নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলার তালত্রিপল সিরিজের কয়েকটি কবিতা

০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৮

ফিটনেসবিহীন মোটরযান সড়কে নামলে
ট্রাফিক পুলিশের লালচোখে ঝলক মারে কালোটাকা

আইনের ফাকফোকর অনেক

যমের মিছিলও বেরিয়ে আসে অনায়াসে।





গোগ্রাসী আগুন গিলে খেয়েছে শতশত মুখের হাসির খোরাক
বাতাসে তরতাজা রক্তপোড়াঘ্রাণ, বিবৎসা প্রকৃতি...

এর মধ্যেও চোখে পড়ে নগরপিতার পোজ দেয়া ফোটোসেশন।

হায়! কি দুর্ভাগ্য আমাদের!




(পুনরাবৃত্তি। পৌনঃপুনিকতা)

হত্যাযজ্ঞের লাইভ টেলিকাষ্ট দেখে দেখে
সশব্দে তাসবিহ জপছি ঈশ্বরের

হত্যাকারী শাসকচক্র দায় এড়িয়ে বলছে-
ইটস আন এক্সিডেন্ট! তদন্ত হবে... ব্যবস্থা নেওয়া হবে... আরো
কতো কি....

আমরা থিওরি গিলছি, বাকচাতুরী গিলছি
আর
জপছি ঈশ্বরের তাসবিহ

পুনরাবৃত্তি। পৌনঃপুনিকতা

বিভৎসতা ক্রমাগত ছাড়িয়ে যেতে চাইছে পেছনের ইতিহাস।




বক্সের টিস্যুপেপারের মতো ওত পেতে থাকে আমাদের ইস্যু
প্রয়োজনে নির্মাণ করি আরও এক্সট্রা দু'একটা

এবং

পুকুরচুরির গল্প পুতে ফেলি সমুদ্রডাকাতির প্রারম্ভে।




হিতাকাঙ্ক্ষীদের ঠোঁটে ঠোঁটে শুভক্রিয়ার গুণকীর্তন, শোকার্তি
আহা! নেতা মহামতি গতকালও ভেবেছেন আমাদের কথা

হেটারদের চোখেমুখে বিদ্রুপবিলাস
যেনো করুণার শেষ সম্ভাবনাটুকুও গ্রাস করেছে ঘৃণাসমুদ্র

তাতে দুঃখ নেই! সত্য

দুঃখ, হিতাকাঙ্ক্ষীরা তুলনায় যতসামান্য।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: এই হলো বাংলার বর্তমান অবস্থা।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৩

বলেছেন: ইটস এ্যান এক্সিডেন্ট --- অসাধারণ সময়োপযোগী প্রকাশ।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

হাবিব বলেছেন: ইস্য এখন হিসুর মতো। চাপা রাখা কঠিন।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাইট। ইস্যু এখন হিসুর মতো।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান,




বাংলার আকাশে এখন দূর্যোগের ঘনঘটা, কে দেবে তারে আশা , কে দেবে তারে ভরসা...........................

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আশা, ভরসা দেওয়ার কেউ নেই। অস্থির একটা সময় পার করছি আমরা।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:১৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে। ধন্যবাদ জানবেন।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ২:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে। আরও কত কি!

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য। 'আরো কতো কি!' বাক্যটা এড করে দিলাম।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ ভোর ৬:৩১

সোহানী বলেছেন: দু:খ শুধু জ্যামিতিক হারে বেড়েই চলছে এর প্রতিকারের কোনই উপায় কি আছে?

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা আপু। উপায় নিয়ে যাদের ভাববার কথা তারা ভাবছেন না। আমাদের ভাবনার গুরুত্ব নেই বলে, আমরাও ভাবনা প্রায় বাদ দিয়ে দিয়েছি।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বীভৎসতা ক্রমাগত ছাড়িয়ে যেতে চাইছে পিছনের ইতিহাস।
এমন কবিতায় আর কিছুই বলার থাকতে পারে না।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ পদাতিক দা। ভালো থাকবেন।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একেবারে তরতাজা বাংলার বর্তমান চিত্র।

+++++

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই

১০| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ লেখা।

২৮ শে জুলাই, ২০১৯ রাত ২:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.