নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো.....

শিশিরের দুঃখ

আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...

শিশিরের দুঃখ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমাপ্রার্থি

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২

ফাস্ট ফুড, চায়নিজ, থাই স্যুপ , শপিং মল,

সবই চিনো, বুঝো,

শুধু বোঝো না

এক বিন্দু শিশিরের জমানো দুঃখ-কষ্ট ,

ঘাসের ডগায় বা পাতার আড়ালে

তার নিমোর্হ, নীরব উপস্থিতি ।

আমি সত্যিই দুঃখিত, ক্ষমাপ্রার্থি,

তোমার সাথে আর

কোনো কথা নেই বলে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতায় প্লাস!

আপনিও দিকভ্রান্ত পথিক? B:-) B:-) :-B :-B

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

শিশিরের দুঃখ বলেছেন: শিশিরের ব্লগে স্বাগতম,
অনেক ধন্যবাদ আপনাকে ।
আর হ্যা, আমি ও এক দিকভ্রান্ত পথিক ।


ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.