নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মানুষ নিয়ে অদ্ভুত খেলা....

২৬ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮

মানুষ নিয়ে অদ্ভুত খেলা....

আমি আমার একটা ব্যক্তিগত ইন্টারেস্টিং ইনফো দিয়ে নেই। সেটা হচ্ছে আমি যখন নতুন কোন মানুষের সাথে কোন আলাপে এঙ্গেজ হই বা অংশ নেই। আমি প্রথমে সেই মানুষটাকে, তার চোখে-মুখের দিকে তাকিয়ে তাকে ”পড়ার” চেষ্টা করি। কিংবা আলাপে অংশ যদি নাও নেই, একজন অপরিচিত পথিক রাস্তা দিয়ে হেটে যাচ্ছে, সেই মানুষটাকে ”পড়ার” চেষ্টা করি। মানুষ দেখে, মানুষের নাম শুনে একটা ধারণা করার অভ্যাস আমার আজন্মের। যেমনঃ কামাল, হুমায়ুন, মামুন, ইসতিয়াক, নুরুল ইসলাম কিম্বা যেকোনো নাম শুনলেই মনে মনে সেই নামের মানুষ সম্পর্কে একটা আধ্যাত্মিক ধারণা কিম্বা অনুমান করি.....

আবার সম্পুর্ণ অচেনা অজানা কোনো মানুষ আমার চোখে পরলে সেই মানুষটার কি নাম হতে পারে, কি পেশায় নিয়োজিত তেমন একটা আন্দাজ, আধ্যাত্মিক ধারণা কিম্বা অনুমান করি.....তারপর আমার অনুমান নিশ্চিত হতে সেইসব মানুষের সাথে কথা বলি....অবাক বিস্ময়- আমার অনুমানের সঠিক পরিসংখ্যান ৬০/৪০!

২৩ জুন আমি সড়ক পথে বরিশাল থেকে ঢাকা ফিরছিলাম। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৩ জুন থেকে ২৬ জুন সকাল পর্যন্ত জাজিরা-মাওয়া ফেরি সার্ভিস সীমিত/নিয়ন্ত্রিত করা হয়েছে। ফলতঃ রাজধানীর সাথে সড়ক যোগাযোগে দক্ষিনাঞ্চলের সকল যানবাহন দৌলতদিয়া -আরিচা- পাটুরিয়া নির্ভর হয়েছিল। আমাদের গাড়ি সহ কয়েক হাজার গাড়ি এবং যাত্রীরা প্রায় দশ ঘন্টা সড়ক এবং ফেরিঘাটে আটকে পরে। এই বিরক্তিকর অপেক্ষমান সময়টা আমি আমার চোখের সামনের মানুষের নাম পেশা নিয়ে ধারণা করতে থাকি.....

আমি দুই শ্রেণীতে মোট ২২ জন মানুষকে টার্গেট করি। এর মধ্যে প্রথম দশজনের ধর্মীয় লেবাস ছাড়া ধর্মীয় পরিচয় নির্ধারণ করি। তাদের মধ্যে ৫ জন মুসলিম, ৪ জন হিন্দু এবং একজন খৃষ্টানধর্মালম্বী- এখানে আমার অনুমান শতভাগ সঠিক হয়েছিল। অবশিষ্ট ১২ জনের কল্পিত নামের ৪ জনের নাম সঠিক হয়। একজনের নামের আংশিক (আমি ধারণা করেছিলাম লোকটার নাম বোরহান উদ্দিন হবে কিন্তু লোকটার নাম মাহতাবউদ্দিন) সঠিক হয়েছিল। আর পেশাগত বিষয় আমার ধারণা ৮ জন সঠিক হয়।

সাদা লুংগী পরা এক লোক দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ফেরির জন্য অপেক্ষা করছেন। কিশোর দুই সন্তান ঝালমুড়ি খেয়েছে। তারপর পেয়ারা খেয়েছে। কিছুক্ষণ পর সিদ্ধ ডিম খেয়েছে... মধ্যবয়সী লোকটা পরিবারের সবাইকে নিয়ে চা খেয়েছে। মনে মনে লোকটার পেশা বলেছিলাম ব্রয়লার মুরগির দোকানী। পরিচিত হয়ে জানলাম সত্যি সত্যিই সে ব্রয়লার মুরগির আড়তদার!

তখনও ভোরের সূর্য উদয় হয়নি। একজন সানগ্লাস পরা ২৪/২৫ বছরের সুঠামদেহী ভদ্রলোক....তার সানগ্লাসের উপর একটা স্টিকার সাটানো- যা তুলে ব্যবহার করেনি....(হয়তো নতুন সানগ্লাস প্রমাণ করতেই)! যদিও সেনা নৌ বিমান বাহিনী, পুলিশ, আনসার, র‍্যাব সবাই ছোট চুল রাখে...তবুও ছোট চুলের এই ভদ্রলোককে বিজিবি (সাবেক বিডিআর) সন্দেহ করি এবং পরিচিত হয়ে নিশ্চিত হই- তিনি বিজিবি'র সদস্য। তিন বাহিনীর নন কমিশন/জুনিয়র কমিশনদের মধ্যে এয়ারফোর্স সদস্যদের চেনা সহজ। আমার অবজারভেশনে- এয়ারফোর্স সদস্যরা অন্য যেকোনো বাহিনীর সদস্যদের চাইতে স্মার্ট এবং শিক্ষিত।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিমান বাহিনী নন কমিশনড পদে অনেক আগে থেকেই একটু শিক্ষিত লোকদের নেয়া হয় অন্যান্য বাহিনীগুলির চেয়ে। ফলে পার্থক্য বেশ পরিষ্কার। তবে এখন হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে।

আপনার পর্যবেক্ষণ শক্তি এবং অভিজ্ঞতার কারণে আপনার অনুমান সত্যি হয় বেশীর ভাগ ক্ষেত্রে।

২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬

জুল ভার্ন বলেছেন: হ্যা ঠিক বলেছেন। সশস্ত্র বাহিনীর মধ্যে বিমান ও নৌ বাহিনীর জেসিও রা বেশী শিক্ষিত এবং স্মার্ট। তবে সেনাবাহিনীর কমিশন্ড অফিসারগণ স্মার্টনেসে অন্যান্য বাহিনী থেকে এগিয়ে।

মানুষের মধ্যে নাম, চেহারায় এবং কর্মে একটা অন্তর্নিহিত মিল আছে যা ৭০% মিলে যাবে.. একটু গভীর গভীর ভাবে পর্যবেক্ষণ করলেই প্রমাণ পাবেন। আবাস অমিল হলে একেবারেই শতভাগ অমিল হবে।

২| ২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: মানুষকে দেখে, তার আচার আচরণ পর্যবেক্ষেণ করে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, তার পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং তার সমাজ এবং পরিবার সমন্ধে হয়োতো বেশ কিছু ধারণা পাওয়া যেতে পারে। কিন্তু নাম অনুমান করার বিষয়টাকে আমার কাছে প্রায় অসম্ভব বলে মনে হয়, তবে মানুষের নাম দেখে তার সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। কেউ বলে মানুষ চিনা দায়, আবার কেউ বলে মানুষ চেনা যায়, আমার মনে হয় দুটোই সঠিক।

সরকারি চকুরি করে এমন কোন মানুষের কথা যখন শুনি তখন আমার মাথায় কিছু বিষয় ঘুরঘুর করে যা ৯০% ক্ষেত্রেই মিলে যায়।

২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪০

জুল ভার্ন বলেছেন: আপনি আপনার পরিচিত ৫ জনের নাম নিয়েও একটা পর্যবেক্ষণ করে দেখবেন কাকতালীয় ভাবে ৭০% মিলে যাবে। তবে সব চাইতে বড়ো সত্য হচ্ছে এই জগৎ সংসারে মানুষের চাইতে জটিল কোনো চরিত্র নাই। কাজেই মানুষ চেনা সহজ নয়।
ধন্যবাদ।

৩| ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ্যিক আচার আচরণ দেখে পেশা অনুমান করাটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগেনি। শ্বাস পোশাক এর মধ্যেও প্রেসার পরিচয় ফুটে ওঠে ফুটে ওঠে কথাবার্তার মধ্যে বাকিটা কথা বললে অনুমানের সত্যতার‌ পরিচয় মেলে। যাইহোক দীর্ঘ যাত্রায় মানুষের নোটিফিকেশন করেও সুন্দর সময় কাটে এদিক দিয়ে আপনার প্রচেষ্টাটা নিঃসন্দেহে প্রশংসনীয়।

২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৮

জুল ভার্ন বলেছেন: আসলে আমি যা লিখেছি তা ধ্রুব সত্য নয়, জাস্ট টাইম পাস! তবুও এসব করে কেউ যদি নিজে নিজে আনন্দ কিম্বা আত্মতুষ্টি লাভ করে ক্ষতি কি! আসুন, সময় সুযোগ থাকলে আপনিও চেষ্টা করে দেখুন। ❤️

৪| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৬

কামাল৮০ বলেছেন: প্রতিটা মানুষর চেহারা আলাদা কিন্তু প্রতিটা মানুষ দেখতে মানুষের মতো।স্বভাব চরিত্রে মানুষ মোটাদাগে অল্প কয়েক রকম।বড়জোর ৪/৫ রকম।মানুষ সম্পর্কে একটা ধারনা করাই যায়।কিন্তু ধারনার উপর নির্ভর করা ঠিক না।

২৬ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৮

জুল ভার্ন বলেছেন: একমত।

৫| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
আপনার এই লেখা পড়ে একটা কৌতুক মনে পরলো প্রিয় ভাই। কিন্তু আপনার সম্মানার্থে প্রকাশের সাহস করলাম না :)
শুভ কামনা রইলো :)

২৮ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: নির্ধিধায় মন্তব্য করতে পারেন। এখানে আমরা সবাই এডাল্ড এবং ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.