবে থাকলে, সম্ভাবনা তত্ত্ব থেকে বলা যায়, আপনি কিছু না কিছু পাবেনই। অর্থ প্রাপ্তি ছাড়া ও শান্তি প্রাপ্তি ও কম হবে না। আর আপনাকে লোকে খোঁজ করবে। সাহচর্য চাইবে। অকাজের লোককে কেউ খোঁজ করে না- এটাও অনেক বড়ো স্বস্তি।
নিজ অভিজ্ঞতায় বুঝতে পারি- ৬০ বছর পার হলেই বার্ধক্যের সব আলামত আস্তে আস্তে শুরু হয়। বুড়ো হতে থাকলে নিরাশ হবেন না। মনে আশা রাখবেন। যথাসম্ভব যতটুকু পারেন, পছন্দসই কাজ নিয়ে সময় কাটান। দেখবেন বাজে চিন্তা করার সময় পাবেন না।
শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান সাহেবের গতকালের একটা কবিতা "জীবন চক্রের স্বাস্থ্য বুলেটিন" পড়ে এই পোস্ট লেখার প্রেরণা পেয়েছি।
২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: আমার প্রথম পছন্দ শিশু, তারপর বয়স্কজন।
২| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫১
ইমরোজ৭৫ বলেছেন: টাইম।
২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৩
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। জীবনে সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
৩| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৬
ইএম সেলিম আহমেদ বলেছেন: সত্যি বলতে ম্যাচিউর হওয়ার পর থেকে আমি বড়দের সহচার্য পছন্দ করি। এমনকি বর্তমানে আমার যত ভাল বন্ধু সবাই আমার চেয়ে ৮-১০ বছরের বড়। বিশেষ করে বৃদ্ধ জ্ঞানী মানুষদের আমি খুব সম্মান করি। তাদের সাথে বসি তাদের অভিজ্ঞতার কথা শুনি। আর যদি শিক্ষিত জ্ঞানী বৃদ্ধ মানুষ পায় তাহলে তো জমে খির, ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দিতে পারি। আফসোস এমন বৃদ্ধের সংখ্যা খুবই সীমিত।
২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: ছেলে বেলা থেকেই আমার মেলামেশা বড়োদের সাথে। আমি যখন ক্লাস থ্রীতে ভর্তি হয়ে হোস্টেলে যাই, তখন আমার সহপাঠী বন্ধুদের চাইতে নাইন/টেনের ছাত্রদের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সেই ধারাবাহিকতা আমার সারা জীবনের। অন্যদিকে শিশু এবং বয়স্ক আমার পছন্দের তালিকায়। ইঁচড়েপাকাদের আমি মোটেই পছন্দ করিনা।
আপনার জন্য শুভ কামনা।
৪| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
বুড় হওয়ার আগে নিজেকে কিছু কাজ গুছিয়ে রাখতে হচ্ছে। এবং দুই-একটা ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে থাকতে হবে।
২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৫| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৪
গেঁয়ো ভূত বলেছেন:
সুন্দর লেখা। আমাদের ডাব-শশা কিংবা পেঁপে-আম নয়, মানুষ হওয়ার সাধনা করতে হবে।
২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩১
জুল ভার্ন বলেছেন: অবশ্যই। অথচ কী দুর্ভাগ্য! আমরা একশ্রেণীর নাদান ডাব-শশা কিংবা পেঁপে-আমকেই জীবন ভেবে কতইনা অহংকার করি!
৬| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: আসলে বয়স শুধুই একটা সংখ্যা মাত্র, আমি ২০ বছরের অনেক বুড়ো দেখেছি আবার ৬০ বছরের তরুণ দেখেছি।
বয়স বাড়ার সাথে সাথে মানুষ স্মৃতি কাতরতায় ভুগে, যে কারণে সবকিছুই অতীত দিয়ে বিচার করে।
২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: অবশ্যই বয়স একটা সংখ্যা মাত্র। তবুও বয়সের সাথে সাথে অনেক কিছু বদলে যায়-সেটাকেও অস্বীকার করার উপায় নাই।
আপনি ঠিক বলেছেন- বয়স বাড়ার সাথে সাথে মানুষ স্মৃতি কাতরতায় ভোগে। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি- ১৫/১৬ বছর আগে যখন ব্লগে লেখালেখি শুরু করেছিলাম তখনকার লেখালেখির সাথে বর্তমান লেখালেখির ধরণের মধ্যেই সেটা ফুটে ওঠে।
৭| ২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আচরণ ও পারসোনালিটি চেঞ্জ - বয়স্ক জনগনের মধ্যে একটি পরিচিত সমস্যা!; আমার এই লেখাটা পড়েছেন কি?
২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৭
জুল ভার্ন বলেছেন: আগে খেয়াল করিনি কিম্বা দেখিনি তাই পড়ার সুযোগ ছিলো না। তবে এখানে আপনার ট্যাগিং দেখে পড়েছি। সত্যিই অসাধারণ সুন্দর করে লিখেছেন বয়স্কদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।
৮| ২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: আমার গতকালের কবিতাটি আজ আপনাকে এ পোস্ট লিখতে প্রেরণা যুগিয়েছে জেনে আমি নিজেও প্রাণিত বোধ করছি। এ স্বীকৃতির জন্য ধন্যবাদ।
"বয়স্ক মানেই বুড়ো নয়, আর বুড়ো মানেই ফেলনা নয়" - যথার্থ বলেছেন।
স্বাস্থ্য যদি ঠিক থাকে, আমি মনে করি ৮০ বছর পর্যন্ত মানুষ প্রোডাক্টিভ থাকতে পারে (শারীরিক, মননশীলতা, শিল্প সাহিত্য সৃষ্টি, ইত্যাদি সব অর্থে)।
প্রৌঢ়ত্ব এবং প্রাক বার্ধক্য মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।
আপনি মানব জীবনকে প্রকৃতির সাথে তুলনা করে যে উপমাগুলো উপস্থাপন করেছেন, তা স্ববাখ্যাত এবং সহজবোধ্য।
২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৯
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অগ্রজ। আপনার সুন্দর লেখাটি এবং এক শ্রেণির অর্বাচীনদের বয়স্কদের প্রতি অসহিষ্ণুতা লক্ষ্য করে এই পোস্ট লিখতে প্রেরণা পেয়েছি।
৯| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৫
কামাল৮০ বলেছেন: ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো সম্পর্ক থাকলে দূরত্ব বাড়বে না।সেটা অনেকে পারে না।তাদের দুরত্ব বেড়ে যায়।
২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৫
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন শ্রদ্ধেয়।
১০| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩১
জ্যাকেল বলেছেন: বয়স বাড়ছে। বুড়ো বয়েসে একা একা থাকতে কার লাগে ভাল? তার চে জমদূত এসে নিয়ে যাক, বেচে যাই।
২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৭
জুল ভার্ন বলেছেন: মৃত্যুর জন্য মোটেই ভীত নই, তবে বেঁচে থাকার বিড়ম্বনার কথা ভেবে সত্যিই বিচলিত।
১১| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৭
ক্যাঁচাল ভাই বলেছেন:
বয়স বাড়া কি মানুষের ক্যাঁচাল করার অভ্যাসের উপর কোনো প্রভাব বিস্তার করে?
২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৯
জুল ভার্ন বলেছেন: বয়স্করা ক্যাচাল করেনা, তবে কেউ পায়ে পাড়া দিয়ে ক্যাচাল করতে এলে ছাড়া দেয়না।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪২
শাওন আহমাদ বলেছেন: বৃদ্ধ মানুষের ভক্ত আমি আমার শৈশব থেকেই। তাদের কথা ,গল্প, স্মৃতিচারণ সবই আমার পছদের তালিকায়। আমি আমার একটা বন্ধুর সাথে আড্ডা দিয়ে যে আনন্দ পাই তারচে ঢের বেশি আনন্দ পাই একজন বৃদ্ধ মানুষের সাথে আড্ডা দিয়ে।