![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...
তোমার জন্যই আমার আজকের সব নীরবতা
শুধু তোমায় ভালোবাসি বলেই
মেনে নিয়েছি
তোমার সব কাল্পনিক শত্রুতা ।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮
শিশিরের দুঃখ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
হা হা , আসলে ঠকাতে চাইনি, কিন্তু জানি না কেন থেমে গেলাম ।
ভালো থাকুন নিরন্তর ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০
বাক স্বাধীনতা বলেছেন: মতামত হল এইঃ
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঢোল ঝাঁঝর বাজে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০
শিশিরের দুঃখ বলেছেন: ধন্যবাদ আপনাকে,
ভালো থাকুন নিরন্তর ।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: স্বীকারুক্তি টা ঠিক করে নিন; হবে স্বীকারোক্তি। সম্ভবত টাইপো। ভালইতো হচ্ছিল, থেমে গেলেন কেন?!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭
শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, বানানটা ঠিক করে নিয়েছি ।
আসলে জানি না কেন থেমে গেলাম ।
শিশিরের ব্লগে স্বাগতম,
ভালো থাকুন নিরন্তর ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
আফতাব আরিফ অবচেতন বলেছেন: কাল্পনিক টা বাস্তব না হলি ভালো
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
শিশিরের দুঃখ বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঠিকই বলেছেন ।
শিশিরের ব্লগে স্বাগতম সবসময়,
শুভেচ্ছা নিরন্তর,
ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০
মুহামমদ মিনহাজ বলেছেন: এত ছোট করে লীখে আমাদের ঠকালেন