নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে তুমি?! কে তুমি?!

জুনায়েদ বি রাহমান

বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

আই ডোন্ট নো হোয়াট টু ডু!

১৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩৪



বহুকাল বহুযুগ পূর্বের কিংবা সদ্যোজাত রাতদুপুরের টুকরো টুকরো বিদ্বেষ
তোমাকে ডুবিয়ে দিচ্ছে অতলান্তিক এক অসূয়া সমুদ্রে
ক্রমশ ডুবে যাচ্ছে তোমার চোখ—
ক্রমশ ডুবে যাচ্ছে তোমার বিবেক—

অতলান্তিক সমুদ্রতলের গাঢ়তর অন্ধকার জমে জমে পাথর হয়ে যাচ্ছে তোমার অন্তর।
ক্রমশ তুমি নেতানিয়াহু হয়ে উঠছো—
ক্রমশ তুমি জোবাইডেন হয়ে উঠছো—
ক্রমশ তুমি ভ্লাদিমির পুতিন হয়ে উঠছো—

শান্তিচর্চার নৈবেদ্যে তুমি ক্রমাগত আবাদ করছো রাশিরাশি অশান্তি
তোমার অশান্ত কথাকলির গোগ্রাসী আগুন ইউক্রেন-প্যালেস্টাইনের মতো
বরবাদ করে দিচ্ছে আমার পৃথিবীটাকে।
আমি পুড়ছি!
আমি নাদাইন আবদেল তাইফের মতন ছটফট করছি—
আমার ভেতরে সহস্রাধিক আমি একযোগে কান্নাকণ্ঠে আবৃত্তি করছে —
"I don't know what to do."
"I don't know what to do."
তুমি কি শুনতে পাচ্ছো না?! হে প্রিয়তমা পৃথিবী আমার।


কবিতাটি ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকার শিশু Nadine Abdel Taif এর (১৬ মে ২০২১ সালে গণমাধ্যমে প্রকাশিত) আলোচিত এই সাক্ষাৎকার দেখে লিখা। তারপর একটু আধটু সম্পাদিত হয়েছে। সাক্ষাৎকারটি দেখতে ক্লিক করুন


____________
১৭ মে ২০২১, রাত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:০০

সোনাগাজী বলেছেন:


ফিলিস্তিন সমস্যা সম্পর্কে ব্লগারদের ধারণা কি পরিস্কার মনে হচ্ছে?

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি ব্লগে অনিয়মিত, তাই ফিলিস্তিন ইস্যু নিয়ে ব্লগারদের চিন্তাভাবনা বুঝতে পারছি না। আপনার করা দুটো পোস্টের কিছু মন্তব্য দেখে মনে হয়েছে অনেকেই ইস্যুটাকে নিয়ে আরব ন্যাতাদের মতন চিন্তাভাবনা করছেন।
নারী, শিশু তথা লক্ষ লক্ষ ফিলিস্তিনির জীবন অনিশ্চিত বা বোমার আতংকে রেখে আরবের ন্যাতাখ্যাতারা গাল ফোলাচ্ছে; এই গাল ফোলানোয় ইসরায়েল বা আম্রিকার কিছুই হবেনা। কিন্তু সাধারণ ফিলিস্তিনিরা প্রাণ হারাবে। আরব ন্যাতাদের এইসব ব্যাকুবিকে বিরাট কাজ হিসেবে দেখছেন যেসকল ব্লগারগণ তিনাদের মাথাগুলা ফিলিস্তিন বা গাজায় পাঠানো গেলে বোধহয় ইতিবাচক কিছু চিন্তাভাবনা পাওয়া যেতো।

২| ২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: "আমি নাদাইন আবদেল তাইফের মতন ছটফট করছি" - আপনার মত আমিও এবং আমাদের মত বিশ্বের বহু মানুষও!
নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের পক্ষে কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাইট। ধন্যবাদ খায়রুল ভাই

৩| ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৭

কাঁউটাল বলেছেন: গাজি সাহেবের ধারণা ব্লগারদের মাথা ভর্তি গোবর। উহারা ফিলিস্তিন সমস্যা বুঝিতে পারার উপযুক্ত না।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: গাজী সাহেবের এহেন ধারণা তৈরি হওয়ার পেছনে কি ব্লগারদের কোনো দায় নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.