নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

তুমি তাদের কাছেই যাবে তারা তোমার মূল্য বুঝবে....

০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪


মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও, এই ঘড়িটা আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা জিজ্ঞেস করলেন- 'দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'

ছেলে বললো- 'একশো টাকা। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা জিজ্ঞেস করলেন- 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে! তারা এই ঘড়ির দাম এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হবে না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে তারা তোমার সত্যিকার মূল্য বুঝবে।

(শোনা ঘটনা, নিজের মতো করে লেখা......)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই গল্পটা শিক্ষনীয়।

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

সৈয়দ কুতুব বলেছেন: শিক্ষনীয়

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: আমরা শিখি না, শুধু শিখাই।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

অরণি বলেছেন: চমৎকার শিক্ষনীয় গল্প।

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক কথা বলেছেন সবার কাছে সবকিছুর মূল্য এক না।

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

জুল ভার্ন বলেছেন: জ্বি ভাই।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৫

আজব লিংকন বলেছেন: বুঝলাম সঠিক মূল্য পাওয়ার জন্য সঠিক জায়গায় য্তে হবে।
ধন্যবাদ।।

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৪

জুল ভার্ন বলেছেন: হ্যা এটাই সারমর্ম।

৬| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই গল্পটা অনেকবার পড়েছি। ভালো লাগে খুব ধন্যবাদ

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.