| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুক্কা বাঙ্গী

প্রশ্ন
কথা ও সুর - জুন্নুন মাহদী
ভায়োলিন - সুনীলদা
গানের লিঙ্ক
রুগ্ন স্বপ্নের মত বিক্ষত এ জীবন
ক্লান্তিহীন পথচলায়
দীর্ঘ রাত্রির শেষে রাত অন্ধকার আধো আলোয়
শুন্যতা হারিয়ে যায়
পৃথিবীর কোলাহল আর গানের আড়ালে
খুঁজবে কি কেও আমায়?
আদিম রাত্রির নিরবতার মাঝে
খুজে চলি আজো শুধু তোমায়
দু-চোখে প্রশ্নের পাহাড়
জমে নিরব চিৎকার
না পাওয়ার হতাশায়
অবাক বিষ্ময় মাখা
ধূষর রঙে আঁকা
জীবনের অপেক্ষায়
তবুও জীবন ডাকে আজো আমায়
ক্লান্তিহীন অতল গভীরতায়
সাগরের নি:সঙ্গ স্রোতের মাঝে আজো
প্রশ্ন রয়ে যায়।
_____________________________
আগের গান -
ধূসর ক্যানভাস
বিচ্ছিন্ন কাব্য
প্রতিমূহুর্তে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
চুক্কা বাঙ্গী বলেছেন: থ্যাংকস ব্রাদার।
২|
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
Missing you!
৩|
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
প্রামানিক বলেছেন: ভাই চুক্কা বাঙ্গী, আপনি নতুন লেখা দেন না ক্যারে?
৪|
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: গানটা ভাল লেগেছে। + +
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: গান বেশ ভালো লাগলো। নিট এ্যান্ড ক্লিন।