নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সবকিছু চুরি হয়ে গেলো......

২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪০

সবকিছু চুরি হয়ে গেলো......

আমাদের একটা বিকেল ছিলো,
আমাদের পড়ন্তবেলার মিঠে রোদের মাঠ ছিলো!
আমাদের সন্ধ্যা হতো আজানের আওয়াজে,
কিন্তু সে সব চুরি হয়ে গেলো!

আমাদের একটা মুষলধারে বৃষ্টিরবারবেলা ছিলো,
তখন গায়ে থাকতো কাঁদা,পায়ে বল;
আমাদের একটা কালবৈশাখীর সন্ধ্যা ছিলো!
লোডশেডিং-এ প্রদীপ জ্বালা ঘর আর হেরিকেন,
কিন্তু সে সব চুরি হয়ে গেলো!

চুরি করে আমসত্ব, আচার খাওয়া হয়না আর!
কারণ বোয়ামটাও চুরি হয়ে গেছে,
আচার হবে কি করে রোদটাও তো চুরি হয়েগেছে......!

বিকেলে কেন কোনো ডাকেই চিঠি আসে না,
ধুলো জমা ডাকবাক্স অপেক্ষা করে,
আস্তে আস্তে মরচে ধরে হৃদয়পুরের তালায়।

আস্তে আস্তে কয়েক মাস করে.... হয়তো বছর.. হয়তো.....যুগ...জীবন সবটাই চুরি হয়ে গেলো!
কাসফুল ক্যাপ-বন্ধুক সব হারিয়ে গেছে,
সঞ্চিতা- সঞ্চয়িতা আর শরৎ রচনাবলি আজও পাঠ পড়িয়ে যেতে চায়,
কিন্তু তাও পিডিএফে!
আমাদের শিউলি-ছাতিমের মতোই নতুন বই-এর গন্ধ চুরি হয়ে গেলো!

আমাদের তালপাতার সিপাই, রান্নাবাটি, লুকোচুরির কোনো খোঁজ আছে?
হাওয়াই মিঠাইর খোঁজ পাওয়া যায়?
ঘুড়ি, কাগজের নৌকো আর প্লেন পাঠায়,
সঙ্গে যায় বেলুন!
শেষবার গিয়ে কেমন যেনো গেলো হারিয়ে,
হয়তো কোনো বারমুডা ট্রায়াঙ্গেলে,
রামধনুর খোঁজে.....সব হারিয়ে গেলো....
আসলে ওদেরও কেউ চুরি করে নিয়েছে!

লাইক, শেয়ার, কমেন্টে এখন বাঁধা পড়েছে জীবন,
অদৃশ্য শিকলেও চুরি হয়ে গেলো....!
স্ক্রিনশর্ট আর হোয়াটস্যাপে বন্দী থেকেও চুরি হয়ে গেলো,
সব চুরি হয়ে গেলো!
সবকিছু চুরি হয়ে যায় এইভাবেই...

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫০

মিরোরডডল বলেছেন:




জুল ভার্নের লেখা ????
দারুণতো, সেইরকম হয়েছে !



২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৩

জুল ভার্ন বলেছেন: জ্বি আপু, জুলভার্ন এর লেখা....ফেসবুক মেমোরি ফিরিয়ে দিয়েছে।

২| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলেই চুরি হয়ে গেলো।

নচিকেতা একটি গানের কথা মনে পরে গেলো।

ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে,
গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।
এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিৎকার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।



প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা,
আমাদের স্বপ্ন, আমাদের চেতনা।
কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ-বোধ,
ন্যায় নীতি ত্যাগ করে, মানুষ আপোস করে,
চুরি গেছে আমাদের সব প্রতিরোধ।
এর পর কোনো রাতে, চাকরটা অজ্ঞাতে,
সামান্য টাকা নিয়ে ধরা প’ড়ে হাতে নাতে।
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।



প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা,
প্রতিদিন চুরি যায় আমাদের ভালবাসা।
জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা,
সংঘাত্ প্রতিঘাত্ দেয়ালে দেয়ালে আঁকা,
তবু চুরি যায় প্রতিবাদের ভাষা।
কখনো বাজারে গেলে, দোকানী কিশোর ছেলে,
কাঁপা কাঁপা হাত নিয়ে, ওজনেতে কম দিলে,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৪

জুল ভার্ন বলেছেন: নচিকেতার গানটা শুনেছি এবং আমার এই কবিতায় সেই গানের প্রভাব আছে।

৩| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৯

অপ্‌সরা বলেছেন: হুম কত সুন্দর ছিলো আমাদের দিনগুলি।

এ যুগের ছেলেমেয়েরাও লিখবে একদিন এমনই কোনো ছেলেবেলার গান...... সব শৈশব কৈশোরই যার যার মত সুন্দর!

যার কাছে যার ছেলেবেলা

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৪

জুল ভার্ন বলেছেন: আমাদের বর্তমান প্রজন্ম লেখালেখির প্রতি যথেষ্ট অনিহা.....আশা করি এই অনিহা থেকে বের হয়ে আবারও সৃজনশীল লেখার প্রতি উৎসাহী হবে।

৪| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৭

কামাল৮০ বলেছেন: আপনি কোন দেশে বাস করেন।বাংলাদেশে আজানের আওয়াজ বেড়ে গেছে।আমি অবস্য আজানের আওয়াজ শুনিনা বহু দিন।আমার আশে পাশে কেন মসজিদ নেই।

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫৩

জুল ভার্ন বলেছেন: আমি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশেই বাস করছি। ঢাকা শহরে এখন ফজরের আজান শোনা যায়, অন্যান্য ওয়াক্তের আজানের শব্দ শব্দদূষণ গ্রাস করে ফেলে। চলে আসুন আজানের আহবানে, নিজ নিজ ধর্মের পথে। শুভ কামনা কমরেড।

৫| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৯

জ্যাকেল বলেছেন: B-)কবিত্ব খুব চমৎকার জিনিস!

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় জ্যাকেল।

৬| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

ককচক বলেছেন: আসলেই আমাদের সবকিছুই চুরি হয়ে গেছে। আমরা দিনদিন রোবট হয়ে যাচ্ছি।

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫৬

জুল ভার্ন বলেছেন: সত্যিই তাই। আমরা যান্ত্রিক হয়ে গিয়েছি। আমাদের মানবিকতা, সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে।

৭| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪১

ক্যাঁচাল ভাই বলেছেন:
তা আপনাদের যুগে ক্যাঁচালের অবস্থা কেমন ছিলো তা যদি একটু বিবৃত করতেন........ :)

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫৭

জুল ভার্ন বলেছেন: ক্যাচাল তখনও ছিলো তবে বর্তমানের মতো ভয়াবহ ধ্বংসাত্মক ছিলো না ভাই।

৮| ২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৭:০৭

জগতারন বলেছেন:


আমাদের বাড়ির দক্ষি-পূব দিকের বিলটাও চুরি হয়য়ে গেছে।
সেই বিলে শুকনো মৌশুমে মাছ ধরতে যেতাম। কোন দিন শিং মাছের গুতায়
ঘন্টার পর ঘন্টার চিৎকার করে কেঁদে কাটিয়ে দিতাম সাড়াবেলা।
আমি হ্যারিকেনের আলোয়ে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পাশ করেছি।
তাল পাতা মা হলুদ দিয়ে সিদ্ধ করে তা শুকিয়ে আব্বা পেরেগ দিয়ে বাংলা বর্নমালা এবং ১ ঠেকে ১০ পর্যন্ত লিখে দিয়েছিলেন। সেই বর্মালা বাশের কুঞ্চি দিয়ে কলম বানিয়ে কয়লা গূড়ি করে সুলেখা কালির খালি দোয়াত ভরে তা পানিতে গুলিয়ে কালি বানিয়ে বাশের কুঞ্চির কলম দিয়ে ঘুরিয়ে বর্নমালা শিখেছি। গ্রামের প্রাথমিক স্কুলে বাড়ি থেকে ছালা নিয়ে যেতাম। সেই ছালা বিছায়ে স্কুলে ছোট ওয়ান ও বড়ো ওয়ান পর্যন্ত পড়েছি। ক্লাশ টু'তে এসে বেঞ্চে বসেছি। এক বেঞ্চে আট জন ছাত্র ও ছাত্রী বসতাম। সেই বেঞ্চে বসে কত যে ঠেলে ঠেলি করেছি। ক্লাশ থ্রী'তে ও তাই। ক্লাশ ফোরে এসে হাই বেঞ্চে বসেছি। এ বার মেয়েরা অন্য বেঞ্চে বসতে আরম্ভ করেছিল। সেই ধারা ১০ম শ্রেনী পর্যন্ত বজায় ছিল।

সেই সাধু ভাষায় পড়াশোনা করার দিন এবং সেই সরলতা ও আন্তরিকতার দিনগুলোর কথা খুব মনে পড়ে।
.।.।

আপনার কবিতাটি খুব ভালো লাগলো।
ভালো থাকবেন সমবয়সী কবি লিখক ভাই।

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ৮:০৭

জুল ভার্ন বলেছেন: আপনি হারিয়েছেন প্রাকৃতিক বিল, আমি হারিয়েছি আশৈশবের প্রিয় খেলার মাঠ ধানমণ্ডি মাঠ। যে মাঠের ধুলোবালি কাদামাটির ছোঁয়ার বড়ো হয়েছি সেই ধানমণ্ডি মাঠ এখন কঠিন নিরাপত্তায় ঘেড়া শেখ জামাল ক্রীড়া কমপ্লেক্স এর নামে এলিটদের পানশালা...

মাছ ধরার প্রতি আমারও প্রচন্ড আগ্রহ ছিলো, তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম.....

ক্লাস থ্রি পর্যন্ত পড়ালেখায় আপনার সাথে আমার মিল থাকলেও বিশ্ববিদ্যালয়ের জীবন এর আগে পর্যন্ত আমাদের কো এডুকেশন ছিলো না....

খুব ভালো লাগছে আমার একজন সমবয়সী ব্লগ বন্ধু পেয়ে।

শুভ কামনা নিরন্তর।

৯| ২৬ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

শেরজা তপন বলেছেন: সবকিছু এমনি করে হারিয়ে যায়- হারিয়ে যাবে, হারিয়ে যেতে বাধ্য! দুর্দান্ত লিখেছেন।

তবে আমার কি মনে হয় ভাই, এখনো বেঁচে আছি এইতো ঢের! আমি নিজেই হারিয়ে গেলে হারিয়ে যাওয়ার গল্প কে বলবে?
আমদের সাথে একসাথে শুরু করে কত বন্ধুজন মাঝপথে হারিয়ে গেল!!!

২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

জুল ভার্ন বলেছেন: সব হারিয়ে যাবে, সেই সত্য যেনেও যতদিন বাঁচবো কল্যাণকর কিছু করার জন্য সচেষ্ট থাকবো, এটাই হোক বেঁচে থাকার উদ্দেশ্য।

১০| ২৬ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৩

কামাল৮০ বলেছেন: প্রায় ভুলেই গিয়েছিলাম কমরেড শব্দটা।প্রায় পয়তাল্লিশ বছর পর শুনলাম।লাল রং আমার প্রিয় । চুয়ান্ন বছর আগে লালঝান্ডা পড়ে যাত্রা শুরু।মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

জুল ভার্ন বলেছেন: আপনি জেনে অবাক হবেন, মুক্তিযুদ্ধের পর যখন আবার ক্যাডেট কলেজে ফিরে গেলাম ততদিনে আমি বামধারার রাজনৈতিক মতাদর্শের একজন..... ন্যাপের প্রধান মহিউদ্দিন আহমেদ আমার নিকট আত্মীয়, কবি আবুল হাসান আমার ফুফাতো ভাই ছাড়াও আমার বেশ কয়েকজন নিকট আত্মীয় বামপন্থী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত.... আমিও তাতে সংক্রমিত..... ক্যাডেট কলেজেও সেটা গোপন থাকেনি....অনেক চেষ্টা তদ্বির করে বেঁছে গিয়েছিলাম...... কাজেই কমরেড শব্দটা আমার মননশীলতায়!

১১| ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান ভীষণ ভালো লিখেছেন++

২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ❤️

১২| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৬

শাওন আহমাদ বলেছেন: সত্যিই আমাদের সব চুরি হয়ে গেছে!

২৬ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৯

জুল ভার্ন বলেছেন: আবার নতুন করে সব গড়তে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.