নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো.....

শিশিরের দুঃখ

আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...

শিশিরের দুঃখ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মাঝে মাঝে ডুবি অর্থহীনতায়, শুন্যতায়

তারপর ভাবি ভালোই তো ছিলাম

কেন বাস্তবতায় ফিরে এলাম ?

আমার শুন্য একাকি আকাশই ভালো

নীল প্রজাপতি, ঘাসফড়িং আর একমুঠো রোদ্দুর

ভালোই ছিলাম তাদের সাথে ।

শিশির ভেজা ঘাস , দখিনা বাতাস

বর্ষার রিমঝিম নৃত্য, কদম ফুল

ভালোই যাচ্ছিল সবার সাথে ।

প্রচন্ড ব্যস্ত এই শহরে

একটু খানি নীরবতায়

ব্যালকনিতে বসে

বৃষ্টি দেখি আর

তোমার কথা ভাবি

সময় ঠিকই চলে যায়

তবু ও যাক

অন্তত ধূসর বাস্তবতাকে তো

ফাকিঁ দেয়া যাচ্ছে ।

কিন্তু খানিক পরেই

ফিরে যেতে হয়,

কী এক অদৃশ্য শক্তি

আমায় ফেরায়

সেই বাস্তবতা্য়,

যেনো আমার ফেরাটা কতো জরুরী !

অথচ আমি জানি

নিঃস্বার্থ নীরবতায়

এক চিলতে ধমকা হাওয়ায়

আমার না ফেরাটা ছিল

তখন অনেক বেশি

জরুরী ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-১

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

ডট কম ০০৯ বলেছেন: sundor likcen

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

শিশিরের দুঃখ বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে,
আর শিশিরের ব্লগে স্বাগতম, সবসময় ।
ভালো থাকুন নিরন্তর ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!
১ম ভাললাগা।
+++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন,
শিশিরের ব্লগে স্বাগতম, সবসময় ।


ভালো থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.