![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
শিকল পরিয়ে রকমারি নদীবক্ষে অংকিত হচ্ছে লালমাটির বন্দেজ।
তাজা রক্তে হাত ভিজিয়ে দিব্যি রঙ খেলছে দুপায়ী হায়েনা
লেপে দেওয়া কলঙ্ক নিয়ে নরকের হেঙ্গারে পুড়ছে প্রেয়সীর ওড়না,
বোনের ফ্রক।
কারো কারো মায়ের আঁচলে সংখ্যায় বাড়ছে কাঠকান্নার দাগ!
দৃশ্যমান এইসব প্রকৃতি বিরুদ্ধ কাজ-অকাজের তুমি শান্তিপ্রিয় নীরব দর্শক এক
জানো?! হে আত্মমগ্ন প্রাণ
তোমার এইসব শান্তিপ্রিয় নীরবতা প্রকাশ্যে কন্ট্রিবিউশন করছে এক বিধ্বংসী অপসংস্কৃতির পত্তনে
যে অপসংস্কৃতি সাইক্লোন ডেকে আনবে একদিন
যে অপসংস্কৃতি একদিন ভাসিয়ে নেবে তোমাকে-
প্রকৃতির গোগ্রাস ভেজাল-নির্ভেজালের ক্যাটাগরি বুঝে না-
অপদেবতার পাপে বেহুলাও ভাসে।
০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ, ইসিয়াক ভাই
২| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: এটাও একটা কথা এটাও সম্ভব - এমন কথা আসলে এখন পুরাতন হয়ে গেছে, বর্তমানে যতোই অবাস্তব কিছূ হবে বলতে হবে “সবই সম্ভব”। বাংলাদেশ পাকিস্তান সিরিয়া আফগানে দেবতা নেই। তারা দেশত্যাগ করেছন বহু আগে।
০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: যা বলেছেন মাহমুদ ভাই।
আসলেই আমাদের তথা এশিয়া অপদেবতাদের কারখানা হয়ে গেছে।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।
০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
কবিতা কঠিন হয়ে যাচ্ছে?
০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: চেষ্টা থাকে সহজ সরল লেখা লিখবার, যাতে সবাই বুঝেন।
কঠিন হয়ে গেলে তো সমস্যা!
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬
ল বলেছেন: স হ জ কথা - এসব পাপের পেছনে মুখোশধারীদের ও অপদেবতার হাত নিশ্চয়ই আছে।
কঠিন কবিতা
০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।
কবিতা কঠিন মনে হলে তো সমস্যা!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
ইসিয়াক বলেছেন: চমৎকার