![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই দৈন্দিন জীবনে চলার পথে অনেক সময় আমাদের অনেকের পকেটে জাল টাকা চলে আসে । আর এটা মূলত কিছু অসাধু ব্যক্তির জাল নোট তৈরি ও বাজার জাত কারণে প্রতিনিয়ত আমরা সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্থ হচ্ছি । তাই আমাদের সকলকে এই জাল নোট গুলো চেনা খুবয়ই জরুরী । আর এই জাল টাকার নোট চেনার সহজ সহজ কয়েকট উপায় আছে । উপায়গুলো
১ । জাল টাকার প্রথম শর্ত হচ্ছে এই টাকার নোটগুলো নতুন হবে । কারণ জাল টাকার নোটগুলো সাধরণ কাগজের তৈরি তাই পুরাতন হয়ে গেলে সেই নোট নাজেহাল হয়ে যায় বা তা অতি সহজেই বোঝা যায় ।
২। জাল টাকার নোট ঝাপসা দেখায় । আসল নোটের মত ঝকঝকে থাকে না । সেটা নতুন হোক আর পুরাতন হোক এবং কিছুটা পাতলা বা হালকা ধরনের যা একজন আরেকজনের কাছ থেকে টাকা লেন দেন করার সময় একটু মনযোগ সহকারে দেখলেই বোঝা যায় ।
৩। জাল নোট হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ পর ছেড়ে দিলে তা সাধারণ কাগজের মতো ভাঁজ হয়ে যাবে । আর আসল নোট ভাঁজ হবে না । যদিও সামান্য ভাঁজ হবে তবুও তা জাল নোটের ক্ষেত্রে তুলনামূলক অনেক বেশি ।
৪। এবার আসুন আসল কথায় আপনি এই মূহুর্তে নতুন একটি ১০০০ টাকা ও ৫০০ টাকা এবং একটি ১০০ টাকার নোট এবং পুরাতন একটি পাঁচশত টাকার নোট আপনার হাতে নিন । আর এই বর্ণনার সাথে মিলিয়ে দেখুন কথাগুলো ঠিক আছে কি না ।
৫। উপরে লেখা প্রথম তিনটি নোট সোজা করে ধরুন এবার লক্ষ্য করুণ নোটের বাম পাশে উপর থেকে নিচ পর্যন্ত একটি সরল রেখা আছে । একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ওটা কোন রেখা নয় । সেখানে স্পষ্টভাবে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক Bangladesh Bank কথাটা লেখা আছে ।
৬। পুরাতন ৫০০ টাকার নোটে বাম পার্শের নিচে সুন্দর নকশা করে লেখা আছে ৫০০ মূলত সেখানে Bangladesh Bank কথাটাও লেখা আছে হালকা ও ভারি রং দিয়ে ।
৭। টাকা সবসময় দুটি অংশ দিয়ে তৈরি হয় । টাকার দুই পার্শে দুটো নোট জোড়া লাগানো থাকে এবং এটা হরিনের চামড়া দিয়ে তৈরি বলে পানিতে ভেজালেও খুব তারাতারি ভেঙ্গে যাবে না । আর জাল নোট পানিতে ভেজানোর সাথে সাথেই তা ভেঙ্গে যাবে।
৮। আসল নোট সবসময় খসখসে হবে ।
৯। উপরের সবগুলো উপায়ে যদি আসল ও জাল এবং নকল নোট সনাক্ত করতে কেউ ব্যর্থ হয় তবে তার জন্য সর্বশেষ উপায় আল্ট্রা ভায়োলেট লাইট । এই লাইটের মাধ্যমে সনাক্ত করা খুবই সহজ । আসল নোটে এই লাইটের আলো ধরলে নোটের উপর রেডিয়ামের প্রলেপ জ্বল জ্বল করে উঠবে । জাল নোটে তা হয় না ।
কৃতজ্ঞতাঃ এমটিনিউজ২৪
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১
কালের সময় বলেছেন: নুর ইসলাম রফিক ভাই আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
ছাসা ডোনার বলেছেন: ভাল উপকারী পোস্ট। ধন্যবাদ
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:০২
কালের সময় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই । কি করবো ভাই যে ভাবে চার দিকে জাল টাকার ছেড়াছিড়ি তাই পোস্টটি দেওয়া আরকি যদি কারো উপকারে আছে তাহলেই পোস্টের সার্থক ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৩
কালের সময় বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ সুমন ভাই ।
৪| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭
নৈশ শিকারী বলেছেন: ভালো পোস্ট
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৫
কালের সময় বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো উপকারী পোস্টের জন্য অনেক ধন্যবাদ ।
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৬
কালের সময় বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপুনি ।
৬| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
আবু শাকিল বলেছেন: ভাইয়া আপনি কেমন আছেন ?
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭
কালের সময় বলেছেন: জি ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন এ যাত্রায় অনেকদিন পরে দেখলাম ।
৭| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
হামিদ আহসান বলেছেন: কাজের পোস্ট ......
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ হামিদ ভাইয়া ।
৮| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোস্ট। বিশাল অংকের নোট নেয়ার সময় লাস্ট পদ্ধতি গ্রহন করা যাইতে পারে। এই লাইটের দাম কত?
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ নদী ভাইয়া । আচ্ছা নদী কিন্তু মেয়েদের নামও হয় আপনেরে ভাইয়া বলে আবার কোন ভুল করিনি ।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৩:১৮
এম এম করিম বলেছেন: দরকারী পোস্ট।
ধন্যবাদ।
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
কালের সময় বলেছেন: ধন্যবাদ করিম ভাইয়া । মন্তব্য পেয়ে খুশি হোলাম ।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:০৯
ভিটামিন সি বলেছেন: সতর্কতা মুলক পোষ্ট। ঠিক এই কয়কেটি পদ্ধতি এবং এমনই অক্ষর ও শব্দ বিন্যাস নিয়ে একটি বাংলা এপ আছে এন্ডয়েড ইউজারদের জন্য। যেটি গত ৩ মাস যাবত আমার মোবাইলের মেমোরি দখল করে আছে। যারা যারা এন্ড্রয়েড চালান তারা এপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। লিংক দিলাম না, প্যে স্টোরে খুঁজলেই পাবেন।
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া তথ্যমূলক মন্তব্যের জন্য ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি দুই বার ধরা খেয়েছি, একবার ৫০ এবং আরেকবার ১০০ টাকা নকল ছিল -- কিছু মানুষ দিন দিন কত বড় অসভ্য আর ধুরন্ধর হচ্ছে যে মানুষ ঠকিয়ে উচু তলায় উঠতে তৎপর ---
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু আপনার মন্তব্য পেয়ে খুশি হোলাম ।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার সতর্করনীয় পোস্ট । বিষয়টা ইদানীং আসলে একটি ভাইরাসের মত কাজ করছে ।
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২
আমি মিন্টু বলেছেন: কয়দিন আগে অবশ্য আমি একখান একহাজার টাকার একটা নোট পেয়েছিলাম । পড়ে ওটাকে ছিড়ে ফেলেছি । সতর্কমূলক পোস্টের
জন্য ধন্যবদ । এরকম একটি সতর্কমূলক পোস্ট সকলের কাজে আসবে তাই পোস্ট প্রিয়তে নিলাম ।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
কালের সময় বলেছেন: আপনাকে ধন্যবাদ মিন্টু ভাই । আমিও দুইবার একশত টাকার নোট পেয়েছিলাম পরে পুরছিলাম ।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫
ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর ভাল পোস্ট ++
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া নেট সমস্যা থাকায় উত্তর দিতে দেরি হয়ে গেল বলে দুংখীত
১৫| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সচেতনতা মুলক পোস্ট ।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া নেট সমস্যা থাকায় উত্তর দিতে দেরি হয়ে গেল বলে দুংখীত
১৬| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া নেট সমস্যা থাকায় উত্তর দিতে দেরি হয়ে গেল বলে দুংখীত ।। ।
১৭| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮
শতদ্রু একটি নদী... বলেছেন: একদম ঠিক আছে।
১৮| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর সচেতন মূলক পোস্ট ।
১৯| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালো লাগলো সচেতন হওয়া ধরকার আছে ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: উপকারী পোষ্ট।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।