নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে তুমি?! কে তুমি?!

জুনায়েদ বি রাহমান

বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

আত্মরোদন এবং অন্যান্য

০২ রা সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:০৪


আত্মরোদন
___________

ঐশ্বরিক অনুগ্রহ উদ্দেশ্য করে শূলে তুলি প্রতীকী শরীর
অভক্তপ্রাণ করি বলিদান
কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই-
শান্তির নৈবদ্যে কাঠজাজক আবৃত্তি করেন রক্তপাতের সূচনাকাব্য

এইসব দৃশ্যচিত্র তোমাকে কেন বিস্মিত করে না? হে চৈতন্য
হে মানুষ



ছুঁয়ে দেখো
__________
রক্তপোড়া ঘ্রাণ আর তাজাতাজা আতংকে বিভোর বাতাস
প্রাণে প্রাণ নেই!
'না জানি কে আবার কার রক্তে ঢেলে দেয় হিংস্রতার পারদ?'
এ আতংক কতটা ভৌতিক, বিদঘুটে-
ছুঁয়ে দেখো হে স্বার্থান্ধ ধনিক; ধর্মান্ধ প্রাণ।

হিমসুরেলা অনুতাপ গিলে খাবে দোজখ



সাম্প্রদায়িকতা
_________

একদল ধুরন্ধর ধর্মবিশ্বাস পুঁজি করে রক্তে হিংসে ঢেলে
তৈরি করছে বীজতলা
এবং সত্যমিথ্যার সংমিশ্রণে চাষা করছে
সাম্প্রদায়িকতা ও হিংসা।
আগুনের ভাষা ভুলে আমরা কেউকেউ ছক আঁকছি-
'ঘুলা জলে মৎস শিকারের'
কেউকেউ লিখছি নব্য রণসঙ্গীত

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.