নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুম্মান মির

জুম্মান মির

জুম্মান মির › বিস্তারিত পোস্টঃ

লুডুস্টারে এক মেয়ের সাথে পরিচয়। তুমি থেকে আপনি এবং আপু :|

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯



আমরা সবাই কম বেশি লুডুস্টার খেলাটা চিনি। অনলাইনে খেলবো। তাই সার্চ দিলাম।একটা মেয়ে পরলো।(বাংলাদেশের পতাকা আছে) ছবি নাই। কিন্তু নামটা বেশ সুন্দর। তো খেলতেছি খেলতেছি। ওকে এড করে নিলাম।ও একসেপ্ট করলো। এড করলে পরবর্তীতে ওর সাথে আবার খেলা যাবে।যদি ও অনলাইনে থাকে & আমিও। তো খেলায় আমিই জিতলাম। পরবর্তীতে আবার সে নিজেই ইনভাইট করলো খেলার জন্য।একসেপ্ট করে খেলা শুরু করে দিলাম। ও আরেকটা কথা এ খেলাটায় চ্যাট ও করা যায়।তো ১ম এ তোমার নাম টা বেশ সুন্দর বলে মেসেজ দিলাম।(নামটি ছিলো মুশকান আলিফা )। সে থ্যাংকস দিলো। আমিও ওয়েলকাম দিলাম।এই খেলায় ও আমিই জিতলাম। এর পরেরদিন আবার খেলার মাঝে মেসেজ দিলাম। তোমার এড্রেস কোথায়? সে বললো চট্টগ্রাম & তোমার? আমি বললাম কুমিল্লা।তারপর ওকে বললাম আমরা কি বন্ধু হতে পারি ফেইসবুকে । (যেহেতু খেলাটায় ফেইসবুক আইডি লগইন করার সিস্টেম আছে)। তো সে বললো না। তবে হোয়াটস এপ্প এ এড হতে পারি। (মনে মনে ভাবলাম এতো দেখি মেঘ না চাইতে জল।কারণ, হোয়াটস এপ্প এ নম্বর ছাড়া এড করা যায় না।)। তো বললাম ওকে তাইলে নম্বর দেও। । সে বললো না আগে তোমার টা দেও। দিলাম। তো এই খেলায়ও আমিই জিতলাম। ।সে আমার নম্বরটি সেইভ করে হোয়াটস এপ এ মেসেজ দিলো,
সেঃ হায়, খেলমুনা। (রাগের ইমোজি দিয়ে)
আমিঃ খেলা পারলে আনা খেলতা।
সেঃ এতো ৬ উঠলে একজন পাকা খেলোয়াড় ও হেরে যাবে।
আমিঃ বিশ্বাস করো আর কেউর সাথেই এতো ৬ উঠে না।তোমার সাথেই শুধু উঠে।
সেঃ কান্নার+রাগের( X( :(( ) ইমোজি দিলো।
আমিঃ এবার আমরা পরিচয় হই।
সেঃ ওকে
আমিঃ ১ম এ সরি বলতেছি পারমিশন ছাড়া তুমি করে বলাতে।
সেঃ ঠিকাছে ।আমি আলিফা নুর।
আমিঃ আমিও পুরো নাম বললাম।
সেঃ ফেইসবুক আইডি নাম?
আমিঃ তাও বললাম। তোমার?
সেঃ আইডি নাম বললো।
আমিঃ রিকোয়েস্ট কি আমি দিবো নাকি তুমি দিবে।
সেঃ আমি ফেইসবুকে যাই না।তাই দরকার নাই। এখানে মেসেজিং ই ভালো।
আমিঃ তাইলে ঠিকাছে।
সেঃ মনে হয়, তুমি আমার জুনিয়র।।কিসে পড়ো?
আমিঃ ইন্টার ২য় বর্ষ। তুমি?
সেঃ ১ম এ হাহা ইমোজি দিলো()কোনো বেপার না।ছোট ভাই। মাস্টার্স শেষ
আমিঃ আল্লাহ সিরিয়াসলি? ।নাকি মিথ্যা বলতেছেন? (এখান থেকেই আপনি বলা শুরু আমার সাথে সাথে আকাশ থেকে পড়লাম )
আপুঃ ইয়াপ সিরিয়াসলি। ।মিথ্যা কেন বলমু? (এখান থেকেই আপু বলাও শুরু)
আমিঃ আপনার পিক দেখে বুঝাই যায় না।(হোয়াটস এপ্পে প্রোফাইলে ছবি ছিলো উনার। অনেক কিউট )
আপুঃ পিক দেখে কি বুঝবা ।আমি কি বুড়া হয়ে গেছি?
আমিঃ মাস্টার্স শেষ হলে তো বুড়া হওয়ারই কথা।
আপুঃ আচ্চা, তাইলে বুড়াই। (সাথে সাথে প্রোফাইলে শাড়ি পরা একটা পিক দিলো )
আমিঃ আমি বুড়া বলাতে কি পিক চ্যাঞ্জ করলেন?
আপুঃ হো, আন্টি টাইপ দিছি। যেহেতু মাস্টার্স শেষ।
আমিঃ হাহা, না না আপনি আমার কিউটি আপু
আপুঃ শাড়ি পড়লে ম্যাচাড় লাগবে তাই চ্যাঞ্জ করছি। যাই হক,থেংক্স আমার ভাইটা
আমিঃ হাহা ।তো আপনার বাসায় কে কে আছে?
আপুঃ আমি, ভাইয়া (মানে তোমার ভাইয়া)তার আম্মা-আব্বা। আমার একটা বেবী আছে।
আমিঃ OmG আপনি মেরিড? (আবার আকাশ থেকে পড়লাম )। এই হিসাব করলে আপনাকে মেরিড বুঝা যায় না।
আপুঃ মাস্টার্স শেষ। আমি কি আনমেরিড থাকতাম? বিয়ে হইছে SSC পর। তাড়াতাড়ি বিয়ে হইছে।
আমিঃ বুঝছি আপনি বিয়ে পাগল মেয়ে ছিলেন ছোট থেকে। যাই হক জব করেন নাকি?
আপুঃ এখনো করি না।বিসিএস কোচিং করছি।
আমিঃ(আবার আকাশ থেকে পড়লাম, বিসিএস এক্সাম দিবে ) তো ভাইয়া কি করেন? (মানে দুলাভাই)
আপুঃ ফ্রান্স থাকে। এখন দেশে।
আমিঃ তো আপনিও চলে যান।
আপুঃ সিটিজেন হয় নাই এখনো।
আমিঃ ওহ। তো ভাইয়ার পিক দেন দেখি
আপুঃ পিক দিলো।
আমিঃ বাহ হ্যান্ডসাম ই ( আসলেই অনেক স্মার্ট & হ্যান্ডসাম, বুঝতেই পারছেন ফ্রান্সের সুদর্শন স্বামী )।
আপুঃ অনেক ধন্যবাদ ভাইটি আমার
আমিঃ আরো অনেক দিন খেললাম। (একদিন উনি মেসেজ হঠাৎ করে মেসেজ দিলো)।
আপুঃ ভাই লুডু স্টার এপ্স টা আনইন্সটল করে দিছি।
আমিঃ কেনো আপু?
আপুঃ এমনেই, সামনে অনেক পরীক্ষা। চাপ বেশি। আবার তোমার ভাই রাগারাগি করছে। (কারন কি জানেন, তিনি লুডু স্টার অধিকাংশ সময় ব্যয় করতেন)
আমিঃ ওহ থাক আপু। মন খারাপ কইরেন্না।ভাইয়ার যত্ন নেন। আর এক্সাম এর জন্য প্রস্তুত নেন ভালোভাবে।
আপুঃ ওকে ওকে ভাইটু আমার।

চলবে.....
তো এখন আর তেমন কথা হয় না আপুর সাথে।।
আবারো সিঙ্গেল রয়ে গেলাম এই জীবনে (ছোট ভাইও হয়ে গেলাম)
ভাবছিলাম, এই মেয়েটা হয়তো স্পেশাল কেউ হবে। :P

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মুশকান আলিফা
তাও ভালো আমি তো ভাবলাম.. ;)

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: মজার কথোপকথন।
পোষ্টে ভালো লাগা।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: মানুষ চাইলেই মনের কষ্টকে দূর করতে পারে ব্যস্ততা দিয়ে।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: পিছা মারি অনলাইন সম্পর্কের কপালে। প্রথম যারে পাইছিলাম, মাত্র ১২ বছরের ছোট। ২য় যারে পাইলাম, কয় পরকিয়া কর। ৩য় যারে পাইলাম, ৮বছরের বড়; কয় বয়স কোন বিষয় না।

একটারে পাইছিলাম সঠিক বয়সী, তয় তার মুখ থেকে কথা বের করণের আগেই নিজের কবুল বলা শেষ! (অন্য এক জনের সাথে)

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: হাহাহা আমি খেলা অন হলেই সব মিউট করে রেখে দেই ৷ অযথা হাই হ্যালো দিতেই থাকে ৷ কি যুগ আইলো লুডো খেলেও শান্তি নাই ৷

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

মাকার মাহিতা বলেছেন: লুডু স্টার-এ চ্যাট করে ক্যামনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.