নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো.....

শিশিরের দুঃখ

আমি...আমার মতই আছি, বেশ ভালো । আমার হেয়ালি রাজ্যে, স্বপ্নমাখা পৃথিবীতে আমিই রাজা আবার আমিই প্রজা ; স্বাধীন, নির্ভার । দিকভ্রান্ত পথিকের মত পথ থেকে পথে ঘুরি । জোছনা ভেজা রুপালী রাতে আকাশ দেখি, গুনগুন করে গেয়ে ওঠি এগান, ওগান । তোমার কথা মনে হলে লিখি কবিতা । সবুজ নরম ঘাসে হাঁটি, নিঃশব্দে । অবিরত স্বপ্নের জাল বুনি, স্বপ্নের ভেলায় ভেসে চলি । আবার মুহূর্ত পরেই সেই স্বপ্ন অদৃশ্য হয়, হারিয়ে যায় সুদূরে, শুন্যতায় । তবু ও বিচলিত হইনা , প্রত্যাশায় থাকি পৃথিবীর পানে চেয়ে ...

শিশিরের দুঃখ › বিস্তারিত পোস্টঃ

একটি দুঃসংবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

একটি কবিতা মারাত্মক অসুস্থ হয়ে পড়ায়

ভর্তি করা হয়েছে শহরের একটি হাসপাতালে

তাকে সে হাসপাতালের I.C.U ইউনিটে রাখা হয়েছে

তার পাল্‌স অস্বাভাবিকভাবে কম

হৃদযন্ত্র ছন্দ হারিয়ে ফেলায় কিছুই বুঝা যাচ্ছে না

অসুস্থ সে কবিতার নাম ''বিবর্ণ বিশ্ব বিবেক''

সে সকলের নিকট দোয়াপ্রার্থী ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

এম এ কাশেম বলেছেন: দোয়া দয়ে সুষ্থ হয় না রে ভাই
ঔষধ পথ্য খাওয়াতে হবে,

ভাল থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

শিশিরের দুঃখ বলেছেন: ধন্যবাদ আপনাকে ,
শিশিরের ব্লগে স্বাগতম !!!!!!!!!!

শুভেচ্ছা নিরন্তর,
ভাল থাকুন।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
কবিতারা দেশের অসুস্থ্য বাতাসে শ্বাস কষ্টে ভোগে।

নিমর্ল বায়ূ চাই।

নিমর্ল বায়ূ দেশে কবে আসবে ??

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

শিশিরের দুঃখ বলেছেন: "কবিতারা দেশের অসুস্থ্য বাতাসে শ্বাস কষ্টে ভোগে।"


ভালো লাগল, অজস্র ধন্যবাদ ।

আর শিশিরের ব্লগে স্বাগতম !!!!!!!!!!

শুভেচ্ছা নিরন্তর,
ভাল থাকুন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

শাকিল ১৭০৫ বলেছেন: মেডিসিন দ্যান ! ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

শিশিরের দুঃখ বলেছেন: ধন্যবাদ আপনাকে ,
শিশিরের ব্লগে স্বাগতম !!!!!!!!!!

শুভেচ্ছা নিরন্তর,
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.