![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনগনের মধ্যে ঐক্যটা দরকার! অন্তর্জালে যা দেখছি তাতে মনে হচ্ছে অন্ততঃ এক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস বেশীরভাগ বাংলাদেশীকে অন্ধ করে দেয় নি।একজন শিক্ষকের এরকম অপমান মানতে মানুষের কষ্ট হয়েছে (কিছু অন্ধ ধার্মিক ছাড়া)। তারপর যখন দেখেছে ঘটনাটি খুব-সম্ভব সাজানো আর স্থানীয় প্রশাসন বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে তর্জনী-নির্দেশকারী সাংসদের হাতের পুতুলে পরিণত হয়েছে, তখন তাঁরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। আমাদের সমাজে এখনও শিক্ষকদের কিছু সম্মান অবশিষ্ট আছে। যখন তথাকথিত ক্ষমতাশালীদের হাতে তাঁরা নিগৃহীত হন, তখন এধরনের প্রতিবাদ হওয়াই কাম্য; তিনি হিন্দু, কি মুসলমান, নাকি নাস্তিক তা বিবেচ্য হওয়া উচিত না। আমার ভাল লেগেছে জেনে যে, দশম শ্রেণীর যে ছাত্রটিকে শিক্ষক মারধর করেছিলেন সেই রিফাত আর তার মা ঘটনা সম্পর্কে সত্য কথা বলেছেন। সত্য আর ন্যায়ের পেছনে সাহসী মানুষেরা এভাবে একজোট হলে অমুসলিমরা আমাদের দেশে যে হয়রানির শিকার হন তার অনেকটাই প্রতিরোধ সম্ভব।
©somewhere in net ltd.