![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...
মাঝে মাঝে ডুবি অর্থহীনতায়, শুন্যতায়
তারপর ভাবি ভালোই তো ছিলাম
কেন বাস্তবতায় ফিরে এলাম ?
আমার শুন্য একাকি আকাশই ভালো
নীল প্রজাপতি, ঘাসফড়িং আর একমুঠো রোদ্দুর
ভালোই ছিলাম তাদের সাথে ।
শিশির ভেজা ঘাস , দখিনা বাতাস
বর্ষার রিমঝিম নৃত্য, কদম ফুল
ভালোই যাচ্ছিল সবার সাথে ।
প্রচন্ড ব্যস্ত এই শহরে
একটু খানি নীরবতায়
ব্যালকনিতে বসে
বৃষ্টি দেখি আর
তোমার কথা ভাবি
সময় ঠিকই চলে যায়
তবু ও যাক
অন্তত ধূসর বাস্তবতাকে তো
ফাকিঁ দেয়া যাচ্ছে ।
কিন্তু খানিক পরেই
ফিরে যেতে হয়,
কী এক অদৃশ্য শক্তি
আমায় ফেরায়
সেই বাস্তবতা্য়,
যেনো আমার ফেরাটা কতো জরুরী !
অথচ আমি জানি
নিঃস্বার্থ নীরবতায়
এক চিলতে ধমকা হাওয়ায়
আমার না ফেরাটা ছিল
তখন অনেক বেশি
জরুরী ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
শিশিরের দুঃখ বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে,
আর শিশিরের ব্লগে স্বাগতম, সবসময় ।
ভালো থাকুন নিরন্তর ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!
১ম ভাললাগা।
+++
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন,
শিশিরের ব্লগে স্বাগতম, সবসময় ।
ভালো থাকুন নিরন্তর ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
ডট কম ০০৯ বলেছেন: sundor likcen