নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

ভাই আপনার কাছে ফাটল জ্বরের প্রতিষেধক আছে???

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

ফাটল ফাটল ফাটল...



সাভার ট্রাজেডির কল্যাণে আর যাই হোক না কেন আপামর জনতা যে ফাটল জ্বরে ভুগছে সে ব্যাপারে আমি শিওর এবং নিশ্চিত!



বাকৃবির সর্বকনিষ্ঠ হলটিতে ফাটল ধরেছে! প্রশাসনের মাথা ব্যাথা না থাকলেও হলের শিক্ষার্থীদের কিন্তু ঠিকি মাথা ব্যাথা করছে! তারা না পারছে খেতে না পারছে ঘুমুতে! অসুখের নাম ‘ফা ট ল...’



ভেটেরিনারি ফ্যাকাল্টিতেও নাকি একি অবস্থা! পিলারে পিলারে ফাটল! যদিও বাকৃবির প্রধান প্রকৌশলী বলেছেন কোন সমস্যা নেই! কিন্তু কে শুনবে কার কথা! সাভারের ইউএনও তো ঐ একই কথা বলেছিলেন- ‘সমস্যা নেই!’



কিছুদিন আগের কথা। হলের বাথরুমে গোসল করছি। হঠাত কংক্রিটের একটা টুকরো আমার কাঁধে পড়ল। প্রথমিক অবস্থায় ঢিল মনে হলেও পরে আবিষ্কার করলাম মাথার উপর সদ্য কংক্রিট হারানো মাইল্ড স্টিলের বর্গাকার স্ট্রাকচার! ব্যপারটাকে তেমন গুরত্ব দেই নি। কিন্তু ঐ তুচ্ছ ব্যপারটাই আজ অনেক গুরুত্ব পেল! বাথরুমে গিয়ে আবার দেখলাম মাইল্ড স্টিলের বর্গাকার স্ট্রাকচারটিকে! মনে একটি চিন্তাই উঁকি মারছে- ‘ভাংবে নাকি?(!)’



ফাটল ফাটল ফাটল...

আমার কপালে ফাটল, আমার দেশের কপালে ফাটল! সাধারণ প্যারাসিটামল এ জ্বর সারাতে পারবে না। প্রয়োজন উচ্চ চিকিৎসার। কিন্তু চিকিৎসাটা করবে কে? আপামর জনতার সাথে চিকিৎসকরাও যে ফাটল জ্বরে ভুগছেন।

আমি ফাটল জ্বরে ভুগতে চাইনা। আমি এর প্রতিকার চাই। চাই কার্যকর প্রতিষেধক!







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.