নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

আর কতকাল বন্ধ থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়??? প্লিজ এবার ক্যাম্পাস খুলে দিন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬



একমাস অতিবাহিত হয়ে গেল, তবুও খুলল না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। খুলল না বলতে খুলে দেয়া হলোনা।



গত ঊনিশ জানুয়ারির ঘটনা। ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশ বছরের শিশু রাব্বি। বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালায় ছাত্রদের আবাসিক হলগুলোতে। রেল লাইনের পাথর আর দেশীও অস্ত্রের আঘাতে ছিন্ন-ভিন্ন করে দেয় ছাত্রদের প্রতিটি রুম। দুটি হলে আগুনও দেয় তারা। ছাত্রদের নিরাপত্তা দিতে চরম ভাবে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয় আবাসিক হলগুলো; বন্ধ করে দেয়া হয় ভার্সিটির একাডেমিক কার্যক্রম।



তারপর সন্ধ্যায় চরম ঝুঁকি নিয়ে হল ত্যাগ করে ছাত্ররা। যে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই বেরিয়ে পরে। আমি নিজেও একটি শার্ট আর একটি মাত্র প্যান্ট নিয়ে বেরিয়ে পরেছিলাম। থাক সে কথা...



আজ খুলবে কাল খুলবে এভাবে প্রতিদিন খুলতে থাকে ক্যাম্পাস! দুই ফেব্রুয়ারী সিন্ডিকেটের অধিবেশন হয়। সুবিধামত তারিখ খুঁজে পাওয়া যায় না! প্রভোস্ট কাউন্সিল থেকে বলা হলো ভাংচুর হওয়া হলগুলো ঠিক হলেই সাত-দশ দিনের মধ্যেই খুলে দেয়া হবে হলগুলো। সে সাত-দশ দিনও আর ফুরায় না, সুবিধামত তারিখও আর আসে না!



যে কারণে ক্যাম্পাস বন্ধ হয়েছিল, ভিসি স্যার এবং স্থানীয় সাংসদ জনাব মতিউর রহমান এর হস্তক্ষেপে সেটির কিন্তু সুষ্ঠু সমাধান হয়েছে! ভার্সিটি প্রশাসন রাব্বির বাবাকে নগদ দু’লাখ টাকা এবং ভার্সিটিতে অস্থায়ী চাকুরী দিয়েছে। তারপরও এত টালবাহানা কেন?



রাব্বি মৃত্যুর ঘটনায় বিলুপ্ত করে দেয়া হয়েছিল ভার্সিটি ছাত্রলীগের কমিটি। ছাত্রলীগের অনেক নেতাই নাকি পালিয়ে বেড়াচ্ছেন। ক্যাম্পাসে অন্য কোন রাজনৈতিক দলের অনুপ্রবেশ ঠেকাতে ছাত্রলীগের নতুন কমিটি দেয়া অপরিহার্য। তারমানে কি ক্যাম্পাস খোলা পুরোপুরি নির্ভর করছে ছাত্রলীগের কমিটি দেয়া না দেয়ার উপর??? তাই যদি হয় তবে ছাত্রলীগ কে বলছি, ‘তারাতারি কমিটিটা দিয়ে দেন ভাই। এত অপেক্ষা আর ভালো লাগে না!’



ক্যাম্পাসে সবকিছুই হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানব বন্ধন হয়, মোমবাতি প্রজ্জ্বলনও হয়। কিন্তু সেখানে ভার্সিটির কোন ছাত্রকে খুঁজে পাওয়া যায় না! ক্যাম্পাস কি শুধু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের জন্য? মনে তো তাই হচ্ছে! তা না হলে ক্যাম্পাস খোলার পরিবর্তে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতেন না তারা। নাকি আমার সম্মানিত শিক্ষকরা শূন্য ক্যাম্পাসে ফিরে পেয়েছেন তাদের বর্ণিল ছাত্রজীবনকে!



বাকৃবির সাড়ে বারো’শো একরের ক্যাম্পাস আজ ছাত্র শূন্য। এতে আমার সম্মানিত শিক্ষকরা চরম খুশিতে থাকলেও খুশিতে নেই বাকৃবির শিক্ষার্থীরা। এ অনির্দিষ্ট ছুটি কাটানোর অভ্যেস তাদের নেই। ভিসি স্যার কে বলছি, “প্লিজ স্যার, ক্যাম্পাস খুলে দিন। আমাদের মুক্তি দিন। আমরা সেশন জট চাই না... প্লিজ... প্লিজ...প্লিজ স্যার ক্যাম্পাস খুলে দিন!”

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আহলান বলেছেন: আরে ভাই দেশ এখন রাজাকারদের বিচারে ব্যস্ত আছে ... পরে কথা বলেন ...

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ভুদাই আমি বলেছেন: শিশু বাচ্চার মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাস খুলা ঠিক হবে না।।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অপরাজেয়আমি বলেছেন: ভালাই লেখছেন...আমি ও একটা লিখতে চাইছিলাম...আপনি লিখে ভালই করছেন।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

মোঃ জুনায়েদ খান বলেছেন: ক্যাম্পাস খোলা থাকলে আর বিচার হবে না নাকি? @ভুদাই আমি

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

মোঃ জুনায়েদ খান বলেছেন: :)
ধন্যবাদ @অপরাজেয়আমি

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: একমত +

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

রহমান মাহমুদুর বলেছেন: ক্যাম্পাসে অবার ছাত্রলীগ মাথাচাড়াদিয়ে উঠবে................

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: তারমানে যতদিন ছাত্রলীগ থাকবে ততদিন ক্যাম্পাস খোলা যাবে না!?@ রহমান মাহমুদুর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.