নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো.....

শিশিরের দুঃখ

আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...

শিশিরের দুঃখ › বিস্তারিত পোস্টঃ

শুধু নেই জানা

১০ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

তোমার সবই আছে

যা কিছু প্রয়োজন চারপাশ ঘিরে , জীবনের তরে ।

তোমার সবই জানা

যা কিছু ঘটছে এই ধরণীর বুক জুড়ে ।

তোমার বর্ষা -গান, কদম ফুল সবই আছে

তোমার বৃষ্টিভেজা উল্লাস, কাগুজে নৌকো সবই আছে

তোমার ভুল বুঝার প্রবণতা, ভুলে যাওয়ার সহজ প্রথা সবই আছে

তোমার শহুরে জীবন, ব্যস্ততা

যান্ত্রিক সভ্যতায় বন্দী মানবতা

সবই আছে ...

শুধু তোমার নেই জানা

একটি মনের আরাধনা

কেউ একজন তোমায় নিয়ে ভাবে

কেউ একজন তার হৃদয়ে

তোমার ছবি আকেঁ ।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:২৭

বাসুরী বাসীয়ালা বলেছেন: শুধু তোমার নেই জানা
একটি মনের আরাধনা
কেউ একজন তোমায় নিয়ে ভাব।
ভেবে যাই কিন্তু তুমি বুঝ না ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮

শিশিরের দুঃখ বলেছেন: ঠিক তাই,

অনেক ধন্যবাদ ,

আর শিশিরের ব্লগে স্বাগতম
সবসময় ।

ভালো থাকবেন ।

২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯

গোর্কি বলেছেন:
ভাল লেগেছে পঠনে।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

শিশিরের দুঃখ বলেছেন: অজস্র ধন্যবাদ ,

আর শিশিরের ব্লগে স্বাগতম
সবসময় ।

ভালো থাকবেন ।

৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: তুমি এখন সমুদ্রের খুব কাছাকাছি ,
তবু তোমার হৃদয়
রয়ে গেছে এ শহরে
তোমার প্রার্থিত কারও কাছে , ব্যস্ততায় ।


শুভ সকাল :) +++++++

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২০

শিশিরের দুঃখ বলেছেন: অনেক ভালো লাগলো ।


অজস্র ধন্যবাদ ,

আর শিশিরের ব্লগে স্বাগতম
সবসময় ।

ভালো থাকবেন ।

৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পঞ্চম ভালো লাগা।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

শিশিরের দুঃখ বলেছেন: অজস্র ধন্যবাদ ,

আর শিশিরের ব্লগে স্বাগতম
সবসময় ।

ভালো থাকবেন ।

৫| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু তোমার নেই জানা
একটি মনের আরাধনা
কেউ একজন তোমায় নিয়ে ভাবে
কেউ একজন তার হৃদয়ে
তোমার ছবি আকেঁ ।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ ,

আর শিশিরের ব্লগে স্বাগতম
সবসময় ।

ভালো থাকবেন ।

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক +++++++++++++


১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

শিশিরের দুঃখ বলেছেন: অজস্র ধন্যবাদ ,

আর শিশিরের ব্লগে স্বাগতম
সবসময় ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.