![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
আঁচলতোলা অম্বরির কাব্যিক বুকের মতো চমৎকার এক পাণ্ডুলিপি আমি রোজ পড়ি এইখানে
সমুদ্রের মতো গভীর ভাব আর পাহাড়ের মতো স্থির অভীষ্ট তাঁর
'বাঁধ ভাঙ্গার আওয়াজ'
সুমিষ্ট মেওয়ার মতো গল্প কথার স্বাদ আছে এইখানে- আছে রজনীগন্ধার সুভাস, নিমপাতার তিতা আরো
কালজয়ী কতো কতো কবিতা।
নির্ঘুম রাত জেগে জেগে নক্ষত্রের আকাশ দেখার মতো করে একমনে
আমি রোজ অন্যএক আকাশ দেখি এইখানে-
আপন মনে জ্বলেজ্বলে নক্ষত্ররা এইখানে লিখে বাংলার সাম্প্রতিক গান
গণ-মানুষের কথা
এইখানের নক্ষত্রদের মিছিল দ্যাখে এখনো কেপে ওঠে 'নক্তচরের বন'
শব্দের ঝংকারে তাসেরঘরের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়ে অমানিশার আস্তরণ।
অতন্দ্রিতা,
মন থেকে তাড়িয়ে দাও যতো অভিমান, অমানিশার বিষাদসপ্তক
এইখানে নোঙর করো
এইখানে নক্ষত্র হও
আমাবস্যার নিস্তব্ধতায় তোলো বাঁধ ভাঙ্গার আওয়াজ।
(ছবি: ফ্লিকার ডট কম থেকে নেওয়া)
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: সব মানুষই কবিতা ভালোবাসে। বিশেষ করে যারা কবিতা লিখতে পারে না, তারা আরো বেশী ভালোবাসে। সুন্দর কবিতা লিখেছেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন রাজীব নুর ভাই। 'সব মানুষই কবিতা ভালোবাসে'।
ধন্যবাদ জানবেন।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩
সোনালী ডানার চিল বলেছেন: কবিতা পড়তে ভালো লাগলো-
শুভকামনা কবি
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন কবি।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:০১
চাঁদগাজী বলেছেন:
ভাব আছে, আবেশ আছে, কর্পুরের মত সুগন্ধও আছে।
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার এমন মন্তব্য খুব খুব অনুপ্রাণিত করে। ভালো থাকুন সতত।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: বাবারে! কাব্যে যেন দাঁত ভেঙে গেল।
কাব্যে ভাললাগা রেখে গেলাম।++
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
কাব্য তো আপনাদের নিয়েই লিখা।
প্লাস ও মন্তব্যে খুশি। ভালো থাকবেন।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে ভালো লাগলো।
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ ভাই। শুভকামনা সতত।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪
নীল আকাশ বলেছেন: ছবি এবং কবিতা ২টাই ভালো লেগেছে।
কেমন আছেন মিতা ভাই?
ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবি ও কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগছে মিতা।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ক্যামন আছেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩
ইসিয়াক বলেছেন: চমৎকার হয়েছে।