নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো.....

শিশিরের দুঃখ

আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...

শিশিরের দুঃখ › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট নেশা

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫২

দীর্ঘ লাশের সারি আর রক্তে ভেজা জামা

ধরে রাখা যায় কী হৃদয়ের গভীর থেকে

উঠে আসা কান্নার ফোয়ারা ?

তবে কেন এই নৃশংসতা, এই বর্বরতা ?

মানুষ হয়ে মানুষ হত্যার এই বিভীষিকা ?

গ্রামের পর গ্রাম, শহরের পর শহর

যেদিকে চোঁখ যায় দেখি শুধু মৃত্যুর বহর ।

আকাশে যুদ্ধ বিমানের অবিরত মহড়া

তাইতো পাখিগুলো আজ গ্রাম আর শহর ছাড়া,

তাদের কান্নায় ঝরে পড়ে হতাশা

ঐ দূর দিগন্ত রেখায় ভেসে ওঠে ঘোর অমানিশা ।

সাগরের বুকে ভেসে চলে বিশাল রণতরী

দানবীয় হুংকারে পিছুঁ হঠে মানবতার অসহায় আকুতি ।

তাইতো সাগর এতো উত্তাল, বিক্ষুব্ধ , উন্মাতাল

বিদ্রোহী প্রতিটি ঢেউ বার বার ফুঁসে উঠছে

প্রলয়ংকারী গর্জনে, অশান্ত তর্জনে ।

বর্বর সৈন্যরা তাদের ইস্পাত কঠিন হৃদয়ে

তবু এগিয়ে চলে, তারা যান্ত্রিক,

তারা অভ্যস্ত রক্তের ঘ্রাণে,

তারা উদ্ভট নেশায় উন্মত্ত ।

বারুদের তাজা ঘ্রাণ আর গুলাগুলির প্রচন্ড শব্দে

প্রকম্পিত হয়ে ওঠে চারদিক মুহুর্তে

নির্মমতা, নিষ্ঠুরতা নগ্ন নৃত্য করে

চারদিক ঘিরে তুমুল ছন্দে ।

ধূলায় পদদলিত হয় বিশ্ব মানবতা

ভেঙ্গে চুরমার হয় অজস্র স্বপ্ন

ডুবে যায় আশা-ভরসার অগণিত ছোট ছোট তরী

নিহত হয় ভালোবাসা, নিভৃতে কাঁদে ন্যায়ের বাণী ।

তবু কি থেমে থাকে হিংস্রদের রক্তের নেশা ?

যুগে যুগে হয়েছে যত যুদ্ধ

ট্রয়ের দশ বছর ব্যাপী যুদ্ধ, শতবর্ষী যুদ্ধ

আর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ,

কেড়ে নিয়েছে শত শত তাজা প্রাণ

মানবতা হয়েছে বিধ্বস্ত, বিপর্যস্ত

আর ধ্বংস স্তুপের নিঃশব্দ হাহাকারে

পৃথিবী কেঁদেছে অঝোরে অদৃশ্যে ।

তবে আজ আমরা স্বপ্ন দেখতেই পারি

সব মিলে একসাথে নতুন এক বিশ্বের,

আমরা চাইলেই নামবে এবার সেই বিপ্লবী বৃষ্টি ।

হাইড্রোজেন আর পারমাণবিক বোমা মুক্ত এ ধরণীতে

থাকবে না অস্ত্রের ঝন্‌-ঝনানি

থাকবে না কোনো শীতল যুদ্ধ ।

সব ভেদাভেদ ভুলে, অতীতের ভুলের পাহাড় পেছনে ফেলে

একই মোহনায় একই স্লোগানে মুখরিত হোক এ ধরা

"আমরা জেনেছি বিশ্ব বিজয়ের মন্ত্র

অস্ত্র নয়, রক্ত নয়, নয় লাশের সারি

ভালোবাসা দিয়ে এ বিশ্ব মোরা জয় করতে জানি ।"





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২০

পাঠক১৯৭১ বলেছেন: সম্পদ, সম্পদ দখলের যুদ্ধ

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

শিশিরের দুঃখ বলেছেন: ধন্যবাদ ,
ভালো থাকুন ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

প্রিয় বলেছেন: আপনার কবিতা অনলাইনে প্রকাশ করতে চাইলে এবং কবি হিসাবে আমাদের সাইটে যোগ দিতে চাইলে, কবি ও কবিতা সাইটে রেজিস্টার করে আপনার কবিতা আপনি প্রকাশ করতে পারেন। পাশাপাশি অন্যান্য কবিদের কবিতা পাঠ এবং মন্তব্য আদান-প্রদানের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

কবি ও কবিতার ওয়েবসাইট http://www.kobiokobita.com/

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

শিশিরের দুঃখ বলেছেন: অজস্র ধন্যবাদ প্রিয়,
শিশিরের ব্লগে স্বাগতম !!!!!

কবি ও কবিতার ওয়েবসাইটে রেজিস্টার করার ইচ্ছা আছে ।
শুভেচ্ছা নিরন্তর,
ভালো থাকুন ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

ফারজানা সুমা বলেছেন: ভালো লাগল কবিতা টি পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.