![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একজন মানুষের মূল্য কত?
প্রশ্নটি ব্যঙ্গার্থে হলেও, বৈজ্ঞানিকের চোখে এ প্রশ্নটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে- সেই প্রসঙ্গে না যাই।
মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই দেশে মানুষের দামই শুধু কমে। এখানেও বাজারের সেই নিয়মই খাটে। সরবরাহ বাড়লে দাম কম থাকে। বাংলাদেশে যেহেতু মানুষের সরবরাহ বেশি, তাই মানুষের জীবনের দাম কম। কখনো লঞ্চ ডুবে, কখনো আগুন লেগে মানুষ মারা যায়। গত পনেরো ষোলো বছর হাসিনার বিভিন্ন বাহিনী অজস্র মানুষ মেরেছে কতো নির্মম নিষ্ঠুরভাবে এবং ফ্যাসিবাদের পতনের আগে গত জুলাই আন্দোলনেতো আকছার গুলি করে অজস্র মানুষ মেরেছে পাখি শিকারের মতো... গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। সর্বপরি বাংলাদেশের সড়ক তো যেন মৃত্যুফাঁদ।
গত সপ্তাহে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে একই স্থানে দুর্ঘটনায় প্রায় ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনদিন আগে সড়ক পথে ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে দুটো সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু দেখেছি। আজ ফেরার পথে দেখলাম দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু.....
পত্রিকায় প্রকাশিত খবরে দেখলাম- চট্রগ্রামের নিহতের ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫০,০০০ টাকা। একটা মানুষের গড় ওজন ৭০ কেজি ধরলে প্রতি কেজির দাম পড়ে (৫০,০০০÷৭০) ৭১৪ টাকা করে। অথচ বাজারে এখন এক কেজি গরুর মাংস ৮৫০/-, খাসির মাংস- ১২০০/- কেজি। তবুও মৃত দেহের কিছুটা দাম থাকলেও আহত হয়ে সারাজীবন পংগুত্ব বরণ করা ব্যক্তিদের জীবনে যন্ত্রণা ছাড়া আর কোনো প্রাপ্তি নাই।
শেষ করছি-
শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার দুটি লাইন লিখেঃ-
"পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় শস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারত!"
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৮
জুল ভার্ন বলেছেন: আমরা যতটা না দুঃসাহসি তার থেকে অজস্র বার নির্বোধ গোঁয়ার। নির্বোধ গোঁয়ার বলেই অমন সব ঝুঁকি নেই!
২| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৩
সামছুল আলম কচি বলেছেন: যুক্তিযুক্ত ও চমৎকার লেখা !!
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের দেশে মানুষ দিন দিন মূল্যহীন হয়ে যাচ্ছে; সবকিছুর দাম বাড়ে মানুষের দাম বাড়েনা।
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৬
জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের সাধারণ মানুষ হচ্ছে বেওয়ারিশ! তাই তাদের জন্য কোনো রক্ষাকবচ নাইএকটা বিড়ির জন্য বন্ধু বন্ধুর প্রান কেড়ে নেয়, একটা হাঁসের জন্য, ছাগলের জন্য ব্রাম্মনবাড়িয়ায় দুই গ্রামের মানুষ বছরের পর বছর ট্যাটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে!
৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: আমরা বাংলাদশি বেশিভাগ মানুষই অনেক সস্তা
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৮
জুল ভার্ন বলেছেন: সমাজ, রাষ্ট্রের কেউকেটা না হলে কেউ মানুষ মনে করে না।
৫| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৮
এইচ এন নার্গিস বলেছেন: সত্যি মানুষ খুব সস্তা ।
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৮
জুল ভার্ন বলেছেন:
৬| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে মানুষের জীবন সস্তা !
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৯
জুল ভার্ন বলেছেন: সস্তাই শুধু নয়, মূল্যহীনও বটে!
৭| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১১
কামাল১৮ বলেছেন: কিডনির দাম তো শুনছি অনেক।
০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১০
জুল ভার্ন বলেছেন: আমিও তেমনটা শুনেছি। কাস্টমার পাইলে বলিয়েন- ৬৮ বছরের পুরনো মাল, কম দামে ছেড়ে দেবো।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৩
নতুন বলেছেন: দেশে গেলে মানুষের জীবনের ঝুকি নেবার প্রবনতা চোখে পড়ে। আমাদের সমাজেই সবাই সময় বা টাকা বাচাতে জীবনের ঝুকি নেবার মানুষিকতা তৌরি হয়ে গেছে।
ফরিদপুর থেকে ঢাকার পথে পদ্মা পার হতে স্পিড বোটের অপসন ছিলো চরভদ্রাসন এবং মাওয়া এলাকাতে।
চরভদ্রাসন দিয়ে আমি আমার বোন একবার পার হয়ে ছিলাম। অদক্ষ চালক, অনেকে টিনেজার, কোন লাইভ জ্যাকেট নাই, ছোট্ট বোটে বেশি যাত্রী, দ্রুত গতি। যে কোন একটা দূঘটনা ঘটলে সেখানে মানুষ মারা যাবে। কিন্তু হাজারও মানুষ পার হচ্ছে প্রতিদিন।