![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?
১. চুপকথাদের রূপকথা
কত শত কথার সমুদ্র জমে আছে এইসব চুপচাপ নীরবতার গহীনে
তুমি টের পেলে হয়ত পুনরায় মোহগ্রস্ত প্রেমিকা হয়ে উঠতে,
ব্যস্ত হয়ে শুনতে চাইতে চুপকথাদের রূপকথা-
অবেলার হাওয়ায় উড়ে এসে জুড়ে বসা অভিমানের আস্তরণ মুছে
চুপিচুপি ঢুকে পড়তে আমার ভেতর
এবং
আমার যাবতীয় আনন্দ অশ্রুতে আবিস্কার করতে তোমার নিরোধ-
স্রেফ তোমার
__________________________
২. 'ইদানিং মধ্যরাতে'
মধ্যরাতে পুরানো দিনের কথারা ফিরে ফিরে আসে বারেবার
ফিরে ফিরে আসে মরে যাওয়া স্বপ্নসমগ্র
ক্রমে ক্রমে চারকোণার ঘর আর ঘরের খাঁখাঁ করা শূন্যতা পূর্ণ হয় অলৌকিক মেঘে
ইদানীং রাতদুপুরে প্রাক্তন সময় গোগ্রাসে গিলে ফেলে আমার আমিটাকে-
___________________________
৩. কে তুমি?!
বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে
প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই-
সমাঙ্গ মেঘেরমঙ্গলে।
কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী!
ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে-
কে তুমি?! কে তুমি?!
২| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখা পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ জুল ভার্ন ভাই।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ ভালো লিখেছেন।
৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: এই পোস্টের পরেরটাতে কোন মন্তব্য নিচ্ছেন না, তাই মন্তব্যের সংখ্যা শূন্য দেখাচ্ছে।
যাহোক, ঐ পোস্টের তিনটে কবিতাই আমি পড়েছি। পড়ে নিম্নোক্ত মন্তব্যটি করতে চেয়েছিলাম এখানে রেকর্ড থাকুকঃ
"তিনটেই চমৎকার হয়েছে। + +
তবে, প্রথমটাই প্রথম।"
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: এক নম্বর, দুই নম্বর লেখা বুঝতে পারলেও তিন নম্বরটা বোঝা আমার সীমিত জ্ঞানের বাইরে হলেও লেখা পড়ে ভালো লেগেছে। +