নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
মূল্যবোধ....
মূল্যবোধ হলো ঐসব চিন্তাভাবনা, আশা-আকাঙ্খা, লক্ষ্য-উদ্দেশ্য, যা মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কার্যাবলীকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে। মূল্যবোধ মানুষের ব্যক্তিগত ব্যবহার ও আচার-আচরণের ওপর ব্যাপক প্রভাব ফেলে এবং সার্বিকভাবে একটি নিয়ন্ত্রক মানদন্ড হিসেবে ভূমিকা পালন করে।
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড। অর্থাৎ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে। স্বাধীনতা, ন্যায়নীতি, সততা প্রভৃতি মূল্যেবোধের উদাহরণ। মূল্যবোধ স্থায়ী নয় বরং পরিবর্তনশীল, বয়স এবং সময় মূল্যেবোধ পরিবর্তন করতে সহায়তা করে। মূল্যবোধের তুলনায় মনোভাব অপেক্ষাকৃত বেশি পরিবর্তনশীল।
মানব জীবনে মূল্যবোধের উল্লেখযোগ্য অধ্যায় গুলি হলোঃ
১, শিশু ও কিশোর জীবনে মূল্যবোধের অনুশীলন।
২, ছাত্রজীবনে মূল্যবোধের অনুশীলন।
৩, প্রকৃত মনুষ্যত্ব ও সে সম্বন্ধীয় মূল্যবোধ।
৪, শিষ্ঠাচার সম্বন্ধীয় মূল্যবোধ।
৫, মিষ্টভাষিতারূপ মূল্যবোধ।
৬, পড়াশুনার পথে বাধা।
৭, বাস্তবতাবোধরূপে মূল্যবোধের অনুশীলন।
৮, চরিত্রগঠনরূপ মূল্যবোধসম্পন্ন হওয়ার শিক্ষা।
৯, বিচারশীল হওয়ারূপ মূল্যবোধের অনুশীলন।
১০, দাম্পত্যজীবনে মূল্যবোধ।
১১, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ।
১২, শিক্ষককুলের প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়ারূপ মূল্যবোধের অনুশীলন।
২৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৬
জুল ভার্ন বলেছেন: একমত।
২| ২৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মূল্যবোধ দুইনাইত থাইকা হারাইয়া গেছেগা
২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫
জুল ভার্ন বলেছেন: সত্যি বলতে, সব ভালই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯
মেহবুবা বলেছেন: ৬ নম্বর টা বুঝতে পারছি না।
আচ্ছা মূল্যবোধ শব্দ টা শুনেছি, চেনা চেনা মনে হচ্ছে ঈষৎ।
২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪২
জুল ভার্ন বলেছেন: ছয় নম্বর এর মর্মার্থ হলো- আমাদের সমাজের উচ্চবিত্ত শ্রেণীর অনেক লোক আছে যারা চায়না নিম্নবিত্ত পরিবারের আত্মীয় স্বজনদের সন্তানেরা মেধাবী হলেও তারা যেনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে। তারা বিভিন্ন ভাবে তাদের লেখাপড়ায় বাঁধা হয়ে দাঁড়ায়। অদম্য মেধাবীদের রুখতে উদ্যোগী হয়ে কেরানীর চাকরি পর্যন্ত দিয়ে পড়ালেখা থামিয়ে দেয়।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
জটিল ভাই বলেছেন:
ব্লগিং-এ অনেকেই মূল্যবোধের ধার ধারে না কেনো ভাই?
২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: কবি কালিদাস বলিয়াছিলেন- "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই"! অন্যদিকে ব্লগ হইল- সৌরজগতের সর্বেসর্বা এই নিয়ে কোন কথা নাই। পৃথিবীর সব চাইতে জ্ঞানী না কি শ্রেষ্ঠ ব্লগার বলে একজন আছেন, তার উপরেও একজন কিম্বা কয়েকজন আছেন যাহাদেরকে 'ব্লগ টিম' বলা হয়- উনারা হইলেন আরও বিরাট কিছু যাহারা 'ব্লগ দিয়া ইন্টারনেট চালায়'!
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মূল্যবোধ না থাকলে ভালো মানুষ হওয়া যায় না।