![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am Serious but, DON'T take me Seriously
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । কিন্তু, কালের গর্বে হারাতে বসেছে ছাত্রদলের গৌরব উজ্জ্বল অতীত ইতিহাস।এর প্রধান কারন গুলোর মধ্যে অন্যতম একটা কারন হচ্ছে গ্রুপিং।কেন্দ্রীয় ছাত্র-সংসদ থেকে শুরু করে ওয়াড কমিটি গঠনের ক্ষেত্রেও চলছে গ্রুপিং ।গ্রুপিং দলের কর্মী সৃষ্টির জন্য গুরুত্বপুর্ন্য ভুমিকা রাখে তাই,গ্রুপিং দলের জন্য বা রাজনীতির জন্য মঙ্গলজনক । কিন্তু,গ্রুপিং কে কেন্দ্রো করে কিছু আসাধু সুবিধাবাদী সিনিয়র নেতা দল কে দিনের পর দিন ধ্বংশের পথে ঠেলে দিচ্ছে । গ্রুপিং কে এখন কোন্দোলে রুপান্তরীত করেছে সুবিধাবাদী নেতারা দলের মধ্যে পদ বানিজ্য করে ত্যাগী নেতা-কর্মীদের দল ছাড়া করছে । কেন্দ্রীয়,জেলা,মহা-নগর ও থানার সিনিয়র নেতারা গ্রুপিং এর নামে বানিজ্য করে দিনের পর দিন সংগঠন কে করে তুলছে কর্মী হীন ও অথর্ব । বর্তমানে গ্রুপিং এমন কোন্দোলে পরিনত হয়েছে যে ছাত্রদলের নিয়ন্ত্রন চলে গেছে মুষ্ঠিমেয় নেতার কাছে , যারা ফলে আন্দোলনে ছাত্রদলের ভুমিকা খুজে পাওয়া যাচ্ছে না । শহীদ জিয়ার আদর্শ ছাত্রদলে বর্তমানে নেই বলেই চলে , আছে ভাইয়া আদর্শের ছাত্রদল । ভাইয়াদের খুশী করার জন্য দেশ নেত্রীর ডাকেও সাড়া দিয়ে রাজপথে নামতে পারছে না ছাত্রদলের নেতা-কর্মীরা । এছাড়াও ব্যবসায়ী,মুর্খ,চাকরিজীবি ইত্যাদি শ্রেনীর লোক জনের নিয়ন্ত্রনে এখন কার ছাত্রদল । শিক্ষিত,অধ্যায়নরত ছাত্ররা স্থান পাচ্ছে না ছাত্রদলের কমিটি গুলোতে তাই, ক্যম্পাস নিয়ন্ত্রনে সম্পুর্ন্য রুপে ব্যর্থ ছাত্রদল । এর পর বিবাহীত ছাত্রনেতাদের অভাব নাই ছাত্রদলে , আপনারা বলুন যাদের স্ত্রী,সন্তান এর পিছুটান আছে তারা কিভাবে জীবন বাজী রেখে দলের জন্য রাজ পথে নামবে ?
এই ভাবে আর কতদিন চলবে ছাত্রদল ?
অনেক নেতা-কর্মী আছে যারা যোগ্য,মেধাবী,সাহসী শুধু মাত্র অর্থের অভাবে লবিং ও গ্রুপিং করতে পারছে না আর পারছেনা সিনিয়র নেতাদের সন্তুষ্ঠ করতে ।
এখনো যদি আমরা সচেতন না হই তাহলে ছাত্রদলের গৌরভময় ইতিহাস কালের গর্বে একদিন হারিয়ে যাবে ।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬
উপপাদ্য বলেছেন: সুন্দর পোস্ট। এখন দল গোছানোর সময়, আদর্শিক দিকটা নিয়ে ভাবতে হবে বেশী। নেতৃত্বে শিক্ষিত সাহসী ও ডায়নামিক ছাত্রদের দেখতে চাই।
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০১
আমি আদনান বলছি বলেছেন: উপপাদ্---------- আপনার কথাটা যুক্তিযুক্ত ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০২
আমি আদনান বলছি বলেছেন: রক্তভীতু ভ্যাম্পায়ার------------------ ক্ষমতায় আজ না হয় কাল ইন শা আল্লাহ আসবেই বিএনপি শুধু গুছানো বাকি ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০০
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বি,এন,পি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখছিনা,কাজেই ছাত্রদলের সকল প্রকার গ্রুপিং থেকে মুক্ত হয়ে ছাত্রলীগে যোগ দেওয়া উচিত!
